বৃদ্ধি ও জনন সম্পর্কিত প্রশ্ন উত্তর ও PDF সহ

প্রশ্নঃ- উদ্ভিদের বৃদ্ধির হার কখন বেশি থাকে?

Ans. রাতে।

প্রশ্নঃ- উদ্ভিদের বৃদ্ধি মাপার যন্ত্রের নাম কি?

Ans.: আর্ক-ইন্ডিকেটর।

প্রশ্নঃ- উদ্ভিদের বৃদ্ধি কোথায় বেশি হয়?

Ans.: কাণ্ড ও মূলের অগ্রভাগে।

প্রশ্নঃ- বৃদ্ধির দুটি বাহ্যিক শর্ত কি?

Ans. আলোক ও বায়ু।

প্রশ্নঃ- বৃদ্ধির দুটি অভ্যন্তরীণ শর্ত কি?

Ans.:  খাদ্য ও হরমোন।

প্রশ্নঃ- নিষেকের পর ফুলের কোন অংশটি ফলে পরিণত হয়?

Ans.:  ডিম্বাশয়।

প্রশ্নঃ- উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে কোন হরমোনটি?

Ans.: অক্সিন।

প্রশ্নঃ- একটি উভলিঙ্গ উদ্ভিদের নাম লেখ।

Ans.: জবা।

প্রশ্নঃ- একটি একলিঙ্গ উদ্ভিদের নাম লেখ।

Ans: কুমড়ো।

প্রশ্নঃ-  চুপড়ি আলুতে কিভাবে বংশবিস্তার হয়?

Ans.: বুলবিলের সাহায্যে।

প্রশ্নঃ-  সংযুক্তি পদ্ধতিতে জনন সম্পাদন করে এমন একটি উদ্ভিদের নাম লেখ।

Ans: স্পাইরোগাইরা।

প্রশ্নঃ-  পত্রাশ্রয়ী মুকুলের সাহায্যে কোন গাছ বংশবিস্তার করে?

Ans.:  পাথরকুচি।

প্রশ্নঃ- বাডিং বা কোরকোদগম পদ্ধতিতে কোন উদ্ভিদ বংশবিস্তার করে?

Ans.: ঈস্ট।

প্রশ্নঃ-  ফুলের পুংজনন অঙ্গ এবং স্ত্রীজনন অঙ্গ কোনটি?

Ans. পুংজনন অঙ্গ—পুংকেশর।

স্ত্রীজনন অঙ্গ—গর্ভকেশর।

প্রশ্নঃ-  সপুষ্পক উদ্ভিদের জনন অঙ্গ কোনটি?

Ans. ফুল।

প্রশ্নঃ-  নিষেকের পর উদ্ভিদের কোন অংশ বীজে পরিণত হয়?

Ans:ডিম্বক।

প্রশ্নঃ- উদ্ভিদে অযৌন জননের একক কি?

Ans. রেণু।

প্রশ্নঃ- এমন একটি প্রাণীর নাম কর যেখানে বহিঃনিষেক ঘটে।

Ans.: ব্যাঙ।

প্রশ্নঃ-  প্রাণীর বৃদ্ধি নিয়ন্ত্রণ করে কোন হরমোনটি?

Ans: সোমাটোট্রফিক হরমোন।

প্রশ্নঃ- অ্যামিবায় কি ধরনের জনন সংঘটিত হয়?

Ans.: অযৌন জনন।

প্রশ্নঃ- জনুক্রম দেখা যায় কোন্ উদ্ভিদে এবং কোন প্রাণীতে?

Ans: উদ্ভিদ—পোগোনোটাম।

প্রাণী—মনোসিস্টিস।

প্রশ্নঃ- সংযুক্ত পদ্ধতিতে জনন সম্পাদন করে এমন একটি প্রাণীর নাম লেখ।

Ans: প্যারামোসিয়াম (Paramoecium)।

প্রশ্নঃ- অপুংজনি দেখা যায় এমন একটি উদ্ভিদ ও প্রাণীর নাম লেখ।

Ans.:  উদ্ভিদ–স্পাইরোগাইরা। প্রাণী—মৌমাছি।

প্রশ্নঃ- বাডিং বা কোরকোদগম পদ্ধতিতে কোন প্রাণী বংশবিস্তার করে?

Ans: হাইড্রা।

প্রশ্নঃ- কোন্ প্রাণীতে রূপান্তর দেখা যায়?

Ans. : ব্যাঙে।

প্রশ্নঃ- একটি ওভিপ্যারাস প্রাণীর নাম বল।

Ans: মুরগী।

প্রশ্নঃ- একটি ওভোভিভিপ্যারাস প্রাণীর নাম বল।

Ans.:  শামুক।

প্রশ্নঃ-  একটি ভিভিপ্যারাস প্রাণীর নাম বল।

Ans.: মানুষ।

প্রশ্নঃ-  পিডোজেনেসিস কোন প্রাণীতে দেখা যায়?

Ans.: Ambystoma নামক প্রাণীর অ্যাক্সলট্ল লার্ভা দশায়।

প্রশ্নঃ- স্পোরুলেশন কোথায় দেখা যায়?

Ans.: অ্যামিবাতে।

প্রশ্নঃ- পুনরুৎপাদন ঘটে এমন একটি প্রাণীর নাম লেখ।

Ans: চ্যাপ্টাকৃমি।

প্রশ্নঃ-  কোন্ প্রাণীতে অযৌন ও যৌন জনন উভয় প্রক্রিয়া ঘটে?

Ans:হাইড্রা।

প্রশ্নঃ- তিনটি উভলিঙ্গ প্রাণীর নাম লেখ।

Ans.: কেঁচো, জোঁক, চ্যাপ্টাকৃমি।

প্রশ্নঃ- অন্তঃনিষেক দেখা যায় এমন একটি প্রাণীর উদাহরণ দাও।

Ans.:  মানুষ।

Leave a Reply