রাষ্ট্রনীতি সম্পর্কিত প্রশ্নঃ এই পোষ্টে রাষ্ট্রনীতি সম্পর্কিত প্রশ্ন ও উত্তর শেয়ার করা হল। বিভিন্ন চাকুরিমুখী পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের এই প্রশ্ন গুলি খুবই কাজে আসবে। এর আগের পোষ্টে – ভারতে বিদেশি আক্রমণ সম্পর্কিত জানা অজানা তথ্য শেয়ার করা হয়েছিল চাইলে একবার দেখে নিতে পারেন। নিম্নে রাষ্ট্রনীতি সম্পর্কিত প্রশ্ন ও উত্তর PDF সহ তুলে ধরা হল –
রাষ্ট্রনীতি সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
- পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান কোনটি – ভারতের সংবিধান।
- সংবিধানের কত নম্বর ধারায় অস্পৃশ্যতার বিলােপ সাধন করা হয়েছে – ১৭ নম্বর।
- ভারতের অভিলেখ আদালত হিসাবে কাজ করে কোন আদালত – সুপ্রিম কোর্ট।
- কলকাতা হাই কোর্ট’কবে প্রতিষ্ঠিত হয় – ১৮৬২ সালের ১ জুলাই।
- ভারতের কোন রাজ্যে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয় – পঞ্জাব।
- ভারতের সংবিধানে শিক্ষা বিষয়টি কোন তালিকার অন্তর্ভুক্ত – যুগ্মতালিকার অন্তর্ভুক্ত।
- ইংল্যান্ডের শাসনব্যবস্থা কী ধরণের – এককেন্দ্রীক।
- উপরাষ্ট্রপতির প্রধান কাজ কী – রাজ্যসভায় সভাপতিত্ব করা।
- কোন দেশে, ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় – সােভিয়েত ইউনিয়নের তাসখন্দে।
- রাজ্যসভার প্রথম বিরােধী দলনেতা কে – কমলাপতি ত্রিপাঠী।
- সংবিধান প্রণেতাদের মানসিকতা ও আদর্শের প্রতিফলন কোথায় পাওয়া যায় – মুখবন্ধে
- সুপ্রিম কোর্ট কত নম্বর ধারা অনুসারে, লেখ জারির মাধ্যমে মৌলিক অধিকার বলবৎ করতে পারে – ৩২ নম্বর।
- রাজ্যসভার প্রথম বিরােধী দলনেতা কে ত্রিপাঠী – কমলাপী
-
সংবিধান প্রণেতাদের মানসিকতা ও আদর্শের প্রতিফলন কোথায় পাওয়া যায়- মুখবন্ধে |
- পঞ্চায়েত রাজ ব্যবস্থার সবথেকে নিচের স্তর কি গ্রাম TD পঞ্চায়েত।
-
ইংল্যান্ডের শাসনব্যবস্থা কী ধরনের – এককেন্দ্রিক।
এগুলিও পড়ুন-