ভারতের জলসেচ সম্পর্কিত প্রশ্ন উত্তর

ভারতের জলসেচ : এই পোষ্টে ভারতের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কিত প্রশ্ন উত্তর শেয়ার করা হল। উক্ত তথ্যগুলি বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা ও চাকুরী পরীক্ষায় কাজে আসবে। নিম্নে ভারতের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF সহ এর তালিকা দেওয়া হল। এটিও পড়ুন – সংবিধানের কী এবং সংবিধানের উৎস সম্পর্কিত তথ্য

ভারতের জলসেচ ব্যবস্থা ও কৃষিজ ফসল, উত্তর ভারতের নদীগুলি বরফগলা জলে পুষ্ট ৷ ভারতে প্রধানত তিনটি পদ্ধতিতে জলসেচ করা হয় (১)কূপ ও নলকূপ (২) জলাশয় বা পুষ্করিণী (৩) সেচখাল ৷

ভারতের জলসেচ সম্পর্কিত প্রশ্ন উত্তর

  • ভারতে মােট চাষযােগ্য জমির জলসেচের অন্তর্ভূক্ত?
    উত্তরঃ  – ৪৬%
  • ২০১০ সালের মধ্যে জলসেচের অন্তর্ভুক্ত হয়?
    উত্তরঃ  ৬৪%
  • পৃথিবীতে জলসেচ সেবিত জমির পরিমাণ সবচেয়ে বেশি?
    উত্তরঃ  ভারতবর্ষে।
  • ভারতের রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি জল সেচ করা হয়?
    উত্তরঃ  পাঞ্জাবে.(মােট জমির ৮১%)
  • ভারতে জলসেচের পরিমাণ সবচেয়ে কম?
    উত্তরঃ  ত্রিপুরা (মােট জমির ৮%)।
  • কূপ ও নলকূপ প্রথায় অধিক জলসেচ করা হয়?
    উত্তরঃ —উত্তর ভারতে।
  • পুকুর বা জলাশয়ের সাহায্যে জলসেচ করা সবচেয়ে অধিক?
    উত্তরঃ —দক্ষিণ ভারতে।
  • ভারতে সবচেয়ে বেশি জলসেচ করা হয় ?
    উত্তরঃ —খালপ্রথায় (৪০%)।
  • পৃথিবীর উচ্চতম সেচ বাঁধ?
    উত্তরঃ – রাশির নকরেক বাঁধ (৩০০ মি.)।
  • পৃথিবীর উচ্চতম কংক্রিটের খাড়া পাড় বাঁধ হল?
    উত্তরঃ  ভাকরা (২২৬ মিটার)।
  • পৃথিবীর দীর্ঘতম বাঁধ এর নাম কী?
    উত্তরঃ – দঃ আমেরিকার-ইয়াসিরিটা-অ্যাপাইপ (৭কিমি)।
  • পৃথিবীর বৃহত্তম বাঁধ?
    উত্তরঃ  গ্র্যান্ড কুলি
  • ভারতের দীর্ঘতম বাঁধ?
    উত্তরঃ – হীরাকুঁদ। (পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম)
  • DVC কোথায় অবস্থিত?
    উত্তরঃ দুর্গাপুর।
  • ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা?
    উত্তরঃ  DVC ( ১৯৮৮ সালে আমেরিকার যুক্তরাষ্ট্রের টেনিস ভ্যালি অথারিটি অনুকরণে)।

এগুলিও পড়ুন

Leave a Reply