ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর শহরের কালিয়াগঞ্জ অঞ্চলে হলদিবাড়ির আগে অবস্থিত বিশ্বদেব মঠ কালিয়াগঞ্জ-সন্নিহিত অঞ্চলের অন্যতম দ্রষ্টব্যস্থল। এটি কালিয়াগঞ্জ ও কুশমণ্ডি শহরের মাঝা-মাঝিতে আটঘড়া গ্রামে আজ থেকে কয়েক বছর আগে অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্যময় চিরসবুজের মাঝে তিল তিল করে গড়ে উঠে সনাতন ধর্মের একটি সু-প্রতিষ্ঠান আজকে যার নাম বিশ্বদেব মঠ (Biswadeb Math)। মহারাজ Swami Shivatmananda প্রতিবছরের ন্যায় এবছরেও আশ্রমের দূর্গা পূজোতে (Durga Puja ) সকলকে সপরিবারে উপস্থিত হবার জন্য আমন্ত্রন জানিয়েছেন। নিম্নে " বিশ্বদেব মঠ " এর কিছু ফটো শেয়ার করছি। [ Shri Shri Lokenath Mandir Kushmandi ]
ঠিকানা
বিশ্বদেব মঠ
গ্রাম - নসির হাট (আটঘড়া) (Nasir Hat)
কালিয়া গঞ্জ ( kaliyaganj )
উত্তর দিনাজ পুর (Uttar Dinajpur)
ফোন - ৮১১৬৩৬৯৭৪৩
শিগ্রি বিশ্বদেব মঠ (Biswadeb Math) এর দুর্গা পূজার ফটো আপলোড করা হবে । ততক্ষণে Kushmandi Info এর পাশে থাকুন।
Kushmandi Town এর দুর্গা পূজা ছবি ও ভিডিও Upload এর কাজ চলছে, দেখার জন্য সঙ্গে থাকুন।
Thanks for reading & sharing Kushmandi Town, পড়াশোনা, বিজ্ঞান টেকনোলোজি ও চাকুরীর খবর - KMDInfo
0 comments:
Post a Comment