রবীন্দ্র গল্পের কয়েকটি চরিত্র ও তার তালিকা PDF সহ

রবীন্দ্র গল্পের কয়েকটি চরিত্র ও তার তালিকা PDF সহ।(Some of the characters in the Rabindra story and its list with PDF)1

রবীন্দ্রনাথ ঠাকুর এফআরএএস (৭ মে ১৮৬১ – ৭ আগস্ট ১৯৪১; ২৫ বৈশাখ ১২৬৮ – ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়।

গুলি হল: বৌ-ঠাকুরাণীর হাট (১৮৮৩), রাজর্ষি (১৮৮৭), চোখের বালি (১৯০৩), নৌকাডুবি (১৯০৬), প্রজাপতির নির্বন্ধ (১৯০৮), গোরা (১৯১০), ঘরে বাইরে (১৯১৬), চতুরঙ্গ (১৯১৬), যোগাযোগ (১৯২৯), শেষের কবিতা (১৯২৯), দুই বোন (১৯৩৩), মালঞ্চ (১৯৩৪) ও চার অধ্যায় (১৯৩৪)।[১]

রবীন্দ্র গল্পের কয়েকটি চরিত্র ও তার তালিকা PDF সহ

গল্প চরিত্র
দেনাপাওনা রামসুন্দর মিত্র, নিরুপমা
কাবুলিওয়ালা রহমত, মিনি
অতিথি তারাপদ, চারুশশী
খোকাবাবুর প্রত্যাবর্তন রাইচরণ, খোকাবাবু
ছুটি ফটিক চক্রবর্তী, বিশ্বম্ভর
মণিহারা ফণিভূষণ, মণিমালিকা
মাল্যদান যতীন, পটল, কুড়ানি
দৃষ্টিদান কুমু, অবিনাশ, হেমাঙ্গিনী
জীবিত ও মৃত কাদম্বিনী, শ্রীপতি, যোগমায়া
নষ্টনীড় অমল, চারুলতা, ভূপতি
ব্যবধান বনমালী, হিমাংশু মালী
সম্পত্তি সমর্পণ বৃন্দাবন, গোকুলচন্দ্র, যজ্ঞনাথ
রামকানাইয়ের রামকানাই, গুরুচরণ,
নির্বুদ্ধিতা বরদাসুন্দরী, নবদ্বীপচন্দ্ৰ
নিশিথে মনোরমা, হারাণ ডাক্তার
দর্পহরণ নির্ঝরিনী, হরিশ চন্দ্র হালদার
ল্যাবরেটরী নন্দকিশোর, সোহিনী, নীলা, রেবতী, মন্মথ চৌধুরী
দালিয়া আমিনা, জুলিখা ওরফে তিন্নি, দালিয়া
দান প্রতিদান রাসমণি, রাধামুকুন্দ, ব্রজসুন্দরী, শশীভূষণ
খাতা উমা, গোবিন্দলাল, প্যারীমোহন
গুপ্তধন মৃত্যুঞ্জয়, হরিহর, শঙ্কর
অধ্যাপক কিরণবালা বন্দ্যোপাধ্যায়, বামাচরণ, মহীন্দ্রকুমার, ভবনাথ
মানভঞ্জন গোপনাথ শিল, গিরিবালা লবঙ্গ
ক্ষুধিত পাষাণ করিমা খাঁ, মেহের আলি
স্ত্রীর পত্র মৃণাল, বিন্দু
শাস্তি চন্দরা, ছিদাম, দুখীরাম
তারাপ্রসন্নের কীর্তি তারাপ্রসন্ন, দাক্ষায়নী
গিন্নি আশু ওরফে গিন্নি
জয় পরাজয় শেখর, অপরাজিতা, পুন্ডরীক্ষ |
স্বর্ণমৃগ বৈদ্যনাথ, আদ্যানাথ, মুখ্যদা সুন্দরী
ডিটেকটিভ মন্মথ মজুমদার, মহিমচন্দ্ৰ
মুক্তির উপায় ফকির চাঁদ, হৈমবতী, মাখনলাল
প্রগতি-সংহার সুরীতি, নীহার
ভিখারিণী কমল, অমরসিংহ, মাখনলাল
শেষ কথা নবীনমাধব সেনগুপ্ত, অচিরা
সমাপ্তি অপূর্বকৃষ্ণ, মৃন্ময়ী

 

এটিও জেনে নিনঃ ইংরাজি থেকে বাংলায় অনুবাদ করার নিয়ম 

File Name:রবীন্দ্র গল্পের কয়েকটি চরিত্র ও তার তালিকা PDF সহ

File Format:PDF

PDF File Name:রবীন্দ্র গল্পের কয়েকটি চরিত্র ও তার তালিকা PDF সহ

PDF File Size: 345 KBPS

No of Page: 02

Download Link:রবীন্দ্র গল্পের কয়েকটি চরিত্র