মুঘল সাম্রাজ্য সম্পর্কিত প্রশ্ন উত্তর

মুঘল বা মোগল সাম্রাজ্য ছিল ভারত উপমহাদেশের একটি সাম্রাজ্য। উপমহাদেশের অধিকাংশ অঞ্চলজুড়ে মুঘল সাম্রাজ্য বিস্তৃত ছিল। মুঘল সাম্রাজ্য মূলতঃ পারস্য ও মধ্য এশিয়ার ভাষা, শিল্প ও সংস্কৃতি দ্বারা প্রভাবিত ছিল।

পানিপথের প্রথম যুদ্ধে ইবরাহিম লোদির বিরুদ্ধে বাবরের জয়ের মাধ্যমে মুঘল সাম্রাজ্যের সূচনা হয়। মুঘল সম্রাটরা ছিলেন মধ্য এশিয়ার টার্কো-মঙ্গোল বংশোদ্ভূত। তারা চাগতাই খান ও তৈমুরের মাধ্যমে চেঙ্গিস খানের বংশধর। ১৫৫৬ সালে আকবরের ক্ষমতারোহণের মাধ্যমে মুঘল সাম্রাজ্যের ধ্রূপদী যুগ শুরু হয়।

মুঘল সাম্রাজ্য সম্পর্কিত প্রশ্ন উত্তর

  • মুঘল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে?
    উত্তরঃ-  বাবর (১৫২৬ খ্রিঃ)।
  •  বাবরের আত্মজীবনীর নাম ছিল?
    উত্তরঃ-  তুজুক-ই-বাবরি (বাবর নিজে তুর্কি ভাষায় লিখেছিলেন)।
  • ১৫২৬ খ্রিঃ ২১ এপ্রিল কী?
    উত্তরঃ-  প্রথম পানিপথের যুদ্ধে বাবর ইব্রাহিম লােদীকে পরাজিত করে ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন
  •  ১৫২৭ খ্রিঃ ১৭ মার্চ কী?
    উত্তরঃ-  খানুয়ার যুদ্ধে বাবর রাণা সংগ্রাম সিংহকে পরাজিত করেন।
  • ১৫৩০ খ্রিঃ ২৬ ডিসেম্বর) ৪৭ বছর বয়সে বাবরের মৃত্যু হয়।

 হুমায়ুন

  •  ১৫৩০ খ্রিঃ কী হয়?
    উত্তরঃ-  বাবরের মৃত্যুর পর হুমায়ুন সিংহাসনে বসেন।
  • হুমায়ুননামা লেখেন কে?
    উত্তরঃ-  হুমায়ুনের ভগিনী গুলবদন বেগম।

 শেরশাহ

  • শেরশাহের বাল্য নাম ছিল ?
    উত্তরঃ-  ফরিদ খা।
  • শেরশাহের পিতা হাসান খা ছিলেন?
    উত্তরঃ-  বিহারের সাসারাম জায়গীরদার।
  • বিনা অস্ত্রে বাঘ শিকার করার জন্য সুলতান বহর খাঁ ফরিদ খা-কে উপাধি দেন?
    উত্তরঃ-  শের খাঁ
  • শের খাঁ শেরশাহ” উপাধি ধারণ করেন?
    উত্তরঃ-  চৌসার যুদ্ধের পর (১৫৩৯ খ্রিঃ)।
  • শেরশাহ দিল্লিতে?
    উত্তরঃ-  শূর বংশের প্রতিষ্ঠা করেন।
  • শেরশাহ কুলিয়ৎ ও পাট্টার প্রচলন করেন।
    উত্তরঃ-  শেরশাহ রূপি নামে দেহ ও সম নামে?
  • তাম্র মুদ্রার প্রচলন করেন।
    উত্তরঃ-  শেরশাহ?
  • ১৪০০ মাইল দীর্ঘ গ্র্যান্ড ট্রাঙ্ক রােড নির্মাণ করেন কে?
    উত্তরঃ-  শেরশাহ?
  • প্রথম ঘােড়ার পিঠে ডাক চলাচলের ব্যবস্থা করেন কে?
    উত্তর- শেরশাহ?
  • ১৫৪৫ খ্রিস্টাব্দে কি হয়েছিল?
    উত্তরঃ-  কালিঞ্জর দুর্গ আক্রমণের সময় শেরশাহের মৃত্যু হয়।

আকবরঃ 

  • আকবরের পিতার নাম কী?
    হুমায়ুন।
  • নাবালক আকবরের অভিভাবক ছিলেন?
    বৈরাম খাঁ।
  • মাত্র ১৪ বছর বয়সে তিনি?
    দিল্লির সিংহাসনে আরোহণ করেন।
  • আকবরের রাজস্ব বিষয়ক পরামর্শ দাতা ছিলেন? টোডরমল।
  • টোডরমলের রাজস্ব ব্যবস্থা? জাবতি প্রথা নামে পরিচিত।
  • ‘মনসবদারি ব্যবস্থার প্রবর্তন করেন? আকবর।
  • মনসব কথাটির অর্থ পদমর্যাদা।
  • আকবরনামা রচনা করেন। আবুল ফজল (ফার্সি ভাষায়)।
  • ‘আইন-ই-আকবরী রচনা করেন কে?
    আবুল ফজল (ফার্সি ভাষায়)।
  • আকবরের সভাসদদের মধ্যে উল্লেখ্য ছিলেন?
    সংগীতের প্রবাদপ্রতিম পুরুষ তানসেন, আবুল ফজল, বীরবল, টোডরমল, মানসিংহ ।
  •  ‘ঝারোখা-ই-দর্শন’ হল?
    আকবর প্রতিদিন প্রাতঃকালের অধিবেশনে সাধারণ প্রজাদের কথা শুনতেন।
  • আকবরের স্থাপত্য শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন?
    ফতেপুর সিক্রি (আগ্রা)।

এটিও পড়ুন – গণিত শিক্ষার চাবিকাঠি – সহস্র গানিতিক সুত্র

 

Leave a Reply