ভারতের গবেষণাগার – কোথায় কোন গবেষণাগার: ভারতের গবেষণাগার – কোথায় কোন গবেষণাগার আছে জেনে নিন। নিম্নে ভারতের গবেষণাগার – কোথায় কোন গবেষণাগার রয়েছে তা আলোচনা করা হয়েছে। এটিও পড়ুন – সংবিধানের 6 টি মৌলিক অধিকার ।
গবেষণাগারঃ পরীক্ষাগার বা গবেষণাগার একটি কর্ম স্থান, যেখানে বৈজ্ঞানিক গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা অথবা পরিমাপ কার্য সম্পাদনের উদ্দেশ্যে তৈরি করা হয়। ল্যাবরেটরিকে সংক্ষেপে ল্যাব বলা হয়। পরীক্ষাগার একটি নির্দিষ্ট জায়গা হিসেবে প্রয়োজনীয় যন্ত্রপাতি সহযোগে যথাযথ প্রক্রিয়া ও নির্দেশনাবলী অনুসরণে কার্য সম্পাদন করা হয়।
ভারতের গবেষণাগার – কোথায় কোন গবেষণাগার
প্রশ্নঃ- কেন্দ্রিয় কাজ ও মৃৎশিল্প গবেষণাগার কোথায় অবস্থিত ?
উত্তরঃ যাদবপুর (পশ্চিমবঙ্গ)
প্রশ্নঃ- কেন্দ্রিয় বলবিদ্যা পূর্ত গবেষণাগার কোথায় অবস্থিত ?
উত্তরঃ দুর্গাপুর (পশ্চিমবঙ্গ)।
প্রশ্নঃ- মৎস্য গবেষণাগার কোথায় অবস্থিত ?
উত্তরঃ জুনপুট (পশ্চিমবঙ্গ)
প্রশ্নঃ- কেন্দ্রিয় পাট গবেষণাগার কোথায় অবস্থিত ?
উত্তরঃ ব্যারাকপুর (পশ্চিমবঙ্গ)
প্রশ্নঃ- কেন্দ্রিয় পাট প্রযুক্তি গবেষণাগার কোথায় অবস্থিত ?
উত্তরঃ কোলকাতা (পশ্চিমবঙ্গ)।
প্রশ্নঃ- সারা ভারত ম্যালেরিয়া ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?
উত্তরঃ দিল্লি।
প্রশ্নঃ- কেন্দ্রিয় রােড রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?
উত্তরঃ নতুন দিল্লি।
প্রশ্নঃ- কেন্দ্রিয় রাজপথ গবেষণাগার কোথায় অবস্থিত ?
উত্তরঃ দিল্লি।
প্রশ্নঃ- কেন্দ্রীয় গম গবেষণাগার কোথায় অবস্থিত ?
উত্তরঃ পুসা (দিল্লি)।
প্রশ্নঃ- কেন্দ্রীয় ঔষধ গবেষণাগার কোথায় অবস্থিত ?
উত্তরঃ দিল্লি।
প্রশ্নঃ- ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি কোথায় অবস্থিত ?
উত্তরঃ : নতুন দিল্লি।
প্রশ্নঃ- সেন্ট্রাল পটাটো রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?
উত্তরঃ সিমলা।
প্রশ্নঃ- ইন্ডিয়ান টেক্সটাইল ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?
উত্তরঃ কানপুর।
প্রশ্নঃ- কেন্দ্রিয় ধান গবেষণাগার কোথায় অবস্থিত ?
উত্তরঃ কটক (ওড়িশা)।
প্রশ্নঃ- চা, কফি গবেষণাগার কোথায় অবস্থিত ?
উত্তরঃ কাসারগড়।
প্রশ্নঃ- কেন্দ্রীয় কার্পাস গবেষণাগার কোথায় অবস্থিত ?
উত্তরঃ নাগপুর।
প্রশ্নঃ- দুধ গবেষণাগার কোথায় অবস্থিত ?
উত্তরঃ কান্নার (বেঙ্গালুরু)।
প্রশ্নঃ- কেন্দ্রিয় চা, নারকেল গবেষণাগার কোথায় অবস্থিত ?
উত্তরঃ কাসেরগড় (কেরালা)।
প্রশ্নঃ- কেন্দ্রিয় মহাকাশ গবেষণাগার কোথায় অবস্থিত ?
উত্তরঃ থুম্বা (কেরালা)।
প্রশ্নঃ- কেন্দ্রীয় খাদ্য গবেষণাগার কোথায় অবস্থিত ?
উত্তরঃ মহীশূর।
প্রশ্নঃ- খনি গবেষণাগার কোথায় অবস্থিত ?
উত্তরঃ ধানবাদ (ঝাড়খণ্ড)।
প্রশ্নঃ- মৃত্তিকা গবেষণাগার কোথায় অবস্থিত ?
উত্তরঃ দেরাদুন, চণ্ডীগড়, কোটা, আগ্রা, যোধপুর।
প্রশ্নঃ- জ্যোতির্বিজ্ঞান গবেষণাগার কোথায় অবস্থিত ?
উত্তরঃ উজ্জয়িনী, হায়দ্রাবাদ।
প্রশ্নঃ- পশ্চিমবঙ্গের নদী গবেষণাগার কোথায় অবস্থিত ?
উত্তরঃ হরিণঘাটা।
প্রশ্নঃ- বস্ত্র গবেষণাগার কোথায় অবস্থিত ?
উত্তরঃ পুণে।
প্রশ্নঃ- হাই অল্টিচিউট রিসার্চ ল্যাবরেটরী কোথায় অবস্থিত ?
উত্তরঃ কাশ্মীরের গুলমার্গ।
প্রশ্নঃ- জাহাজ গবেষণাগার কোথায় অবস্থিত ?
উত্তরঃ চেন্নাই (তামিলনাড়ু)।
প্রশ্নঃ- কেন্দ্রিয় চামড়া রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?
উত্তরঃ চেন্নাই (তামিলনাড়ু)।
প্রশ্নঃ- কেন্দ্রিয় সমুদ্র গবেষণাগার কোথায় অবস্থিত ?
উত্তরঃ পানাজি (গোয়া)/চেন্নাই।
প্রশ্নঃ- পেট্রোলিয়াম গবেষণাগার কোথায় অবস্থিত ?
উত্তরঃ দেরাদুন (উত্তরাঞ্চল)।
প্রশ্নঃ- কেন্দ্রিয় বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?
উত্তরঃ রুবকি (উত্তরাঞ্চল)।
প্রশ্নঃ- ড্রাগ গবেষণাগার কোথায় অবস্থিত ?
উত্তরঃ লক্ষ্ণৌ (উত্তরপ্রদেশ)।
প্রশ্নঃ- কেন্দ্রীয় ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?
উত্তরঃ লক্ষ্ণৌ (উত্তরপ্রদেশ)।
প্রশ্নঃ- মৎস্য (প্রযুক্তি) কোথায় অবস্থিত ?
উত্তরঃ এর্নাকুলাম (কেরালা)।
প্রশ্নঃ- কেন্দ্রিয় আখ গবেষণাগার কোথায় অবস্থিত ?
উত্তরঃ লক্ষ্ণৌ, কোয়েম্বাটুর
এগুলিও পড়ুন –