বিশিষ্ট রাষ্ট্র বিজ্ঞানীদের মতাবাদ, জেনে নিন বিশিষ্ট রাষ্ট্র বিজ্ঞানীদের মতাবাদ, ডাউনলোড বিশিষ্ট রাষ্ট্র বিজ্ঞানীদের মতাবাদ, PDF ডাউনলোড বিশিষ্ট রাষ্ট্র বিজ্ঞানীদের মতাবাদ। রাষ্ট্রবিজ্ঞানী নাম ও রাষ্ট্রবিজ্ঞানী মতাবাদ [ এটিও পড়ুন – ভারতীয়দের মধ্যে প্রথম পরুষ ব্যক্তিগণ]
বিশিষ্ট রাষ্ট্র বিজ্ঞানীদের মতাবাদ
- ব্রাইস – রাষ্ট্রবিজ্ঞানের ভিত্তি মনোবিজ্ঞানের মধ্যে নিহিত।
- ব্রাইস -রাষ্ট্রবিজ্ঞান হল একটি প্রগতিশীল বিজ্ঞান।
- গার্নার – রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়ে।
- ল্যাস্কি – সংগঠিত রাষ্ট্রের পরিপ্রেক্ষিতে মানবজীবনের আলােচনাই রাষ্ট্রবিজ্ঞান।
- গেটেল – রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলােচনা করে।
- সিলি – ইতিহাস ছাড়া রাষ্ট্রবিজ্ঞান ভিত্তিহীন।
- অ্যারিস্টটল – মানুষ হ’ল সামাজিক জীব।
- অধ্যাপক গিলক্রিস্ট – রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র ও সরকার নিয়ে আলোচনা করে।
- কান্ট – রাষ্ট্র নীতি নৈতিকতার কাছে নতিস্বীকার করে এক পা এগােতে পারে না।
- হেগেল – রাষ্ট্র হল স্বাধীনতার মূর্ত প্রতীক।
- অ্যারিস্টটল – সমাজ বহির্ভূত ভাবে যে বাস করে সে হয় পশু নয় ভগবান।
- লেনিন – বৈপ্লবিক মতবাদ ছাড়া বৈপ্লবিক আন্দোলন অসম্ভব।
- রুশো – স্বাধীনতা হ’ল অধিকারের ফল।
- রুশো – মানুষ জন্মগত ভাবে স্বাধীন কিন্তু সর্বত্র শৃঙ্খলে আবদ্ধ।
- মুসোলিনি – পার্লামেন্ট হল একটি ক্রীড়নক মাত্র।
এগুলিও পড়ুন –
- ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ তথ্য
- সংবিধানের ছয়টি মৌলিক অধিকার