You are currently viewing বিভিন্ন সমুদ্রস্রোত ও তার তালিকা PDF সহ।(Various ocean currents and their list with PDF)1
বিভিন্ন সমুদ্রস্রোত ও তার তালিকা PDF সহ

বিভিন্ন সমুদ্রস্রোত ও তার তালিকা PDF সহ।(Various ocean currents and their list with PDF)1

পৃথিবীর আবর্তন গতি, বায়ুপ্রবাহ, সমুদ্র জলের  লবনতা, ঘনত্ব ও উষ্ণতার পার্থক্য এবং মহাদেশের অবস্থান ও আকৃতি প্রভৃতির প্রভাবে সমুদ্রের জলরাশি নিয়মিতভাবে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হলে তাকে সমুদ্রস্রোত বলে।[১]

বিভিন্ন সমুদ্রস্রোত ও তার তালিকা PDF সহ

নাম স্থান উৎপত্তি
ব্রাজিল স্রোত ব্রাজিলের পূর্ব উপকূল বেঙ্গুয়েলা ও দক্ষিণ নিরক্ষীয় স্রোত।
ল্যাব্রাডর স্রোত গ্রীণল্যাণ্ড উত্তর মহাসাগর স্রোত।
ফল্যাণ্ড স্রোত ফল্যাণ্ড দ্বীপপুঞ্জ কুমেরু স্রোত।
পেরু বা হামবোল্ড স্রোত চিলি উপকূল কুমেরু স্রোত।
মাদাগাস্কার স্রোত মাদাগাস্কার স্রোত দক্ষিণ নিরক্ষীয় স্রোত ও অস্ট্রেলিয়া স্রোত।
ক্যালিফোর্ণিয়া স্রোত ক্যালিফোর্ণিয়া জাপান স্রোত।
অ্যালুসিয়ান স্রোত অ্যালুসিয়ান দ্বীপপুঞ্জ জাপান স্রোত।
বেরিং স্রোত বেরিং সুমেরু স্রোত।
ক্যানারি স্রোত পর্তুগাল উপকূল উপসাগরীয় ও উত্তর নিরপেক্ষীয় স্রোত।
কুরোশিয়া বা জাপান স্রোত জাপানের পূর্ব উপকূল উত্তর নিরক্ষীয় স্রোত।
আগুলাস স্রোত উত্তরমাশা অন্তরীপ মাদাগাস্কার স্রোত ও মোজাম্বিক স্রোত।
মৌসুমী স্রোত ভারত দক্ষিণ নিরক্ষীয় স্রোত।

 

এটিও জেনে নিনঃ প্রনব মুখোপাধ্যায় এর বর্নময় অধ্যায়

File Name: বিভিন্ন সমুদ্রস্রোত ও তার তালিকা PDF সহ

File Format: PDF 

PDF File Name: বিভিন্ন সমুদ্রস্রোত ও তার তালিকা PDF সহ

PDF File Size: 348 KBPS

No of Page: 01

Download Link: [VI]

Leave a Reply