বিজ্ঞান সম্পর্কিত 500 প্রশ্ন উত্তর – Science MCQ in Bengali: এই পোষ্টে বিজ্ঞান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর শেয়ার করা হল। বিজ্ঞান সম্পর্কিত 500 প্রশ্ন উত্তর – Science MCQ in Bengali বিভিন্ন পরীক্ষায় কাজে আসবে।
বিজ্ঞান সম্পর্কিত 500 প্রশ্ন উত্তর – Science MCQ in Bengali
প্রশ্নঃ রক্তের উৎপত্তি লাভ কোথা থেকে হয় ?
উত্তর -+ ণজ মেসােডাম থেকে রক্তের উৎপত্তি হয়।
প্রশ্নঃ মাস্টার গ্যান্ড কাকে বলে ?
উত্তর – পিটুইটারি গ্রন্থিকে।
প্রশ্নঃ কোন ভিটামিন প্রজনন প্রক্রিয়ায় সহায়তা করে ?
উত্তর – ভিটামিন-E।
প্রশ্ন ঃ ইউগ্লিনার গমনাঙ্গের নাম কী ?
উত্তর – ফ্ল্যাজেলা।
প্রশ্ন : ব্যাকটেরিয়ার ‘ডি.এন.এ. তন্ত্র থাকে কটি ?
উত্তর – একটি।
প্রশ্ন : তরুক্ষীর কাকে বলে ?
উত্তর: উদ্ভিদের নাইট্রোজেনবিহীন তরল রেচন পদার্থকে।
প্রশ্ন: কয়েকটি পতঙ্গভুক উদ্ভিদের নাম লেখাে।
উত্তর কলসপত্রী, সূর্যশিশির ও পাতাঝাঝি।
প্রশ্ন: কোন ভিটামিনের অভাবে রাতকানা রােগ হয় ?
উত্তর: ভিটামিন-A-এর অভাবে।
প্রশ্ন : দুটি নিউরােনের সংযােগস্থলকে কী বলে ?
উত্তর – সাইন্যাপস।
প্রশ্ন : কোন খনিজের অভাবে রক্তচাপ হ্রাস পায় ?
উত্তর ক্লোরিন, সােডিয়াম।
প্রশ্ন 11 মানব হৃৎপিণ্ডের ডান নিলয়ের কাজ কী ?
উত্তর: কার্বন ডাইঅক্সাইড
উত্তর: যুক্ত রক্ত প্রেরণ করা।
প্রশ্ন 12। পাকস্থলীতে অর্ধপাচিত খাদ্যকে কী বলে ?
উত্তর – কাইম।
প্রশ্ন : হৃৎপিণ্ডের আবরণীকে কী বলে ?
উত্তর: পেরিকার্ডিয়াম।
প্রশ্ন : ভারতের দুটি বিরল প্রাণী কী ?
উত্তর: কস্তুরী মৃগ ও গােল্ডেন ক্যাট।
প্রশ্ন : দ্বিপদ নামকরণ-এর জনক কে?
উত্তর: → ক্যারােলাস লিনিয়াস।
প্রশ্নঃ রক্তকণিকার প্রধান উৎসস্থল কোথায় ?
উত্তর – অস্থিমজ্জা।
প্রশ্ন : কী কী খনিজ মৌলের অভাবে অ্যানিমিয়া রােগ হয় ?
উত্তর – লােহা, তামা, কোবাল্ট-এর অভাবে এই রােগ হয়।
প্রশ্ন: চিংড়ির রেচন অঙ্গের নাম কী ? উত্তর – গ্রিন গ্ল্যান্ড চিংড়ির রেচন অঙ্গের নাম।
প্রশ্ন: গমনে অক্ষম দুটি প্রাণীর নাম লেখাে।
উত্তর: – স্পঞ্জ ও সাগর কুসুম।
প্রশ্ন: মানুষের রক্তে গ্লুকোজের পরিমাণ কত ? (প্রতি ১০০ মিলি. রক্ত)
উত্তর – ৮০-১০০ মিলিগ্রাম।
প্রশ্ন: একটি উপকারী ভাইরাস কী ?
উত্তর – ফাজ ভাইরাস।
free বিজ্ঞান সম্পর্কিত 500 প্রশ্ন উত্তর – Download Science MCQ in Bengali
প্রশ্ন: ভিটামিন C-এর রাসায়নিক নাম কী ?
উত্তর — অ্যাসকরবিক অ্যাসিড।
প্রশ্ন: হাড়ের শাস্ত্রকে কী বলা হয় ?
উত্তর – অস্টিওলজি।
প্রশ্ন: টাইফয়েড নির্ণয় করার জন্যে কী পরীক্ষা করা হয় ?
উত্তর – ওয়াইডাল টেস্ট।
প্রশ্ন: পাখির রক্তের তাপমাত্রা কত ?
উত্তর – ১০৩° ফারেনহাইট।
প্রশ্ন: যে খাদ্য দেহের গঠন, বৃদ্ধি ও শক্তি উৎপাদনে সাহায্য করে তাকে কী বলে ?
উত্তর: – দেহ পরিপােক খাদ্য।
প্রশ্ন: রাফেজ কী?
উত্তর – যে সকল খাদ্য গ্রহণে তন্ত্রের সঞ্চালন হয় তাদের রাফেজ বলে।
প্রশ্ন: কোশের অবাত শ্বসন কোথায় ঘটে ?
উত্তর + সাইটোপ্লাজমে।
প্রশ্ন: মানবদেহের প্রধান রেচন অঙ্গের নাম কী ?
উত্তর: বৃক্ক।
প্রশ্ন: কোন কোশ বিভাজিত হতে পারে না?
উত্তর – প্রাণীদের স্নায়ুকোশ ও পেশিকোশ।
প্রশ্ন: পার্থেনােকার্পি কী ?
উত্তর – বীজহীন ফল সৃষ্টির পদ্ধতিকে পার্থেনােকাপি বলে।
প্রশ্ন: এককোশী আদি নিউক্লিয়াসযুক্ত জীব কী?
উত্তর – জীবাণু বা ব্যাকটেরিয়া।
প্রশ্ন: Sclera কোথায় পাওয়া যায় ?
উত্তর – চোখে।
প্রশ্নঃ PP Factor কী ?
উত্তর: – ভিটামিন Bg-কে PP Factor বলে।
প্রশ্ন: ক্লোরােফর্মের সংকেত কী?
উত্তর – CHCl।
প্রশ্ন: জলে দ্রবণীয় ভিটামিন কী ?
উত্তর – ভিটামিন-C।
প্রশ্ন: লবণাক্ত মৃত্তিকার একটি উত্তিদের নাম লেখাে।
উত্তর — সুন্দরী।
প্রশ্ন: মানবদেহে রক্তের গতিবেগ কত?
উত্তর – প্রতি ঘণ্টায় ১১ কিমি।
প্রশ্ন: গােলাকার ভাইরাসকে কী বলে ?
উত্তর: – কক্কাস।
প্রশ্ন: ফুসফুসের বাইরের আবরণকে কী বলে ?
উত্তর: 1) পুরা।
প্রশ্ন: কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রােগ হয়?
উত্তর – ভিটামিন-C-এর অভাবে।
প্রশ্ন: কোন খনিজের অভাবে রিকেট রােগ হয় ?
উত্তর — ক্যালশিয়াম ও ম্যাগনেশিয়াম।
প্রশ্ন: আর্গন অব কটি কোথায় অবস্থিত? উত্তর – অন্তঃকর্ণের ককলিয়ার মধ্যে।
প্রশ্ন: মুরগির দেহে ব্যাকটেরিয়া ও ভাইরাসঘটিত দুটি রােগের নাম কী ?
উত্তর – ফাউল কলেরা ও রানিখেত।
প্রশ্ন: মানবদেহের অন্ত্রে কোন ভিটামিন সংশ্লেষ হয় ?
উত্তর – Bj2।
প্রশ্ন: সার্বিক গ্রহীতা কোন বিভাগের রক্তকে বলে ?
উত্তর — ‘AB বিভাগের রক্তকে বলে।
প্রশ্ন: 47। ভিটামিন-K-এর উৎস কী ?
উত্তর: – আলফা-আলফা শাক।
প্রশ্ন: পটল গাছের মুকুল কোথায় থাকে?
উত্তর – দুটি পাতার মাঝে।
প্রশ্ন: পূর্ণবয়স্ক ব্যক্তির মস্তিষ্কের গড় ওজন কত?
উত্তর: – ১.৩৬ কেজি (প্রায়)।
প্রশ্ন: হরীতকী গাছের রেচন পদার্থকে কী বলে ?
উত্তর – রজন হল হরীতকী গাছের রেচন পদার্থ।
প্রশ্ন: মানবদেহের লালারসে কোন্ উৎসেচক থাকে
উত্তর – টায়ালিন।
এটিও পড়ুন – চিত্র ও চিত্রকলা, স্থাপত্য, শিল্প ও সঙ্গীত প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃ শ্বাস বৃক্ষ কী ?
উত্তর – একটি অতিরিক্ত শ্বাসঅঙ্গ যা বিশেষ প্রকার মাছকে ডাঙায় শ্বাসকার্য চালাতে সাহায্য করে।
প্রশ্নঃ কোন খনিজের অভাবে গয়টার রােগ হয় ?
উত্তর — আয়ােডিন-এর অভাবে।
প্রশ্নঃ গাছের কোন অংশ হলুদ থাকে?
উত্তর — কাণ্ড।
প্রশ্ন : ফ্ল্যাজেলিন কী ?
উত্তর: একপ্রকার প্রােটিন।
প্রশ্ন: প্রাণীদেহে রক্ত সংবহনের সঠিক ব্যাখ্যা কে দেন ?
উত্তর: – ১৬২৮ খ্রিস্টাব্দে উইলিয়াম হার্ভে।
প্রশ্ন: বৃক্ষের গঠনগত ও কার্যগত একক কী?
উত্তর – নেফ্রন।
প্রশ্ন: স্বভােজী পুষ্টি পরিলক্ষিত হয় এমন প্রাণীর নাম লেখাে।
উত্তর: – ইউর্মিনা ও ক্রাইস্যামিবা।
প্রশ্ন: অনাক্রম্যতা প্রদানে কে সহায়তা করে ?
উত্তর – রক্তের শ্বেতকণিকা।
প্রশ্ন: উদ্ভিদের জলসৰহন সাধিত হয় কীসের মাধ্যমে ?
উত্তর – জাইলেম কলার মাধ্যমে।
জেনে নিন বিজ্ঞান সম্পর্কিত 500 প্রশ্ন উত্তর – Free Science MCQ in Bengali
প্রশ্ন: 100 cc রক্তে মুকোজের স্বাভাবিক পরিমাণ কত ?
উত্তর: — ৪0-120 mg
প্রশ্ন:। DDT-এর পুরাে নাম কী ?
উত্তর – ডাইক্লোরাে ডাইফিনাইল ট্রাইক্লোরাে ইথেন।
প্রশ্ন: ডিম্বাকার ক্লোরাইড কোশ কী ?
উত্তর – স্টোনকেশ।
প্রশ্ন: মলিবডেনাম কী ? উত্তর – একটি স্বল্পমাত্রিক মৌল।
প্রশ্ন: কেলভিন স্কেলে মানুষের দেহের সাধারণ তাপমাত্রা কত ?
উত্তর – ৩১০° কেলভিন।
প্রশ্ন: ভেনাস হৃৎপিণ্ড কাকে বলে ? উত্তর — দুটি প্রকোষ্ঠ বিশিষ্ট মাছের হংগপিগুকে।
প্রশ্ন: যে পদার্থ থেকে ভিটামিন সংশ্লেষিত হয় সেই পদার্থকে কী বলে ?
উত্তর: – প্রো-ভিটামিন।
প্রশ্ন: বহুরূপী প্রাণী কোনটি ? উত্তর – গিরগিটি।
প্রশ্ন: পেনিসিলিয়াম কোন জাতীয় হত্রাক ?
উত্তর: – উপকারী ছত্রাক।
প্রশ্নঃ পৃথিবীতে কোন কীটের সংখ্যা বেশি ?
উত্তর – পিপড়ে।
প্রশ্নঃ মানবদেহের দুটি লুপ্তপ্রায় অঙ্গের নাম লেখাে। উত্তর – ককসিস ও অ্যাপেনডিক্স।
প্রশ্ন: বিশ্বের প্রাচীনতম জীবন্ত জীবাণু কোনটি ?
উত্তর – ব্যাসিলাস ১-৯-৩ ব্যাকটেরিয়া।
প্রশ্ন: কার্পাস গাছের বীজে কোন্ তন্তু থাকে ?
উত্তর: – শণ তত্তু।
প্রশ্ন: মানুষের ক্রোমােজোমে অবস্থিত জিনকে কী বলে ?
উত্তর: – হলকি জিন।
প্রশ্ন: কে প্রথম এডস রােগের কথা জানান ? উত্তর – ডা. এম. এস. গটালিয়র।
প্রশ্ন: রেডিয়াে কার্বন ডেটিং ব্যবহার করা হয় কার বয়স জানার জন্য?
উত্তর: জীবাশ্ম।
প্রশ্ন: মানবদেহের অ্যালােজোম কটি ?
উত্তর: – দুটি।
প্রশ্ন: কোন্ প্রাণীর চোখ নেই ?
উত্তর: – কেঁচো।
প্রশ্ন: মানবদেহে পরিণত অস্থি সংখ্যা কত?
উত্তর: – ২০৬টি।
প্রশ্ন: একজন স্বাভাবিক ওজন ও উচ্চতাবিশিষ্ট লােকের দেহে রক্তের পরিমাণ কত ?
উত্তর: — ৫০০০ সিসি বা পাঁচ লিটার।
প্রশ্ন: উদ্ভিদ কাণ্ডের দৈর্ঘ্যের হার মাপক যন্ত্রের নাম কী ?
উত্তর — অর্ক ইন্ডিকেটর।
প্রশ্ন: গাছ পুষ্টি সংগ্রহ করে মূলত কোথা থেকে ?
উত্তর – মাটি থেকে।
প্রশ্ন: রক্ততঞ্চন কী ?
উত্তর: – যে প্রক্রিয়ায় রক্তজমাট বেঁধে কঠিন জেলির মতাে পদার্থে পরিণত হয় তাকে রক্ত তঞ্চন বলে।
প্রশ্নঃ শাসবৃক্ষ আছে এমন একটি মাছের নাম বলাে?
উত্তর — মাগুর মাছ।
প্রশ্ন: কোশের মুখ্য শ্বসন বস্তু কী ?
উত্তর – মুকোজ।
প্রশ্ন: দোআঁশ মাটিতে উৎপন্ন ফসলের নাম কী ?
উত্তর + আলু।
প্রশ্নঃ শ্বসন কখন ও কোথায় হয় ?
উত্তর — শ্বসন দিবারাত্রি প্রতিটি সজীব কোশে হয়।
জেনে নিন বিজ্ঞান সম্পর্কিত 500 প্রশ্ন উত্তর – Free Science MCQ in Bengali
প্রশ্ন: ‘সিস্টেমান্যাচুরি’র প্রণেতা কে?
উত্তর – ক্যারােলাস লিনিয়াস।
প্রশ্ন: বিশ্বের একমাত্র কোন কৃষিবিজ্ঞানী শান্তির জন্য নােবেল পুরস্কার পান ?
উত্তর – নরম্যান আর্নেস্ট বােরােগ।
প্রশ্ন: নিউক্লিয়াসে DNA সংশ্লেষিত হয় কোন সময় ?
উত্তর: – ইন্টারফেজ দশার উপদশায়।
প্রশ্ন: একটি ট্রিপ্লয়েড কোশের উদাহরণ দাও।
উত্তর — শস্য নিউক্লিয়াস।
প্রশ্ন: ম্যালেরিয়ার ঔষধ তৈরি হয় কোন উপক্ষার থেকে ?
উত্তর: – কুইনাইন।
প্রশ্ন: কক্সাল গ্ল্যান্ড কী ?
উত্তর: – কাঁকড়া বিছার রেচন অঙ্গ হল কক্সাল গ্ল্যান্ড।
প্রশ্ন: পায়রার একটি প্রধান উড্ডয়ন পেশি কী ?
উত্তর: – পেকটোরালিশ মেজর।
প্রশ্ন: বাদুড়ের ডানাকে কী বলে ?
উত্তর – প্যাটাজিয়াম।
প্রশ্ন: গমনে সক্ষম দুটি উদ্ভিদের নাম করাে ?
উত্তর – ভলভক্স ও ডায়াটম।
প্রশ্ন: মাকড়সার স্বাসযন্ত্র কোনটি ?
উত্তর – বুকলাঙস্।
প্রশ্ন: পার্কিনসন রােগে মানবদেহের কোন অংশ আক্রান্ত হয় ?
উত্তর — স্নায়ুতন্ত্র।
প্রশ্ন: পিভােজেনেসিস কী ?
উত্তর – লার্ভার জনন পদ্ধতি।
প্রশ্ন: আধুনিক বিজ্ঞানের জনক কে ?
উত্তর – ফ্রান্সিস বেকন।
প্রশ্ন: রক্ততঞ্চনরােধক পদার্থটির নাম কী ?
উত্তর — হেপারিন।
প্রশ্ন: ম্যালপিজিয়ান নালিকা কার রেচন অঙ্গ?
উত্তর: – আরশােলার।
প্রশ্ন: মানুষের দেহে ক্রোমােজোম-এর সংখ্যা কত ?
উত্তর: ৪৬টি বা ২৩ জোড়া।
প্রশ্ন: কোন জীবাণুর নিউক্লীয় ঝিল্লি নেই?
উত্তর: — ব্যাকটেরিয়া।
প্রশ্ন: পিপড়ার হুলে কোন অ্যাসিড থাকে ?
উত্তর – ফরমিক অ্যাসিড।
জেনে নিন বিজ্ঞান সম্পর্কিত 500 প্রশ্ন উত্তর – Free Science MCQ in Bengali
প্রশ্ন: কোন ক্ষেত্রে কোরকোগম পদ্ধতিতে অযৌন জনন হয় ?
উত্তর – ইস্ট।
প্রশ্ন: ম্যালেরিয়া পরজীবীর কোন দশাটি মানবদেহের পক্ষে সংক্রামক
উত্তর – স্পােবােজয়েট।
প্রশ্ন: পতঙ্গের খােলক নির্মোচনে কোন হরমােন সাহায্য করে ?
উত্তর — থাইরক্সিন।
প্রশ্ন: রক্তচাপ কমায় কোন উপক্ষার ?
উত্তর – রেসারপিন।
প্রশ্ন: পশ্চিমবঙ্গের কোথায় হিউমাস মৃত্তিকা দেখা যায় ?
উত্তর: – দার্জিলিং-এ।
প্রশ্ন: মৃত্তিকার উপাদানগুলির নাম লেখাে।
উত্তর – মৃত্তিকা কণা, জল, বায়ু, খনিজ পদার্থ ও হিউমাস।
প্রশ্ন: মৃত ও গলিত জৈব বস্তুর ওপর জন্মানাে উদ্ভিদকে কী বলে ?
উত্তর:- মৃতজীবী উদ্ভিদ।
প্রশ্ন : অর্জিত গুণের বংশগতি মতবাদের প্রবক্তা কে ?
উত্তর – ল্যামার্ক।
প্রশ্ন: মানুষের বৃক্ক দেখতে কেমন ?
উত্তর → শিমের বীজের মতাে।
প্রশ্ন: বৃক্কের কাজ কী ?
উত্তর: – দেহে ও রক্তে জলের ভারসাম্য বজায় রাখা।
প্রশ্ন: রক্ত কী নিয়ে গঠিত ?
উত্তর — রক্ত কণিকা, অনুচক্রিকা ও প্লাজমা।
প্রশ্ন: অ্যাগ্রানুলােসাইট কয় ধরনের ও কী কী ?
উত্তর → তিন ধরনের-(১) বেসােফিল, (২) নিউট্রোফিল, (৩) ইয়ােসিনােফিল।
প্রশ্ন: সবাত শ্বসনে এক গ্রাম অণু গ্লুকোজ জারণে কত পরিমাণ ATP উৎপন্ন হয় ? উত্তর – ৩৮ অণু ATP উৎপন্ন হয়।
প্রশ্ন: এককোশী প্রাণী অ্যামিবার গমন অঙ্গের নাম কী ?
উত্তর – ক্ষণপদ বা সিউডােপােডিয়াম।
প্রশ্ন: ব্রঙ্কাইটিস রােগ মূলত কোন অঙ্গে আক্রান্ত হয় ?
উত্তর – ফুসফুস।
প্রশ্ন: অলিভ তেল কোন্ তরলে ডুবে যায় ?
উত্তর – অ্যালকোহলে।
প্রশ্ন: কোশের শক্তিঘর কাকে বলে ?
উত্তর: – মাইটোকনড়িয়াকে।
প্রশ্ন: প্রথম শ্রেণির প্রােটিন কী কী ?
উত্তর — মাছ, মাংস, ডিম, দুধ প্রভৃতি।
প্রশ্ন: তাপ পরিমাপের য্রের নাম কী?
উত্তর — থার্মোমিটার।
জেনে নিন বিজ্ঞান সম্পর্কিত 500 প্রশ্ন উত্তর – Download Free Science MCQ in Bengali PDF, জেনে নিন বিজ্ঞান সম্পর্কিত 500 প্রশ্ন উত্তর – PDF in Science MCQ in Bengali, Latest PDF in Science MCQ in Bengali, Free PDF in Science MCQ in Bengali, Science MCQ in Bengali
এটিও পড়ুন – রসায়ন বিজ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তর
Pingback: ক্রিকেট ফুটবল ও অন্যান্য খেলাধুলা সম্পর্কিত প্রশ্ন উত্তর - KmdInfo
Pingback: জ্যামিতি সম্পর্কিত 300 প্রশ্ন উত্তর - KmdInfo
Pingback: ব্যাক্টিরিয়া সম্পর্কিত প্রশ্ন উত্তর - KmdInfo