হাওড়া জেলা সম্পর্কিত জিকে, Top Howrah District GK Latest, জেনে নিন – হাওড়া জেলা সম্পর্কিত জিকে, Download Top Howrah District GK Latest,
হাওড়া জেলা সম্পর্কিত জিকে
হাওড়া =1938 সালে হাওড়া স্বতন্ত্র জেলার মর্যাদা পায়। 1963 সালে এই জেলা প্রেসিডেন্সী বিভাগের আন্তর্গত হয়।
আয়তন- 1,467 বর্গ কিমি.।
অক্ষংশ ও দ্রঘিমাগত অবস্থান– এই জেলাটি 22 0 12’30”-22 0 46’55″উত্তর অক্ষংশে ও 88 0 22’80”-87 0 52’45″পূর্ব দ্রঘিমা পর্যন্ত বিস্তত।
সীমানা– উত্তরে হুগলী ও উত্তর 24পরগনা জেলা ;দক্ষিণ- পশ্চিমে পূর্ব মেদিনীপুর জেলা,দক্ষিণ-পূর্ব দক্ষিণ 24 পরগনা জেলা,পূর্বে কলকাতা।
ভূ-প্রকৃতি-হাওড়া উত্তর ও উত্তর- পশ্চিমাঞ্চল সামান্য উঁচু হওয়ায় নদীগুলি দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে বয়ে গেছে, বেশ কিছু অগভীর জলা ও ঝিলের সৃষ্টি হয়েছে।
জেনে নিন – দক্ষিণ 24 পরগণা সম্পর্কিত জিকে, Top GK North 24 Parganas Latest
হাওড়া জেলা নদ– নদী-হুগলী -ভাগীরথী এই জেলায় প্রবাহিত প্রধান নদ-নদী।
জলবায়ু-সার্বধিক গড় তাপমাত্র প্রায় 36 0 সেঃ এবং সর্বনিম্ন তাপমাত্র 24 0 সেঃ গড় বৃষ্টিপাতের পরিমাণ 1520.1 মি.মি.।
হাওড়া জেলা মৃত্তিকা– উত্তর-পশ্চিম ভূভাগটি দামোদরের পলি দিয়ে গঠিত,কিন্তু পূর্ব-দক্ষিণের অংশটি পলি দিয়ে গঠিত,হলেও তাতে নোনামাটি ভাগ দেখা যায়।আবার দক্ষিণ অংশ হালকা দোঁআশ মাটি দেখা যায়।
স্বাভাবিক উদ্ভিদ-এই জেলার বোটানিক্যাল গার্ডেনেব মতো এত গাছপালা একসঙ্গে কোথাও পাওয়া যায় না। যেমন- দেশী বাদাম, পেয়াজ, নারিকেল, তাল,আম ইত্যাদি।
হাওড়া জেলা কৃষি– ধান, পাট, নারিকাল ইত্যাদি।
শিল্প– হাওড়াকে ভারতের গ্লাস আথবা বার্মিংহাম বা শেফিল্ড বলা হয়। জাহাজ তৈরি ও মেরামতের কেন্দ্র; কটন মিল,লৌহ, ইস্পাত ও ইঞ্জিনিয়ারিং শিল্প বিখ্যত।
ব্যাঞ্চ ও সমবায়- ব্যাঙ্কের সংখ্যা-228,প্রথমিক কৃষি সমবায় সংস্থা-211
স্বাস্থ্য- হাসপাতালের সংখ্যা-529।
জনসংখ্যা ঘনত্ব– প্রতি বর্গ কিমিতে 2913জন।
প্রশাসনিক কাঠামো-মহকুমা-2টি(হাওড়া সদর ও উলুবেড়ি) গ্রাম পঞ্চায়েত-157;আসন -2575;পঞ্চায়েত সমিতি-14,আসন -426;জেলা পরিষদ -1আসন 34;পৌরসভা -3টি বিধানসভার আসন – 16 টি , লোকসভার আসন-2টি।
শিক্ষা প্রতিষ্ঠান-প্রথমিক বিদ্যালয় প্রথমিক বিদ্যালয়-2211টি, মাধ্যামিক-300টি উচ্চ- মাধ্যামিক197টি বিশ্ববিদ্যালয়-1টি।