You are currently viewing চিকিৎসা জগতের আবিষ্কার ও আবিষ্কারকের নাম এর তালিকা PDF সহ।1(List of medical inventions and names of inventors with PDF)
চিকিৎসা জগতের আবিষ্কার ও আবিষ্কারকের নাম এর তালিকা PDF সহ

চিকিৎসা জগতের আবিষ্কার ও আবিষ্কারকের নাম এর তালিকা PDF সহ।1(List of medical inventions and names of inventors with PDF)

আবিষ্কার বলতে ব্যাক্তিগত বা দলিয়ভাবে কোনো নতুন ধরনের জিনিস, যন্ত্র বা বিষয় তৈরি করা ইত্যাদিকে বোঝায়। আবিষ্কারক বলতে  যিনি নতুন নতুন জিনিস , যন্ত্র বা বিষয় আবিষ্কার করেন তাকে আবিষ্কারক বলা হয়। যেমন কম্পিউটার, যানবাহন,যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি।[১]

চিকিৎসা জগতের আবিষ্কার ও আবিষ্কারকের নাম এর তালিকা PDF সহ

আবিষ্কার সাল

আবিষ্কারক

রক্ত সংবহন ১৬২৮ উইলিয়াম হার্ভে (ব্রিটেন)
ব্যারোমিটার ১৬৪৪ টরিসেলি
ব্যাকটেরিয়া ১৬৮৩ লিউয়েন হক (নেদারল্যান্ড)
জীব রসায়ন ১৬৮৪ জেবি ভি হেলমট(বেলজিয়াম)
লোহিত রক্তকণিকা ১৬৮৪ অ্যান্টনিলিউয়েন হক (নেদারল্যান্ড)
শারীরবিজ্ঞান ১৭৫৭-৬৬ এভিহ্যালার (সুইজারল্যান্ড)
স্নায়ুবিজ্ঞান ১৭৫৮-১৮২৮ ফ্রান্স জোসেফ গল (জার্মানি)
বসন্ত (স্মলপক্স) ১৭৯৬ এডওয়ার্ড জেনার (ব্রিটেন)
হাইপোডারমিক সিরিঞ্জ ১৮০০ চার্লস গ্যাবরিয়েল প্রাভাজ (ফ্রান্স)
ক্লোরোফর্ম ১৮৪৭ জেমস সিম্পসন (ব্রিটেন)
অ্যান্টিসেপটিক ১৮৬৫ জোসেফলিস্টার (গ্লসগো)
টাইফয়েড ১৮৮০ কার্ল এরার্থ (জার্মানি)
যক্ষ্মা ১৮৮২ রবার্ট কখ্ (জার্মানি)
কলেরা ও টিবি ১৮৮৩-৮৪ রবাট কখ (জার্মানি)
ডিপথেরিয়া জীবাণু ১৮৮৩-৮৪ ক্লেবস এবং লোফ্লার (জার্মানি)
জলাতঙ্ক ১৮৮৫ লুই পাস্তুর (ফ্রান্স)
ম্যালেরিয়া জীবাণু ১৮৯৭ রোনাল্ড রস (ব্রিটেন)
অ্যাসপিরিন ১৮৯৭ ফেলিক্স হফম্যান (জার্মানি)
অ্যাডোনালিন ১৯০১ জোকিচি তাকামিলে (জাপান)
রক্তের গ্রুপ ১৯০১ কার্লল্যান্ডস্টেইনার (অস্ট্রিয়া)
ডায়াবেটিস ১৯০১ ইউজিন ওপিক (মাঃ যুঃ)
ই.সি.জি ১৯০৩ উইলিয়াম এইনথোভেন (ডাচ্‌)
যৌন হরমোন ১৯১০ ইউজেনস্টাইনাক (অস্ট্রিয়া)
ইনসুলিন ১৯২১ এফ জি বান্টিং, সি এইচ বেস্ট, আর ম্যাকলয়েড
অ্যান্টিবায়োটিক ১৯২৮ আলেকজান্ডার ফ্লেমিং(ব্রিটেন)
Rh ফ্যাক্টর | ১৯৪০ কার্ল ল্যান্ডস্টেনার (মাঃ যুঃ)
কিডনি মেশিন ১৯৪৩ কোল্ফ (নেদারল্যান্ড)
আল্ট্রাসাউন্ড | ১৯৫০ ইয়ান ডোনাল্ড (আয়ারল্যান্ড)
অরগ্যানট্রান্সপ্ল্যান্ট ১৯৫৩ জনমেরিল (মাঃ যুঃ)
ওপেন হার্টসার্জারী | ১৯৫৩ ওয়ালটন লিলেহেন (মাঃ যুঃ)
হাট-ল্যাঙ্গস মেশিন ১৯৫৩ জন হেইনশ্যাম গিব্বন (U.S.)
পোলিওর টীকা ১৯৫৪ জোনাস সল্ক (মাঃ যুঃ)
গর্ভনিরোধক বড়ি ১৯৫৫ পিঙ্কাস (মার্কিন যুক্তরাষ্ট্র)
হৃৎপিন্ড প্রতিস্থাপন ১৯৬৭ ক্রিস্টিয়ান বার্নাড (দঃআফ্রিকা)
হার্ট ট্রান্সপ্লান্ট | ১৯৬৭ ক্রিস্টি বান্টার্ড (দঃ আফ্রিকা)
প্রথম নলজাতক শিশু ১৯৭৮ স্টেপটো এবং এডোয়ার্ডস (ব্রিটেন)
MRI ২০০৩ পলসি, লটারবার (USA),
কোশ পিটার ম্যান্সফিল্ড (UK) রবার্ট হুক
স্ক্যান (CAT) গডফ্রে হাসফিল্ড (ইং)

 

এটিও জেনে নিনঃ বিজ্ঞান ও কুসংস্কার প্রবন্ধ রচনা, Latest 2020

File Name:চিকিৎসা জগতের আবিষ্কার ও আবিষ্কারকের নাম এর তালিকা PDF সহ

File Format: PDF

PDF File Name:চিকিৎসা জগতের আবিষ্কার ও আবিষ্কারকের নাম এর তালিকা PDF সহ

PDF File Size:345 KBPS

No of Page:02

Download Link:চিকিৎসা জগতের আবিষ্কার ও আবিষ্কারকের নাম

This Post Has One Comment

Leave a Reply