You are currently viewing সাধারণ জ্ঞান সম্পর্কিত 1000 প্রশ্ন উত্তর

সাধারণ জ্ঞান সম্পর্কিত 1000 প্রশ্ন উত্তর

সাধারণ জ্ঞানঃ এই পোষ্টে বিভিন্ন প্রতিযোগিতামূলক এবং চাকুরী পরীক্ষায় আসার মতো সাধারণ জ্ঞান সম্পর্কিত 1000 প্রশ্ন উত্তর শেয়ার করা হল। আশা করি উক্ত প্রশ্ন ও উত্তরগুলি খুব কাজে আসবে। ভারতের আন্তর্জাতিক বিমান বন্দর সমূহ এর আগের পোষ্টে শেয়ার করা হয়েছিল, চাইলে দেখে নিতে পারেন। নিম্নে সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তর শেয়ার করা হল।

সাধারণ জ্ঞান সম্পর্কিত 1000 প্রশ্ন উত্তর

প্রঃ বিশ্বের সবচেয়ে দূষিত শহর কোনটি?

উ : মেক্সিকো সিটি।

প্রঃ ভারতে পরিকল্পনা কমিশন গঠিত হয় কবে?

উঃ ১৯৫০ সালে।

প্রঃ সবচেয়ে বেশি কার্বন-ডাই-অক্সাইড নিঃসৃত হয় কোথায়?

উঃ আমেরিকা।

প্রঃ ভারতের পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে?

উঃ প্রধানমন্ত্রী।

প্রঃ সবচেয়ে বেশি গাছ কাটা হয় কোন্ অরণ্যের ? উঃ জামাইকার ক্রান্তীয় অরণ্যে।

প্রঃ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়সীমা কত?

উঃ ১৯৫১-৫৬ সাল।

প্র : বিশ্বের ক্ষুদ্রতম নাইট ক্লাব কোথায়?

উঃ লন্ডন।

প্রঃ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গুরুত্ব দেওয়া হয় কোন্ কোন বিষয়কে?

উ : কৃষি, সেচ, যােগাযােগ ব্যবস্থা ও বিদ্যুতের উপরে।

প্রঃ বিশ্বের ক্ষুদ্রতম বাইসাইকেল আবিষ্কারক কে?

উঃ জবিং নিউরােজানেক (পােল্যান্ড)। প্রঃ ফটোগ্রাফিক কে আবিষ্কার করেন?

উঃ জন কারবাট।

প্রঃ ধাতুর ওপর দস্তার আবরণ দেওয়াকে কি বলে?

উঃ গ্যালজনাইজেশন।

প্রঃ ক্যালাইজেস্কোপ কে আবিষ্কার করেন?

উঃ স্যার ডেভিড ব্রুষ্টার।

প্রঃ প্রত্নতাত্ত্বিক উপাদান কি?

উঃ প্রাচীন সভ্যতার পুরাতন নিদর্শন।

প্রঃ জেট ইঞ্জিন কে আবিষ্কার করেন? উঃ স্যার ফ্র্যাঙ্ক হুইটল।

প্রঃ সবচেয়ে বেশী তড়িৎ ঋণাত্মক মৌল কি?

উঃ ফুরিন।

প্রঃ পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী ঝড়ের নাম কি?

উঃ টর্পেডাে।

প্র: Epigolaphy কি?

উঃ লেখ চর্চা।

প্রঃ ইংলিশ চ্যানেলের দৈর্ঘ্য কত?

উঃ ৫৬৪ কিলােমিটার।

প্রঃ ভুটানের দীর্ঘতম নদী কি?

উঃ মানস।

প্রঃ ময়ূর সিংহাসনের নির্মাতা কে?

উঃ শাহজাহান।

প্রঃ জার্মানীর ব্লাক ফরেষ্ট কোন্ জাতীয় পর্বত?

উঃ স্তুপ পর্বত।।

প্রঃ সূত্র সাহিত্যের অপর নাম কি?

উঃ বেদাঙ্গ।

প্রঃ কাকে আধুনিক চলচিত্রের শেক্সপিয়র বলা হয়?

উঃ ওরসন।

প্র : সর্বাপেক্ষা হালকা নিষ্ক্রিয় গ্যাসটির নাম কি?

উঃ হিলিয়াম।

প্রঃ ভারতের সর্ববৃহৎ ভূ-মালিকানা কার ?

উঃ ভারতীয় রেলের।

প্রঃ যে ধাতুকল্পের উপস্থিতিতে পানীয় জল বিষাক্ত হয় তার নাম কি?

উঃ আর্সেনিক।

প্রঃ ভীষ্মের মায়ের নাম কি?

উঃ গঙ্গা।

প্রঃ কোন তরলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশী?

উঃ জলের।

প্রঃ লােপামুদ্রা কার স্ত্রী ছিলেন?

উঃ অগস্ত মুনির।

প্রঃ কোন্ শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা নেই?

উঃ তৃতীয় শ্রেণীর লিভারে।

প্রঃ যুদ্ধক্ষেত্রে কে শকুনিকে হত্যা করেছিলেন?

উ : সহদেব।

প্র : সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে কি বলে?

উ : ত্বরণ।

প্রঃ একই দিনে কেবল নয়, এক ঘণ্টার মধ্যে কে ৬টি বিশ্বরেকর্ড করেন?

উঃ জেসি ওয়েন্স।

প্রঃ কোন তাপকে থার্মোমিটারে ধরা যায় না?

উঃ লীনতাপ।

প্রঃ কোন প্রাণীর রক্তে কোনাে শ্বাসরঞ্জক থাকে না?

উঃ আরশােলার।

প্রঃ স্লিপিং বিউটি প্রথম কবে প্রকাশিত হয়?

উঃ ১৬৯৭ সালে, ফরাসি ভাষায়।

প্রঃ মেরুদণ্ডী প্রাণীর দেহে ধমনী ও শিরার মধ্যবর্তী সংযােগ বাহককে কি বলে?

উঃ জালক।

প্রঃ সর্বপ্রথম কে জৈনধর্ম প্রচার করেন?

উঃ ঋষভদেব।

প্রঃ মানুষের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ সংখ্যা কটি?

উঃ চারটি।

প্র : ভারতের কোন রাজ্যের জনসংখ্যার ঘনত্ব সর্বনিম্ন?

উঃ অরুণাচল প্রদেশ।

প্র : উদ্ভিদদেহের অতিরিক্ত জল কোন্ পদ্ধতিতে বাইরে বেরােয়?

উঃ বাষ্পমােচন পদ্ধতিতে।

প্র : ভারতের বৃহত্তম মসজিদ কি?

উঃ জামা মসজিদ।

প্র : লজ্জাবতি লতার পাতায় ছোঁয়া লাগলে তা সঙ্গে সঙ্গে বুজে যায়, এটি কোন ধরনের চলন?

উঃ সিসমােন্যাষ্টি চলন।

প্র : ১৯৭২ সালের ২১ জানুয়ারী মিজোরাম কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়। ওইদিন দুটি রাজ্য গঠিত হয় সেগুলি কি কি?

উ : মণিপুর ও ত্রিপুরা।

প্রঃ সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর ক্লোনটি ?

উঃ নিউ ইয়র্ক।

প্রঃ পৃথিবীর উচ্চতম বালিয়াড়িগুলি কোথায় অবস্থিত?

উঃ উত্তর আফ্রিকার আলজিরিয়ায়।

প্রঃ জাতিপুঞ্জের সাধারণ সভায় সদস্য রাষ্ট্রসংখ্যা কটি?

উঃ ১৯০টি।

প্রঃ ভুটানের দীর্ঘতম নদী কোনটি?

উঃ মানস।

প্রঃ অঙ্গনওয়াড়ী (1.C.D.S.)

প্রঃ নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রসংখ্যা কটি?

উঃ ১৫টি (স্থায়ী ৫টি, অস্থায়ী ১০টি)।

প্রঃ নেপালের অধিকাংশ নদী প্রবাহিত হয় কোনদিকে?

উঃ উত্তর থেকে দক্ষিণ দিকে।

প্র : নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলির নাম লেখ।

উঃ চিন, ফ্রান্স, রাশিয়া, ইংল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্র।

প্রঃ আফগানিস্থানে জলসেচ করা হয় কি প্রথায়?

উঃ ব্যারেজ প্রথায়।

প্রঃ জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদর দপ্তর কোথায় অবস্থিত?

উঃ নিউ ইয়র্কে।

প্রঃ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়সীমা কত?

উঃ ১৯৫৬-৬১ সাল।

প্র : বুমেরউ চ্যাম্পিয়নশিপে ছোঁড়া পৃথিবীর ক্ষুদ্রতম বুমেরাউটির দৈর্ঘ্য কত?

উঃ ১.৮ মিটার।

প্রঃ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গুরুত্ব দেওয়া হয় কিসের উপর?

উঃ প্রাথমিক ও ভারী শিল্পকেন্দ্রগুলির উপর।

প্রঃ ক্ষুদ্রতম বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কৃত হয় কত সালে?

উ : ১৯৯৩ সালে।

প্রঃ তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়সীমা কত?

উঃ ১৬৬১-৬৬ সাল।

প্রঃ বিশ্বের ক্ষুদ্রতম কাঁচি আবিষ্কারক ক?

উঃ রমেশচন্দ্র ধীমান (ভারত)।

প্রঃ ভারতের অর্থনৈতিক উন্নয়নের দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রথম নেওয়া হয় কোন

পরিকল্পনায়?

উঃ তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়।

প্রঃ বিশ্বের সর্বাধিক বিক্রিত বইয়ের লেখক বা লেখিকা কে?

উঃ আগাথা ক্রিসি।

প্রঃ ভূ-ত্বকে প্রথম নির্মিত শিলার নাম কি?

উঃ আগ্নেয় শিলা।

প্রঃ বৈদিক যুগের মুদ্রা কি কি?

উঃ নিষক ও মনা।

সাধারণ জ্ঞান সম্পর্কিত 1000 প্রশ্ন উত্তর

প্রঃ পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়াতে মতামত নেওয়ার পর চূড়ান্ত মনােনয়ন দেওয়ার।

অধিকার কার?

উঃ জাতীয় উন্নয়ন সংসদ।

প্রঃ বিশ্বের সবচেয়ে ভারী স্ট্যাচু কোনটি?

উ : The statue of Liberty.

প্রঃ সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় কবে?

উ : ১৯৪৫ সালের ২৪ অক্টোবর।

প্রঃ বিশ্বের বৃহত্তম আর্ট গ্যালারি কোনটি?

উঃ স্টেট হার্মিটেজ মিউজিয়ামের উইন্টার প্যালেস’।

প্রঃ ম্যান অব ব্লাড অ্যান্ড আয়রন কাকে বলা হয়?

উঃ বিসমার্ক।

প্রঃ বাস্কেটবল খেলার আবিষ্কারকের নাম কি উঃ কানাডার মন্ত্রী জেমস এ নহাম্মথ। ১৮৯১ সালে।

প্রঃ পিত্তরস কোথা থেকে নিঃসৃত হয়?

উ: যকৃত থেকে।

প্রঃ ভাস্কো-দা-গামা কত সালে ভারতে আসেন?

উঃ ১৪৯৭ খ্রীষ্টাব্দে।

প্রঃ প্রতি ঘন মিলিমিটার রক্তে লােহিত কণিকার ভাগ কত থাকে?

উঃ ৫০ লাখ।

প্রঃ ভারতের রাষ্ট্রপতি এ. পি. জে এ. আব্দুল কালামের আসল নাম কি?

উ : আবুল পাকির জইনুল আবেদিন আব্দুল কালাম।

প্রঃ কোন রক্তকণিকা শ্বাসবায়ু পরিবহণ করে? উঃ লােহিত রক্তকণিকা।

প্রঃ বলপয়েন্ট পেন কে আবিষ্কার করেন?

উঃ হাঙ্গেরিয়ান দুই ভাই। লাজলাে এবং গিয়াগবিরাে।

প্র : কোন রক্তকণিকা রােগ জীবাণু বহন করে?

উঃ শ্বেত রক্তকণিকা।

প্রঃ রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি?

উঃ স্ফিগমােথ্যানােমিটার।

প্রঃ রক্তবাহের ভেতরে রক্তের জমাট বাঁধাকে কি বলে?

উঃ থ্রম্বােসিস।

প্রঃ নাইট্রিক অ্যাসিডের আবিষ্কারক কে? উঃ জার্মান রসায়নবিদ ইওশন হলফ গ্লাউরাল।

প্রঃ বিশ্বের বৃহত্তম অভিধান কোনটি ?

উ: “OXFORD ENGLISH DICTIONARY-এর দ্বিতীয় সংস্করণ।

প্রঃ জাতীয় পরিকল্পনায় ‘রােলিং প্ল্যান ধারণাটি প্রথম কে চালু করেন?

উঃ জনতা সরকার।

প্রঃ বিংশ শতকের সবচেয়ে দামি চিত্র কোনनটি?

G: Woman with crossed arms (foto) প্রঃ ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গুরুত্ব দেওয়া হয় কিসের উপর?

উঃ কৃষি, ক্ষুদ্র ও কুটির শিল্প, গ্রামাঞ্চলের উন্নতির উপর। প্রঃ সবচেয়ে দামি ভাস্কর্য কোনটি?

উঃ The Three Graces (অ্যান্টোনিয়াে কেনােভা)।

প্র : L. P. G.-তে কোন্ গ্যাস আছে?

উঃ বিউটেন ও প্রােপেন।

প্রঃ ষ্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেন?

উঃ টমাস স্যাভেরি।

প্রঃ প্লাষ্টার অব প্যারিসের আণবিক সংকেত কি?

উঃ 2CasO,H,O.

প্রঃ টেলিভিশন কে আবিষ্কার করেন?

উ: জন লগি বেয়ার্ড। ইলেকট্রনিক টেলিভিশন আবিষ্কার করেন পি. টি. ফারনসওয়ারথ।

প্রঃ কোন বিজারক কাপড়ের রং বিবর্ণ করে?

উঃ সালফার-ডাই-অক্সাইড

প্রঃ জাহাজ কে আবিষ্কার করেন?

উঃ স্যার পারসনস।

প্রঃ কোন প্রক্রিয়ায় ভিনইইল ক্লোরাইড থেকে PVC প্রস্তুত করা হয়?

উঃ পলিমারাইজেশন।

প্রঃ ভারতের নেপােলিয়ান আখ্যা দেওয়া হয়েছিল কাকে?

উঃ সম্রাট সমুদ্রগুপ্তকে। এই আখ্যা দিয়েছিলেন ঐতিহাসিক স্মিথ।

প্রঃ কার্বনের কোন রূপভেদটি কাগজে দাগ কাটতে পারে?

উ : গ্রাফাইট।

প্র : বিশ্বের প্রথম সান্ধ্য সংবাদপত্রের নাম কি?

উঃ দ্যা ইভিনিং পােষ্ট। প্রকাশিত হয় লন্ডনে।

প্রঃ কোন্ অ্যাসিডকে উত্তপ্ত করলে বাদামী বর্ণের গ্যাস নির্গত হয়?

উঃ নাইট্রিক অ্যাসিড।

প্রঃ খান আব্দুল গফফর খান কি নামে পরিচিত?

উঃ সীমান্ত গান্ধি।

প্রঃ লাফিং গ্যাস কাকে বলে?

উঃ নাইট্রাস অক্সাইডকে (N,O)। প্রঃ সরােজিনী নাইডু কি নামে পরিচিত?

উঃ নাইটিঙ্গেল অব ইন্ডিয়া।

প্রঃ পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণাকে কি বলে?

উ : পরমাণু।

প্রঃ ম্যান অব ভেষ্টিনি কাকে বলা হয়? উঃ নেপােলিয়ান বেনােপার্ট 1.

প্রঃ তড়িৎপ্রবাহ মাত্রার ব্যবহারিক একক কি?

উঃ অ্যাম্পিয়ার।

প্রঃ ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়সীমা কত?

উ : ১৯৮০-৮৫ সাল।

প্রঃ মিনরাে ইয়ামাসকি ষাটের দশকের শেষের দিকে এবং সত্তরের দশকের প্রথমে কোন বিখ্যাত বাড়ির নকশা তৈরী করেন ?

উ : ওয়ার্ল্ড ট্রেড সেন্টার।

প্রঃ সাবির ভাটির কম্পিউটারের প্রথম প্রয়াস Hotmail; দ্বিতীয় প্রয়াস কী ছিল?

উ : Aszoocom.

প্রঃ তাসখন্দের রাজধানীর নাম কী?

উঃ উজবেকিস্থান।

প্র : নােবেল প্রাইজ মূলত ছয়টি বিষয়ের ওপর দেওয়া হয়। কিন্তু একটি বিষয়ে এখনও কোনাে মহিলা নােবেল পাননি? কোন বিষয়ে?

উ : অর্থনীতি।

প্রঃ প্রাণীবন্ধু কী?

উঃ নিবিড় গাে প্রজনন কর্মসূচী নির্ভর কর্মসংস্থান প্রকল্প।

প্রঃ ‘কলের বাঁশি’ ভাস্কর্যের স্রষ্টা কে ?

উঃ রামকিংকর বেইজ।

প্রঃ মােহিন্দর অমরনাথ, সেন ওয়ার্ন এবং অরবিন্দ ডি সিলভার মধ্যে মিল কোথায়?

উঃ এরা প্রত্যেকেই বিশ্বকাপ ফাইনাল ও সেমিফাইনালে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন।

প্রঃ জয়সলমীর বারাণসী-গ্যাংটক- কাঠমাণ্ড-পার্কস্ট্রীট কবরখানা-মিল কোথায়?

উঃ সত্যজিৎ রায়ের গােয়েন্দা গল্পে ফেলুদার কর্মক্ষেত্র।

প্রঃ অশােকশাহজাহান-রাজারাম চোলা-বিক্রমাদিত্যএরা প্রত্যেকেই কোনও না কোনও সময়ে এ দেশ শাসন করেছেন। এঁদের মধ্যে আর কি মিল আছে?

উঃ এয়ার ইন্ডিয়ার প্রথম চারটি জাম্বাে জেট বিমানের নাম।

প্রঃ থার্মোমিটার কে আবিষ্কার করেন?

উঃ গ্যালিলিও গ্যালিলি।

প্র : নিউটনের কোন গতিসূত্র থেকে ভরবেগের নিত্যতা সূত্রটি প্রতিষ্ঠিত হয়?

উঃ তৃতীয় গতিসূত্র থেকে।

প্রঃ টাইপ রাইটার কে আবিষ্কার করেন? উঃ পেলেগ্রিন ষ্ট্যারি।

প্রঃ কোন উষ্ণতায় সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলের পাঠ একই হবে?

উঃ – ৪০° উষ্ণতায়।

প্রঃ এক্স রশ্মি কে আবিষ্কার করেন?

উঃ উইলিয়াম কে রন্টজেন।

সাধারণ জ্ঞান সম্পর্কিত 1000 প্রশ্ন উত্তর

প্রঃ সােনালী আঁশ কি?

উঃ পাট।

প্রঃ বিশ্বের দক্ষিণতম শহর কোনটি?

উঃ পুনটা এরেনাস।

প্রঃ শিকাগাে শহর কোন হ্রদের তীরে অবস্থিত?

উঃ মিশিগান।

প্রঃ বনলতা সেন কোন্ কবির রচনা?

উঃ জীবনানন্দ দাশ।

প্রঃ প্রাচ্যের ব্রিটেন নামে খ্যাত কোন্ দেশ?

উঃ জাপান।

প্রঃ কোন্ বিজ্ঞানীর নাম অনুসারে রােসন কণার নামকরণ করা হয়?

উঃ সত্যেন্দ্রনাথ বসু।

প্রঃ মাদার টেরেসার প্রকৃত নাম কি?

উঃ মেরি টেরেসা বােঝাঝিউ

প্রঃ জলসা ঘর কোন বিখ্যাত ঔপন্যাসিকের লেখা? উঃ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।

প্রঃ রবীন্দ্রনাথের শান্তিনিকেতন স্কুলের প্রতিষ্ঠা কবে হয়?

উঃ ১৯০১ সালে।

প্রঃ আইন অমান্য আন্দোলন প্রত্যাহার হয় কত সালে?

উঃ ১৯৩৪ সালে।

প্রঃ তড়িৎচালক বলের একক কি?

উঃ ভােল্ট।

প্রঃ আমেরিকার স্ট্যাচু অব লিবার্টির উচ্চতা কত?

উঃ ৩০০ ফুট।

প্রঃ রােধের ব্যবহারিক একক কি?

উঃ ওহম।

প্রঃ ইউরােপের ১১টি দেশের সাধারণ মুদ্রা ইউরাে চালু হয় কত সালে?

উঃ ১৯৯৯ সালে।

প্রঃ পরমাণুবাদের জনক কে?

উঃ বিজ্ঞানী ডালটন।

প্রঃ মার্কিন রাষ্ট্রপতি জন এফ কেনেডি কত সালে নিহত হন ?

উঃ ১৯৬৩ সালে।

প্রঃ ষ্টেথােস্কোপ যন্ত্রে শব্দের কোন ধর্মকে কাজে লাগানাে হয়?

উঃ প্রতিফলন ধর্মকে।

প্রঃশব্দের চেয়েও দ্রুতগানী বিমানের নাম কি?

উঃ সুপারসােনিক বেল এক্স।

প্র: একটি দ্বিমাত্রিক শব্দের প্রতিধ্বনির ক্ষেত্রে উৎস ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব কত হতে হবে?

উঃ ৬৬.৪ মিটার।

প্রঃ ইন্দো-চীনের শক্তি চুক্তি কত সালে হয়?

উঃ ১৯৫৪ সালে।

প্রঃ কোন্ পরমাণুর কেন্দ্রকে নিউট্রন নেই?

উঃ হাইড্রোজেন।

প্রঃ সূর্যশিশির গাছের রােম পতঙ্গের সংস্পর্শে আসামাত্র পতঙ্গের দিকে বেঁকে যায়, এটি কি চলন?

উঃ ন্যাষ্টিক চলন।

প্রঃ ১৯৭২ সালে ইন্ডিয়া গেটে একটি জাতীয় স্মারক নির্মিত হয়। এটির নাম কি?

উঃ অমর জওয়ান।

প্রঃ সামুদ্রিক কচ্ছপের গমন অঙ্গের নাম কি?

উঃ ফ্লিপার।

প্রঃ ভারতে কবে পােষ্টাল মানি অর্ডার চালু হয়?

উঃ ১৮৮০ সালে।

প্র : ফল পাকানাের জন্য কোন গ্যাস ব্যবহৃত হয়?

উঃ ইথিলিন।

প্রঃ মঙ্গল গ্রহের নাম কার নামে রাখা হয়?

উঃ রােমের যুদ্ধদেবতার নামে।

প্রঃ ঝালাইয়ের জন্য ব্যবহৃত গ্যাসের নাম কি?

উঃ অ্যাসিটিলিন।

প্রঃ জাতীয় সংহতি দিবস কোন্ তারিখে পালন করা হয়?

উঃ ৪ অক্টোবর।

প্রঃ তামা ও দস্তার সংমিশ্রণে তৈরী ধাতুর নাম কি?

উঃ পিতল বা ব্রাস।

প্রঃ ভারতে বিমান ডাক কোথা থেকে কোথায় এবং করে প্রথম চালু হয়?

উঃ ১৯১১ সালে। এলাহাবাদ-নৈনী।

প্রঃ সাবান শিল্পে ব্যবহৃত রাসায়নিক পদার্থের নাম কি?

উঃ কষ্টিক সােডা।

প্রঃ পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ বা নদী চর কোনটি?

উ : মাজুলী দ্বীপ।

প্র : রাষ্ট্রপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য রাষ্ট্র সংখ্যা কটি ?

উঃ ৫৪টি।

প্রঃ পম্পাস তৃণভূমির উপর দিয়ে প্রবাহিত শুল্ক বায়ুকে কি বলে?

উঃ পাম্পেরাে।

প্রঃ আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর কোনশহরে?

উ : নেদারল্যান্ডের হেগ শহরে।

প্রঃ জার্মানির ব্ল্যাক ফরেস্ট কোন জাতীয় পর্বত?

উঃ স্কুপ পর্বত।

প্রঃ আন্তর্জাতিক বিচারালয়ে বিচারপতিদের সংখ্যা কত?

উঃ ১৫ জন।

প্রঃ লন্ডন অববাহিকার প্রধান নদী কোনটি?

উঃ টেমস।

প্রঃ ‘পৃথিবীর কসাইখানা নামে খ্যাত কোন শহর?

উঃ শিকাগাে।

প্রঃ তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ব্যর্থ হয় কি কারণে?

উঃ চিন ও পাকিস্থানের সঙ্গে যুদ্ধের জন্য।

প্রঃ বিশ্বের দীর্ঘতম উপন্যাস—Remembrance of Things Post- এর লেখক কে?

উঃ মার্শাল প্রাউস্ট।

প্রঃ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কার্যকর হয়নি কোন্ সালে?

উঃ ১৯৬৬-৬৭ ও ১৯৬৮-৬৯ সালে।

প্রঃ বিশ্বের ক্ষুদ্রতম বই কোন্টি?

উ: OLE KING KOLE.

প্রঃ চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গুরুত্ব দেওয়া হয় কোন্ কোন্ বিষয়ের উপর ?

উঃ কৃষি ও শিল্পক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনের জন্য।

প্রঃ বিশ্বের সবচেয়ে ভারী পত্রিকা কোনটি ?

উঃ ইংল্যান্ডের ব্রাইডস ম্যাগাজিনের ফেব্রুয়ারি-মার্চ ১৯৯৯ সংখ্যা ।

প্রঃ পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়সীমা কত?

উঃ ১৯৭৪-১৯৭৮ সাল।

প্রঃ সবচেয়ে দামি পত্রিকা কোনটি?

উঃ আমেরিকার ‘ভিজিওনেয়ার ম্যাগাজিন।

এটিও পড়ুন – জেনারেল নলেজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

ট্যাগঃ সাধারণ জ্ঞান, Download সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর, সাধারণ জ্ঞান ১০০০+ প্রশ্ন উত্তর, জেনে নিন সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর, জেনে নিন সাধারণ জ্ঞান জানা অজানা প্রশ্ন উত্তর, PDF সাধারণ জ্ঞান, Free Download সাধারণ জ্ঞান, Latest সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর, সাধারণ জ্ঞান, Question Answers।

Leave a Reply