সূচীপত্র hide
হিমালয় পর্বতমালা (হিম+আলয় = বরফের ঘর) (বাংলা উচ্চারণ: [হিমালয়] (শুনুন)) এশিয়ার একটি পর্বতমালা যা তিব্বতীয় মালভূমি থেকে ভারতীয় উপমহাদেশকে পৃথক করেছে। আফগানিস্তান, পাকিস্তান, ভারত, চীন, নেপাল ও ভুটান এশিয়ার এই ছয় দেশে বিস্তৃত হিমালয় পর্বতমালায় মাউন্ট এভারেস্ট, কেটু, কাঞ্চনজঙ্ঘা প্রভৃতি বিশ্বের উচ্চতম শৃঙ্গগুলি অবস্থান করছে। এই পর্বতমালা থেকে বিশ্বের তিনটি প্রধান নদী সিন্ধু, গঙ্গা ও ব্রহ্মপুত্র তাদের বিভিন্ন প্রধান ও অপ্রধান উপনদীসহ উৎপন্ন হয়েছে।[১]
ভারতের পর্বত ও পর্বত শৃঙ্গের তালিকা PDF সহ
পর্বতের নাম | উচ্চতম শৃঙ্গ |
মৈকাল / মহাকাল | অমর কণ্টক (১,০৪৮ মিটার) |
ছোটনাগপুর মালভূমি | পরেশনাথ পাহাড় (১,৩৭০ মিটার) |
সাতপুরা | ধুপগড় (১,৩৫০ মিটার) |
মিকির পাহাড় | ডামবুকচো (১,৩৬৩ মিটার) |
গারো পাহাড় | নোক্রেক (১,৪১২ মিটার) |
পুর্বঘাট (উত্তর) | মহেন্দ্রগিরি (১,৫০১ মিটার)(উত্তর পুর্বঘাটের) |
পুর্বঘাট (দক্ষিণ) | বিলিগিরিরঙ্গন (১,৮০০ মিটার)(দক্ষিণ পুর্বঘাট) |
আরাবল্লী | গুরুশিখর (১,৭২২ মিটার) |
বাবাবুদান পাহাড় | মুলানগিরি (১,৯৩০ মিটার) |
শিলং পাহাড় | শিলং শৃঙ্গ (১,৯৬১ মিটার) |
পশ্চিমঘাট (পুর্ব ও পশ্চিম) | অগস্ত্যকুটম (২,০৪৪ মিটার),কলসুবাই |
নীলগিরি | দোদাবেতা (২,৬৩৭ মিটার) |
আন্নামালাই | আনাইমুদি (২,৬৯৫ মিটার) |
কারাকোরাম | গডউইন অস্টিন (৮,৬১১ মিটার) |
মিশমি | দাফাবুম (৪,৫৭৯ মিটার) |
নাগা পাহাড় | সারামতী (৩,৮২৬ মিটার) |
এটিও জেনে নিনঃ বাংলার উৎসব প্রবন্ধ রচনা 600 শব্দের মধ্যে
File Name: ভারতের পর্বত ও পর্বত শৃঙ্গের তালিকা PDF সহ
File Format: PDF
PDF File Name: ভারতের পর্বত ও পর্বত শৃঙ্গের তালিকা PDF সহ
PDF File Size: 365 KBPS
No of Page:01
Download Link: ভারতের পর্বত ও পর্বত শৃঙ্গ