ভারতীয় বিমানবাহিনী বা ভারতীয় বায়ুসেনা (হিন্দি: भारतीय वायु सेना, Bhartiya Vāyu Senā; ইংরেজি: Indian Air Force বা IAF) ভারতের সামরিক বাহিনীর বৈমানিক শাখা। এই বাহিনীর প্রাথমিক দায়িত্ব হল ভারতের আকাশপথ সুরক্ষিত রাখা ও আকাশে সংঘটিত যুদ্ধ পরিচালনা করা।[১]
ভারতের বিমানবাহিনী প্রশিক্ষণ কেন্দ্র এর তালিকা PDF সহ
বিমানবাহিনী | প্রশিক্ষণ কেন্দ্ৰ |
প্যারাট্রুপারস্ ট্রেনিং স্কুল | আগ্রা (উত্তরপ্রদেশ) |
এয়ারফোর্স স্কুল | সম্বর, বেলগাঁও (মহারাষ্ট্র) |
নেভিগেশন অ্যন্ড সিগন্যাল স্কুল | হায়দরাবাদ (অন্ধ্রপ্রদেশ) |
এয়ারফোর্স টেকনিক্যাল কলেজ | জালাহাল্লি (কর্নাটক) |
এয়ারফোর্স অ্যাকাডেমি | হায়দরাবাদ (অন্ধ্রপ্রদেশ) |
এয়ারফোর্স অ্যাডমিনিসট্রেটিভ কলেজ | কোয়েম্বাটুর (কেরালা) |
এলিমেন্টরী ফ্লাইং স্কুল | বিদর (মহারাষ্ট্র) |
ফ্লাইং ইনস্ট্রাক্টরস স্কুল | তামবরম (তামিলনাড়ু) |
কলেজ অব এয়ার ওয়ারফেয়ার | সেকেন্দ্রাবাদ (অন্ধ্রপ্রদেশ) |
গ্রাউন্ড ট্রেনিং ইন্স্টিটিউটস্ | ভাদোদরা এবং ব্যারাকপুর (গুজরাট ও পশ্চিমবঙ্গ) |