প্রতিবারের ন্যায় এবারো মহা ধুমধাম ভাবে শ্রী শ্রী মা শীতলা মায়ের পুজা দিয়ে শুরু হল কুশমণ্ডি সার্বজনীন নাম যজ্ঞনুষ্ঠান । ৪৬ তম বর্ষে কমিটির তরফ থেকে জানানো হয়েছে, এবারে ৪৮ প্রহর ব্যাপী নামযজ্ঞনুষ্ঠান হবে ।এছাড়াও বিশেষ আকর্ষণ থাকছে নবদ্বীপের দূরদর্শন শিল্পি সমন্বয়ের পদাবলী কীর্তন।
অনুষ্ঠান সুচি
- ৬ চৈত্র ১৪২৪ সাল রোজ বুধবার দুপুর ১২ টায় শ্রী শ্রী শীতলা মাতার পূজা ও নামযজ্ঞা অনুষ্ঠান শুভ অধিবাস।
- ৭ চৈত্র ১৪২৪ সাল রোজ বৃহস্পতিবার অরুনাদয় হইতে ৪৮ প্রহর ব্যাপী নামযজ্ঞা অনুষ্ঠান শুরু, চলবে ১২ চৈত্র অবধি ।
- ১৩ চৈত্র ১৪২৪ সাল বুধবার সকালে ধুলট এবং কুঞ্জভঙ্গ, মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ ও প্রসাদ বিতরণ।.
মদন মোহন সম্প্রদায় - (বহরমপুর)
বনমালী সম্প্রদায় - নদীয়া
গৌরি সম্প্রদায় - রাজমহল ঝাড়খণ্ড
শ্রী কৃষ্ণ চৈতন্য সম্প্রদায় - উত্তর দিনাজপুর
জয়গুরু সম্প্রদায় - উত্তর দিনাজপুর
রামকৃষ্ণা সম্প্রদায় - শিলিগুরি (নিলা কৃত্তন)
রাধারানী সম্প্রদায় - দক্ষিণ দিনাজপুর
রাধা গোবিন্দ সম্প্রদায় - বুনিয়াদ পুর
Thanks for reading & sharing Kushmandi Town, পড়াশোনা, বিজ্ঞান টেকনোলোজি ও চাকুরীর খবর - KMDInfo
0 comments:
Post a Comment