কলকাতা জেলা সম্পর্কে তথ্যাবলি

কলকাতা জেলা সম্পর্কে তথ্যাবলি

সীমানাঃ কলকাতা জেলার উত্তরে উত্তর ২৪পরগনা, পূর্বে ও দক্ষিণে দক্ষিণ ২৪পরগনা ও পশ্চিমে হুগলি নদী।

আয়তনঃ কলকাতার মােট আয়তন ১৮৫.৩৯ বর্গকিমি।

লােকসংখ্যাঃ এই জেলার মােট লােকসংখ্যা ৪৬,৭১,৪৭৬ জন। প্রতি বর্গকিমিতে লােকসংখ্যা ঃ ২৪,৭৬০ জন।

পুরুষঃ এই জেলায় পুরুষের সংখ্যা ২৫,৫৫,৭৭৭ জন।

মহিলাঃ এই জেলায় মহিলাদের সংখ্যা ২১, ১৫, ৬৯৮ জন।

সাক্ষরতার হারঃ

পুরুষঃ ৮৪.০৭%।

মহিলাঃ ৭৭.৯৮%।

জনসংখ্যার আনুপাতিক হারঃ ৪৫৮০৫৪৪ জন।

Q. কলকাতার প্রথম নাগরিক কে ?

উত্তরঃ মেয়র।

Q. ভারতের শ্রেষ্ঠ নগর কোনটি ?

উত্তর – কলকাতা।

Q. কলকাতায় পাতাল রেল কবে চালু হয় ?

উত্তরঃ — ১৯৮৪ খ্রিস্টাব্দে ২৪ অক্টোবর।

Q. কলকাতা ফোর্ট উইলিয়াম দুর্গের প্রতিষ্ঠাতা কে?

উত্তর – উইলিয়াম গেরিং।

Q. সিরাজউদ্দৌলা কলকাতার কী নাম দিয়েছিলেন?
উত্তর – আলিনগর।

Q. হাওড়া ব্রিজ কবে চালু হয় ?

উত্তরঃ → ১৯৪১ খ্রিস্টাব্দে।

Q. কে, কবে কলকাতা নগরীর পত্তন করেন?

উত্তরঃ – ১৯৬০ খ্রিস্টাব্দে ২৪ আগস্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির পূর্বাঞ্চলের প্রধান জব চার্নক।
Q. কলকাতা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন লিমিটেড কবে হয়েছিল ?

উত্তর → ১৮৯৭ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে।
Q. কলকাতায় প্রথম বিদ্যুতের আলাে জ্বলে

উত্তর – ১৮৯০ খ্রিস্টাব্দে ৩০ মে।

Q. কলকাতার প্রথম সংবাদপত্র কোনটি ?

উত্তর – বেঙ্গল গেজেট।

Q. কলকাতা রাজভবন কবে তৈরি হয় ? উত্তর → ১৭৯৯ খ্রিস্টাব্দে।

Q. ১৬৯৮ খ্রিস্টাব্দের জুলাই মাসে ১,৩০০ টাকার বিনিময়ে ইংরেজরা কলকাতা, সুতানুটি ও গােবিন্দপুরের জমিদারি স্বত্ব কার কাছ থেকে কিনে নেয়?

উত্তর → বড়িশার সাবর্ণ রায়চৌধুরির কাছ থেকে।

Q. কলকাতার যাদুঘরে কী দেখা যায় ? উত্তর অতীত যুগের নানা নিদর্শন।

Q. প্রথম বাংলা নাটক অভিনয় হয় কখন ?

উত্তর – ১৭৯৫ খ্রিস্টাব্দের ২৭ নভেম্বর ইংরাজি নাটকের বাংলা অনুবাদ।

Q. মহাকরণ কত খ্রিস্টাব্দে নির্মিত হয় ?

উত্তর – ১৭৮০ খ্রিস্টাব্দে।

Q. জেনারেল পােস্ট অফিস কত খ্রিস্টাব্দে নির্মিত হয় ?

উত্তর – ১৮৭০ খ্রিস্টাব্দে ডালহৌসি স্কোয়ারে নির্মিত হয়।

Q. কলকাতায় বিশেষ গুরুত্বপূর্ণ কার্যালয়গুলি কী কী?

উত্তর: রাজভবন, রাইটার্স বিল্ডিং, লালবাজার, আলিপুর ভবানী ভবন, নিউ সেক্রেটারিয়েট

জি.পি.ও., রিজার্ভ ব্যাঙ্ক, ট্রেজারি বিল্ডিং।

Q. টালা ট্যাঙ্ক উচ্চতায়, গভীরতায় এবং লম্বায় কত ?

উত্তর – উচ্চতায় ১১০ ফুট, গভীরতায় ১৬ ফুট এবং লম্বায় ৩১১ ফুট।

Q. টালা ট্যাঙ্কে কত জল ধরে ? উত্তর ১০০ লক্ষ টন জল ধরে।

Q. কলকাতায় ট্রাম কমে চালু হয়?

উত্তর ১৮৭৩ খ্রিস্টাব্দে। তখন ঘােড়া দিয়ে ট্রাম টানা হত।

Q. কলকাতায় টাকশাল কবে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর ১৭৫৭ খ্রিস্টাব্দে।

Q. প্রথম কে কলকাতায় দুর্গাপূজা করেন ?

উত্তর- শােভাবাজারের রাজা নবকৃষ্ণ দেব।

Q. গড়ের মাঠ কবে তৈরি হয় ?

উত্তর ১৭৫৭ খ্রিস্টাব্দে।

Q. কলকাতা কর্পোরেশন কে, কবে প্রতিষ্ঠা করেন ?

উত্তর – ১৯১৪ সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

Q. কলকাতা মেডিকেল কলেজ কার বদান্যতায় কবে তৈরি হয়?

উত্তর ১৮৩৫ খ্রিস্টাব্দে, জমি দান করেন মতিলাল শীল।

Q. কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর → ১৮৫৭ খ্রিস্টাব্দের ২৪ জানুয়ারি।

প্রশ্ন 29 কলকাতার দ্বিতীয় সেতুটির নাম কী ?

উত্তর → বিদ্যাসাগর সেতু।

Q. কলকাতার আলিপুরে কী আছে?

উত্তর : চিড়িয়াখানা আছে।

Q. কলকাতার রাস্তায় সর্বপ্রথম কীসের আলাে জ্বালানাে হয় ?

উত্তর → গ্যাস ও গলিতে তেলের আলাে জ্বালানাে হয়।

Q. কলকাতার সর্বোচ্চ ভবন কোনটি ? উত্তর চ্যাটার্জি ইন্টারন্যাশনাল সেন্টার, ২২ তলা।

Q. কলকাতায় মােটর গাড়ি কবে চালু হয় ?

উত্তর > ১৯২৫ খ্রিস্টাব্দে।

Q. এই জেলার মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রথম বাঙালি মেয়র কে ?

উত্তর – দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ।

Q. কলকাতায় কয়টি বিশ্ববিদ্যালয় ও কী কী?

উত্তর – তিনটি-কলকাতা বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয়

Q. চিত্তরঞ্জন দাশ কবে প্রথম মেয়র পদে শপথ গ্রহণ করেন ?

উত্তর ১৯১৪ খ্রিস্টাব্দের ১৬ এপ্রিল।

Q. কলকাতার পুলিশের প্রধান কার্যালয় কোনটি ?

উত্তর – লালবাজার পুলিশ কার্যালয়।

Q. কলকাতার সর্বাপেক্ষা বৃহত্তম জলাধার কোনটি ?

উত্তর – টালা ট্যাঙ্ক।

Q. কবে দমকল প্রতিষ্ঠিত হয়?

উত্তর ১৮৯৩ খ্রিস্টাব্দে।

Q. কলকাতা কোন নদীর তীরে অবস্থিত ?

উত্তর – হুগলি নদীর তীরে।

Q. কলকাতায় প্রাথমিক স্কুল, মাধ্যমিক স্কুল ও উচ্চমাধ্যমিক স্কুলের সংখ্যা কত ?

উত্তর – প্রাথমিক স্কুলের সংখ্যা ১৪৪৬টি, মাধ্যমিক স্কুলের সংখ্যা ৬৩৭ টি, উচ্চমাধ্যমিক স্কুলের সংখ্যা ৩২৯টি।

Q. কলকাতায় গড়ের মাঠ নির্মাণ করা হয়েছিল কত সালে ? উত্তর → ১৭৫৭ খ্রিস্টাব্দে গড়ের মাঠ নির্মাণ করা হয়েছিল।

Q. কলকাতায় কত সালে টেলিফোন পরিষেবা চালু করা হয় ? উত্তর – ১৮৮২ খ্রিস্টাব্দে।

Q. কলকাতায় জি.পি.ও, কবে স্থাপিত হয় ?

উত্তর – ১৮৬৮ খ্রিস্টাব্দের নভেম্বর মাসে।

Q. কলকাতায় কবে প্রথম পােস্ট অফিস স্থাপিত হয়েছিল ?

উত্তর ১৮৫৮ খ্রিস্টাব্দে।

Q. কলকাতা হাইকোর্ট কবে প্রতিষ্ঠিত হয় ? এর প্রথম প্রধান বিচারপতির নাম লেখাে।

উত্তর – ১৮৬২ খ্রিস্টাব্দে, প্রথম প্রধান বিচারপতি ছিলেন কর্নেল হিক।

Q.গঙ্গা নদীর মােহানা থেকে কলকাতার দূরত্ব কত কি.মি. ?

উত্তর ১২৮ কিমি

Q. কলকাতার প্রথম বৈদ্যুতিক ট্রেন কত সালে এবং কোন স্থান থেকে কোন স্থান পর্যন্ত চালু করা হয়েছিল।

উত্তর- ১৯৫৮ খ্রিস্টাব্দে, হাওড়া থেকে ব্যান্ডেল পর্যন্ত।

Q. কলকাতায় কত সালে বিধানসভা স্থাপিত হয়েছিল?

উত্তর -> ১৯৩১ খ্রিস্টাব্দে।

প্রশ্ন 50। ভারতের বৃহত্তম স্টেডিয়াম কোনটি ?

উত্তর-যুবভারতী ক্রীড়াঙ্গন (সল্টলেক স্টেডিয়াম)।
Q. কলকাতা কীসের জন্য বিখ্যাত ?

উত্তর → কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী, বিশ্বের অন্যতম বৃহত্তম শহর ও পূর্বভারতের শ্রেষ্ঠ বাণিজ্যকেন্দ্র।

Q. কলকাতা কতদিন ভারতের রাজধানী ছিল ?

উত্তর → ১৭৭৪ খ্রিস্টাব্দ থেকে ১৯১২ খ্রিস্টাব্দের ৩১ মার্চ পর্যন্ত।

Leave a Reply