ভারতের অর্থনীতি সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

এই পোষ্টে ভারতের অর্থনীতি সম্পর্কিত প্রশ্ন ও উত্তর শেয়ার করা হল। ভারতের অর্থনীতি সম্পর্কিত প্রশ্ন ও উত্তর বিভিন্ন পরীক্ষায় কাজে আসবে।

প্রশ্ন- ভারতে নির্মিত বিভিন্ন দ্রব্য এবং জন্ত্রংশের মান নির্দেশক প্রতীকের নাম কী ?
উত্তরঃ —ISI MARK।

প্রশ্ন-পরিবেশ হিতবাদী সংস্থা দ্বারা বিভিন্ন দ্রব্যের ওপর অঙ্কিত প্রতীকের নাম কী ?
উত্তরঃ- ECO MARKI

প্রশ্ন- ভারতে শিল্প ক্ষেত্রে বিনিয়োগ সর্বোচ্চ সরকারি সংস্থা কোটি?
উত্তরঃ–IDBI।

প্রশ্ন- ভারতের শিল্পক্ষেত্রে উন্নয়ন ঘটাতে যে বেসরকারি সংস্থা অগ্রণী ভূমিকা নেয়, তার নাম কী ?
উত্তরঃ–ICICI

প্রশ্ন- সরকার কে নীতির প্রয়োগ রাজস্ব আদায় বৃদ্ধি করে, তাকে কী বলা হয়?
উত্তরঃ—ফিসক্যাল পলিসি।

প্রশ্ন- যখন কোনো দ্রব্যের ক্রয়-বিক্রয় অর্থের পরিবর্তে পণ্য বিনিময়ের মাধ্যমে ঘটে, সেই বিনিময়ের পদ্ধতিকে কী বলা হয়?
উত্তর- বার্টার ( Barter)

প্রশ্ন- ভারতে প্রথম রাজস্থান রাজ্যে যে ভূ-দান আন্দোলন শুরু হয় তার একজন বিশিষ্ট নেতার নাম কী?
উত্তরঃ- আচার্য বিনোবা ভাবে (১৯৬১)।

প্রশ্ন- মৃদু হারে মুদ্রাস্ফীতির মাত্রা কত?
উত্তরঃ -২-৪%

প্রশ্ন- মাঝারি মানের মুদ্রাস্ফীতির মাত্রা কত ?
উত্তরঃ— ৫-৯%।

প্রশ্ন- অতিরিক্ত মানের মুদ্রাস্ফীতির মাত্রা কত ?
উত্তরঃ-১০% হইতে।

প্রশ্ন- ভারতে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী ব্যক্তির শতকরা। | হার কত? –২১.৮%। ভারতে’ দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী প্রতিটি পরিবারের বার্ষিক আয় সর্বাধিক কত?
উত্তরঃ- ১ হাজার টাকা।

প্রশ্ন- ভারতে খাদি গ্রামোদ্যোগ কমিশন গঠিত হয় কবে?
উত্তরঃ—প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়।

প্রশ্ন-  জাপানের কুপস এণ্ড ডেমাগ সংস্থাটি ভারতের যে লৌহ-ইস্পাত শিল্প কেন্দ্রটি গড়ে তুলতে সাহায্য করেছে, তার নাম কী ? উত্তরঃ- রাউরকেল্লা।

প্রশ্ন– ভারতের কোন সমুদ্র বন্দর আমদানি বাণিজ্যে প্রথম স্থান অধিকার করে ?
উত্তরঃ- মুম্বাই।

প্রশ্ন- NABARD কবে গঠিত হয়?
উত্তরঃ —১৯৮২ সালে।

প্রশ্ন- LIC কবে গঠিত হয়?
উত্তরঃ- ১৯৫৬ সালের ১ সেপ্টেম্বর।

প্রশ্ন- GIC কবে গঠিত হয়?
উত্তরঃ- ১৯৭২ সালে।

প্রশ্ন- ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু কবে হয়েছিল?
উত্তরঃ- ১৯৫১ সালে।।

প্রশ্ন- প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার চেয়ারম্যান কে ছিলেন?
উত্তরঃ— জওহরলাল নেহরু।

প্রশ্ন- প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সদস্য কতজন ছিল?
উত্তরঃ- পাঁচজন

প্রশ্ন- ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ- আর. কে. স্মমুখন চেট্টি।

প্রশ্ন– ভারতের বৃহত্তম বেসরকারী ব্যাঙ্ক কোনটি?
উত্তরঃ- ICICI (১৯৫৫)|

প্রশ্ন- ভারতের শেয়ার মার্কেট পরিচালনা করে কোন সংস্থা?
উত্তরঃ-SEBI (১৯৮৮)

প্রশ্ন-  ভারতে বর্তমানে কয়টি শেয়ার মার্কেট আছে?
উত্তরঃ- ২৪

প্রশ্ন-  মুম্বাই শেয়ার মার্কেট কত সালে গঠিত হয়?
উত্তরঃ-১৯৭৫ সালে।

প্রশ্ন- মুম্বাই শেয়ার মার্কেট সূচক কী?
উত্তরঃ- SENSEX

প্রশ্ন- ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক কী?
উত্তরঃ- NIFTY 50

প্রশ্ন- ভারতের রিজার্ভ ব্যাংক কবে গঠিত হয়?
উত্তরঃ– ১৯৩৫ সালের ১ এপ্রিল।

প্রশ্ন- রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্ণরের নাম কী?
উত্তরঃ- অসবার্ণ আকালস্মিথ

Leave a Reply