ভারতের জাতীয় পতাকাঃ ভারতের জাতীয় পতাকা হল কেন্দ্রস্থলে ২৪টি দণ্ডযুক্ত ঘন নীল রঙের অশোকচক্র সংবলিত ভারতীয় গেরুয়া, সাদা ও ভারতীয় সবুজ এই তিন রঙের একটি আনুভূমিক আয়তাকার পতাকা। ১৯৪৭ সালের ২২ জুলাই আয়োজিত গণপরিষদের একটি অধিবেশনে পতাকার বর্তমান নকশাটি গৃহীত হয় এবং সেই বছর ১৫ অগস্ট এটি ভারত অধিরাজ্যের সরকারি পতাকার স্বীকৃতি লাভ করে ।[১]
ভারতের জাতীয় পতাকার তালিকা PDF সহ
জাতীয় পতাকার অর্থ | যে কোনো দেশের ঐতিহ্য, গৌরব এবং মর্যাদার প্রতীক হল জাতীয় পতাকা। |
ভারতের জাতীয় পতাকার শিল্পী | পিঙ্গলি ভেঙ্কাইয়া (অন্ধ্রপ্রদেশের মছলিপট্টনম গ্রামের মানুষ)। |
ভারতের জাতীয় পতাকার আকার | আয়তাকার এবং দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৩ : ২ অর্থাৎ লম্বা ২ ফুট হলে আড়ে ৩ ফুট। গেরুয়া, সাদা, সবুজ রং সমান প্রস্থ বিশিষ্ট হতে হয়। |
ভারতের জাতীয় পতাকার রং | ভারতের জাতীয় পতাকাতে অনুভূমিক ভাবে তিনটি রং আছে। সবার ওপরে গেরুয়া রং, মাঝে সাদা রং এবং নীচে সবুজ রং এবং সাদার মাঝখানে নীল রং এর অশোকচক্র থাকে। |
ত্রিবর্ণ রঞ্জিত অশোকচক্র যুক্ত পতাকা জাতীয় পতাকা রূপে স্বীকৃতি |
১৯৪৭ সালের ১৫ আগস্ট থেকে। |
জাতীয় পতাকার গেরুয়া রং কিসের প্রতীক | ত্যাগ, শৌর্য ও সেবার প্রতীক। |
জাতীয় পতাকার সাদা রং কিসের প্রতীক | শান্তি ও পবিত্রতার প্রতীক। |
জাতীয় পতাকার সবুজ রং কিসের প্রতীক | জীবনধর্ম, নির্ভীকতা এবং কর্মশক্তির প্রতীক। |
নীল রং এর অশোকচক্র কিসের প্রতীক | উন্নতি ও গতিশীলতার প্রতীক। |
জাতীয় পতাকা ব্যবহারের নিয়ম | (ক) জাতীয় পতাকার স্থান থাকবে সবার ওপরে। বাড়ীর ছাদে অথবা বিভিন্ন অনুষ্ঠান যেমন ২৬ জানুয়ারি, ১৫ আগস্ট-এ এই পতাকা উত্তোলিত করা যায়। খ) এই জাতীয় পতাকার ডানদিকে বা উপরে অন্যকোনো পতাকা উত্তোলন করা যাবে না। গ) কোনো মিছিলে জাতীয় “পতাকা ব্যবহার করলে তা সকলের সামনে থাকবে কিন্তু কখনই তা অনুভূমিক থাকবে না। ঘ) জাতীয় পতাকা ছেঁড়া বা পোড়ানো যাবে না। ঙ) সূর্যাস্তের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত করতে হবে, এবং রাষ্ট্রীয় শোকের দিন জাতীয় পতাকা অর্ধনমিত করতে হয়। |
ভারতের জাতীয় পতাকার ছবি প্রথম ডাকটিকিটে স্থান | ১৯৪৭ সালের ২১ নভেম্বর। |
নকশা গ্রহণ করা হয় | ভারতের জাতীয় কংগ্রেসের স্বরাজ পতাকা থেকে। |
কোন্ কাপড়ে তৈরি | খাদি। |
নিয়মানুযায়ী তৈরি করেন | খাদি উন্নয়ন প্রামীণ উন্নয়ন নিগম (Khadi Development & Village Industries Commission) |
নকশাটি কেন্দ্রীয় সাংবিধানিক সভায় অনুমোদন পায় | বধানিক সভায় অনুমোদন পায় : ১৯৪৭ সালের ২২ জুলাই। |
এটিও জেনে নিনঃ 2022 উচ্চ মাধ্যমিক কম্পিউটার বিষয়ের Excel এর গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
File Name:- ভারতের জাতীয় পতাকার তালিকা PDF সহ
File Format:- PDF
PDF File Name:- ভারতের জাতীয় পতাকার তালিকা PDF সহ
Total Page:- 2
PDF Size:- 485 KBPS
Download Link:-[VII] । Download Link :-[VI]