ভারতের ইতিহাস সম্পর্কিতঃ এই পোষ্টে ভারতের ইতিহাস সম্পর্কিত জানা অজানা প্রশ্ন ও উত্তর শেয়ার করা হল। ভারতের ইতিহাস সম্পর্কিত প্রশ্ন উত্তরগুলি বিভিন্ন চাকুরী এবং প্রতিযোগিতা মূলক পরীক্ষায় খুব কাজে আসবে। ভারতের স্বাধীনতা সংগ্রাম সম্পর্কিত প্রশ্ন উত্তর এর আগের পোষ্টে শেয়ার করা হয়েছে চাইলে দেখে নিতে পারেন।
ভারতের ইতিহাস সম্পর্কিত প্রশ্ন উত্তর
- কলহন রচিত ‘রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে প্রাচীন ভারতের কোন রাজ্যের ইতিহাস সম্বন্ধে জানা যায় – কাশ্মীরের ইতিহাস।
- তীর্থঙ্কর’ শব্দের অর্থ কী – জৈনদের প্রধান ধর্মগুরু।
- জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কী – দ্বাদশ অঙ্গ।
- ভারতের কোন বিদেশি শাসনকর্তারা ‘ক্ষত্রপ’ উপাধি ধারণ করেন – উত্তর পশ্চিম ভারতের শক শাসনকর্তারা।
- প্রয়াগের মেলা কী নামে পরিচিত ছিল – মহাকর্ষ ক্ষেত্র।
- কাকে দ্বিতীয় অশোক’ বলা হয় – কণিষ্ক।
- কাশ্যপ মাতঙ্গ কে ছিলেন – বৌদ্ধ পণ্ডিত।
- গৌড় বা, বাংলাদেশের প্রথম ঐতিহাসিক ব্যক্তিত্ব কে ছিলেন – শশাঙ্ক।
- চন্ডাশোক কাকে বলা হয় – অশােক।
- লাহী সম্বত কে প্রচলন করেন – আকবর।
- আকবরের সভার শ্রেষ্ঠ কবি কে ছিলেন- ঘিজলী।
- তারিখ-ই-আলাই’এর রচয়িতা কে- আমীর খসরু।
- বেদকে কেন্দ্র করে যেসব ধর্মগ্রন্থ রচিত, তাকে কী বলে সূত্র বা, ধর্মসূত্র। –
- ‘মারাঠা জাতির ইতিহাস’ কার রচনা – জেমস গ্রান্ট ডাফ।
- মহেঞ্জোদারোতে সিলমোহর উপর যে শিলমোহর ওপর যে দেবতার খােদাই করা মূর্তি পাওয়া গেছে, তা কীসের মূর্তি – শিবের আদি মূর্তি।
- মহাবীরের পূর্বৰ্তম তীর্থঙ্করের না কী? – পার্শ্বনাথ।
এগুলিও পড়ুন –