ভারতের কিছু বিপ্লবী গুপ্ত সমিতি ও তার তালিকা PDF সহ

ভারতের কিছু বিপ্লবী গুপ্ত সমিতি ও তার তালিকা PDF সহ।(Some revolutionary secret societies in India and their list with PDF)1

অনুশীলন সমিতি ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুশীলন তত্ত্বের আদর্শে গঠিত বাংলার একটি সশস্ত্র ব্রিটিশ-বিরোধী সংগঠন।[১][২] মূলতঃ ঢাকা ও কলকাতা শহরকে কেন্দ্র করে এই দলটি বিংশ শতাব্দীর প্রথমভাগে সংগঠিত হয়। ১৯০২ খ্রিষ্টাব্দের ২৪ মার্চ (সোমবার ১০ চৈত্র ১৩০৮) এই সমিতি তৈরি হয়েছিল সতীশচন্দ্র বসু ও প্রমথনাথ মিত্রের ঐকান্তিক প্রচেষ্টায় কলকাতার হেদুয়া অঞ্চলে। তবে কলকাতায় প্রথম অনুশীলন সমিতির আখড়াগুলি ১৯০২ সালেই শুরু হলেও পরবর্তীকালে ঢাকায় তা আরো বিস্তৃত হয়।[১]

         ভারতের কিছু বিপ্লবী গুপ্ত সমিতি ও তার তালিকা PDF সহ

সমিতির নাম প্রতিষ্ঠাতা বা নেতৃত্বগুণ প্রতিষ্ঠাকাল অবস্থান
হিন্দু মেলা নবগোপাল মিত্র, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর ও রাজনারায়ণ বসু ১৮৬৭ বাংলা
হিন্দু ধর্ম অন্তরায় বিনাশী সংঘ প্রতিষ্ঠাতা : বালকৃষ্ণ চাপেকর ও দামোদর হরি চাপেকর ১৮৯৫ মহারাষ্ট্র, পুনে
সঞ্জীবনী সভা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর ও রাজনারায়ণ বসু ১৮৬৭ কলকাতায় জোড়াসাঁকো
আত্মোন্নতি সমিতি বিপিনবিহারী গাঙ্গুলি ১৮৯৭ বাংলা
মিত্রমেলা প্রতিষ্ঠাতা : গণেশ সাভারকর ও বিনায়ক দামোদর সাভারকর ১৮৯৯ মহারাষ্ট্র, নাসিক
হিন্দুস্থান রিপাবলিকান অ্যাসোসিয়েশন বা আর্মি| প্রতিষ্ঠাতা : শচীন্দ্রনাথ সান্যাল ও যোগেশ চন্দ্র চট্টোপাধ্যায় ১৯২৪ উত্তরপ্রদেশের লক্ষ্মৌ এবং পাঞ্জাব, বিহার
ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি সূর্য সেন, অনন্ত সিংহ ও গণেশ ঘোষ ১৯২৮ বাংলা
শ্রীসংঘ অনিল রায় ও লীলা রায় ১৯২৩ বাংলা
নওজওয়ান ভারতসভা ভগৎ সিং ১৯২৫ পাঞ্জাব
হিন্দুস্থান সোসালিস্ট রিপাবলিক্যান অ্যাসোসিয়েশন ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত ১৯২৮ দিল্লি, বোম্বাই, মাদ্রাজ, বিহার
বেঙ্গল ভলেন্টিয়ার্স হেমচন্দ্র ঘোষ, বিনয়কৃষ্ণ বসু ও বিমল দাশগুপ্ত ১৯২৮ বাংলা, মেদিনীপুর

 

এটিও জেনে নিনঃ ইংরেজী থেকে বাংলায় অনুবাদ করার নিয়ম

File Name: ভারতের কিছু বিপ্লবী গুপ্ত সমিতি ও তার তালিকা PDF সহ

File Format: PDF

PDF File Name: ভারতের কিছু বিপ্লবী গুপ্ত সমিতি ও তার তালিকা PDF সহ

PDF File Size:346 KBPS 

No of Page: 01

Download Link: ভারতের কিছু বিপ্লবী গুপ্ত সমিতি

Leave a Reply