You are currently viewing সাধারন জ্ঞান সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর Latest 2020

সাধারন জ্ঞান সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর Latest 2020

সাধারণ জ্ঞানঃ এই পোষ্টে কিছু ভারতের সাধারন জ্ঞান সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর শেয়ার করা। সকল শিক্ষার্থী ও পরীক্ষার্থী বন্ধুদের খুব কাজে আসবে বলে মনে করছি। নিম্নে সাধারন জ্ঞান সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর দেওয়া হল।

সাধারন জ্ঞান সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর

1 স্বাধীন ভারতে প্রকাশিত প্রথম ডাকটিকিটে কোন কথা লেখা ছিল ?
উত্তর:- আজাদ হিন্দ ।
2 ভারতের রাজদ্রোহের মামলায় প্রথম অভিযুক্ত বিপ্লবী কে ?
উত্তর :- বাসুদেব বলবন্ত ফাড়কে ।
3 সর্বপ্রথম ভারতের জাতীয় পতাকার রং নির্বাচন করা হয় ?
উত্তর :- লাল, হলুদ, সবুজ ।
4 কবে ভারতের জাতীয় পতাকার উপরে সাদা, মধ্যে সবুজ নিচে গেরুয়া রং ছিল ?
উত্তর :- 1920 সালে ।
5 প্রথম চাঁদের মানচিত্র আঁকেন কে ?
উত্তর :- জোহান্স হেভেলিয়াস ।
6 বিশ্বের প্রথম সৌরশক্তিচালিত রেলস্টেশনের নাম কী ?
উত্তর :- বিশ্বনাথ ( বেঙ্গালুরু ) ।
7 বাংলার প্রথম বাঙালি রাজ্যপাল কে ?
উত্তর :- ডঃ হরেন্দ্রনাথ মুখোপাধ্যায় ।
8 বাংলার কে প্রথম বেলুনে ভ্রমণ করেন ?
উত্তর :- অনিল বসু ।
9 বাংলার কে প্রথম আই. সি. এস. পরীক্ষায় প্রথম হন ?
উত্তর :- স্যার অতুলচন্দ্র চট্টোপাধ্যায় ।
10 বাংলার প্রথম কে স্থল বাহিনীর প্রধান হন ?
উত্তর :- জেঃ নির্মল রায় ।
11 বাংলায় কে প্রথম মহিলা ঔপন্যাসিক হন ?
উত্তর :- স্বর্ণকুমারী দেবী ?
12 বাংলায় কে প্রথম মহিলা রাজ্যপাল হন ?
উত্তর:- সরোজিনী নাইডু ।

এটিও পড়ুন – পরাধীন ও স্বাধীন ভারতের উল্লেখযোগ্য ব্যক্তিগণ Update #2020

13 রবার কী ?
উত্তর:- হিভিয়া গাছের রস ।
14 ধূনো কী ?
উত্তর:- শাল গাছের শুকনো আঠা ।
15 লবঙ্গ কী ?
উত্তর:- গাছের ফুল ।
16 ক্লোরোফর্ম কে আবিষ্কার করেন ?
উত্তর:- সিম্পসন ।
17 আশ্বিনের ঝড় কোন ঋতুতে দেখা যায় ?
উত্তর:- হেমন্ত ঋতুতে ।
18 ভারত ছাড়া আর কোন দেশের মুদ্রার নাম রুপিয়া ?
উত্তর:- ইন্দোনেশিয়া ।
19 ক্রান্তীয় অঞ্চলের তৃণভূমি কে কি বলে ?
উত্তর:- স্তেপ ।
20 তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পেলে শব্দের তীক্ষ্ণতা কেমন হয় ?
উত্তর:- হ্রাস পায় ।
21 1 গ্যালন বলতে কী বোঝায় ?
উত্তর:- 62 ডিগ্রী ফারেনহাইট উচ্চতায় 10 জলের আয়তন ।
22 বাড়িতে গরম জল সরবরাহ ব্যবস্থায় তার শক্তির বন্টিত হয় কিভাবে ?
উত্তর:- পরিচালনের দ্বারা ।
23 টাইম আউট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তর:- ভলিবল ।
24 ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন ?
উত্তর:- বলদেব সিং ।
25 বঙ্গ বিভাগ কোন প্রশাসকের সময় লেখা হয়েছিল ?
উত্তর:- লর্ড কার্জন ।
26 সতীশ গুজরাল কিসের সাথে যুক্ত ?
উত্তর:- ছবি আঁকা ।
27 রাষ্ট্রপুঞ্জের পতাকায় কী কী রং থাকে ?
উত্তর:- নীল ও হলুদ ।
28 লাভার্স নেস্ট পেইন্টিংটি কার আঁকা ?
উত্তর:- ভ্যান গগের ।
29 দৃশ্যমান বর্ণালীতে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট বর্ণটি কী ?
উত্তর:- বেগুনী ।
30 দক্ষিণের মনু কাকে বলা হয় ?
উত্তর:- সন্ধ্যাকর নন্দীকে ।
31 মানুষের মেরুদন্ডে কতগুলি হাড় আছে ?
উত্তর:- 33 টি ।
32 ক্রিকেটে ভারত প্রথম কোন দেশের বিরুদ্ধে খেলে ?
উত্তর:- ইংল্যান্ড ।
33 প্রথম কোন আমেরিকান রাষ্ট্রপতি ভারতে আসেন ?
উত্তর:- ডি . আইসেন হাওয়ার ।
34 প্রথম কোন ভারতীয় যিনি এভারেস্ট জয় করেছিলেন ?
উত্তর:- শেরপা তেনজিং নোরগে ।
35 জমিতে সার হিসেবে কোন পদার্থ ব্যবহার করা হয় ?
উত্তর:- অ্যামোনিয়াম সালফেট ।
36 মিথেন কি ?
উত্তর:- সমযোজী যৌগ ।
37 নামিবিয়ার মুদ্রার নাম কি ?
উত্তর:- রেন্ট ।
38 Sugar bowl of world নামে কোন দেশ পরিচিত ?
উত্তর:- কিউবা ।
39 নিম্নমুখী জলবিন্দু গোলাকৃতি ধারণ করে কেন ?
উত্তর:- উপরিতল টানের জন্য ।
40 ভারতীয় সংবিধানের 356 নং ধারাটি কিসের সঙ্গে যুক্ত ?
উত্তর:- রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির বিষয়ের সঙ্গে ।
41 জাপানের পার্লামেন্টকে কী বলা হয় ?
উত্তর:- ডায়েট ।
42 সুদানের রাজধানীর নাম কী ?
উত্তর:- খার্তুম ।
43 ইজরায়েলের রাজধানী কি ?
উত্তর:- জেরুজালেম ।
44 রোজালিন চরিত্রটি কার সৃষ্টি ?
উত্তর:- শেক্সপিয়ারের ।
45 লোকসভার সাধারণ নির্বাচনের পর অধিবেশনের আরম্ভে বক্তৃতা দেন ?
উত্তর:- রাষ্ট্রপতি ।
46 রাষ্ট্রপতির অবর্তমানে বা অনুপস্থিতে বা অসুস্থতার কারণে কর্তব্য
পালনে অসমর্থ হলে কে তার কর্তব্য সম্পাদন করেন ?
উত্তর:- উপরাষ্ট্রপতি ।
47 রাষ্ট্রপতির পদ শূন্য হলে কত দিনের মধ্যে তা পূরণ করার জন্য নির্বাচন
করা হবে ?
উত্তর:- 6 মাস ‌।
48 রাষ্ট্রপতি যাদের ভোটে নির্বাচিত হন ?
উত্তর:- লোকসভা রাজ্যসভা ও বিধানসভার মনোনীত সদস্যগণের দ্বারা ।
49 ভারতের সর্বাধিক কাপড় কল আছে কোন রাজ্যে ?
উত্তর:- গুজরাটে ।
50 গ্রানাইট শহর বলা হয় কোন শহরকে ?
উত্তর:- স্কটল্যান্ডকে ।
51 কোন তরল বা গ্যাসে সামান্য পরিমাণেও জল আছে কিনা তা পরীক্ষার
জন্য কি ব্যবহার করা হয় ?
উত্তর:- অনাদ্র কপার সালফেট ।
52 বাইবেল ব্রিমস্টোন নামে যে পাথরের কথা লেখা আছে তা আসলে কি ?
উত্তর:- গন্ধক ।
53 ম্যাঙ্গানিজ রপ্তানিতে ভারত বিশ্বে কোন স্থান অধিকার করেছেন ?
উত্তর:- সপ্তম ।
54 গম উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকার করেছেন ?
উত্তর:- উত্তরপ্রদেশ ।
55 ভারতের চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে কে ?
উত্তর:- অসম।
56 চা উৎপাদনে ও রপ্তানিতে ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করে ?
উত্তর:- প্রথম স্থান অধিকার করেছে ।
57 ভারতের বিশাল সমভূমি অঞ্চল কি দেখা যায় ?
উত্তর:- পাললিক মৃত্তিকা ।
58 তুজুক -ই -জাহাঙ্গীরী -রচয়িতা কে ?
উত্তর:- জাহাঙ্গীর ।
59 আরঙ্গজেব ও মুরাদ একত্রে সুজাগড়ের যুদ্ধে কাকে পরাজিত
করেছিলেন ?
উত্তরঃ- যুঝর সিং ।
60 ময়ূর সিংহাসন নাদির শাহ কবে লুন্ঠন করেছিলেন ?
উত্তর:- 1739 খ্রিঃ ।
61 কোথায় মহাবীর দেহত্যগ করেন ?
উত্তর:- পাবা ( কুশিনগর )

সাধারণ জ্ঞান পার্ট -২ জেনারেল নলেজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

ট্যাগঃ ১০০+ সাধারন জ্ঞান সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর, টপ ১০০+ সাধারন জ্ঞান সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারন জ্ঞান সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর

Leave a Reply