Q.যে প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য প্রস্তুত করে তার নাম লেখ।
Ans. সালোকসংশ্লেষ।
Q. এটি কি ধরনের প্রক্রিয়া?
Ans. উপচিতি বিপাক প্রক্রিয়া।
Q. এটি কোথায় ঘটে?
Ans.পাতার মেসোফিল কলায়।
Q. উদ্ভিদের পাতা সবুজ কেন?
Ans. ক্লোরোফিল থাকে বলে।
.Q. প্রাণী কি সালোকসংশ্লেষ করতে পারে?
Ans.: না।
Q. উদ্ভিদের মূলে সালোক-সংশ্লেষ হয় না কেন?
Ans.ক্লোরোফিল না থাকার জন্য।
Q.সালোক-সংশ্লেষের প্রধান শক্তি কোথা থেকে আসে?
Ans.সূর্য থেকে।
Q.রাতে সালোক -সংশ্লেষ হয় না কেন?
Ans.সূর্যালোক অনুপস্থিত থাকার জন্য।
Q. গ্রানা ও স্ট্রোমা কোথায় থাকে?
Ans.ক্লোরোপ্লাস্টে।
Q. ATP-এর পুরো নাম কি?
Ans. অ্যাডিনোসিন-ট্রাই-ফসফেট।
Q. ATP-কে কি বলে?
Ans. এনার্জি কারেন্সি।