প্রশ্নঃ-কার্য বলতে কী বোঝায় ?
উত্তরঃ- কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি বলের অভিমুখে বস্তুর সরণ হয়, তবে বল কার্য সম্পাদন করেছে বলা হয়।
প্রশ্নঃ-কার্যের পরিমাপ কীভাবে করা হয় ?
উত্তরঃ-বস্তুর ওপর প্রযুক্ত বল এবং বস্তুর সরণের গুণফল দিয়ে কার্যের পরিমাপ করা হয়।
প্রশ্নঃ- কার্য কীরূপ প্রাকৃতিক রাশি ?
উত্তরঃ-229 কার্য স্কেলার রাশি।
প্রশ্নঃ-শক্তি বেশি থাকলেই কি বেশি কার্য করা সম্ভব ?
উত্তরঃ-যেহেতু শক্তি কৃতকার্যের পরিমাপ তাই শক্তি বেশি থাকলেই বেশি কার্য করা সম্ভব।
প্রশ্নঃ-অশ্বক্ষমতা’ শব্দটি প্রথম কে ব্যবহার করেন ?
উত্তরঃ-স্কটিশ ইঞ্জিনিয়ার বিজ্ঞানী জেমস ওয়াট সর্বপ্রথম এই শব্দটি ব্যবহার করেন।
প্রশ্নঃ-জুল ও আর্গের মধ্যে সম্পর্ক কী?
উত্তরঃ-1 = 107 আগ
প্রশ্নঃ- FPS পদ্ধতিতে কার্যের পরম এককটি লেখো ?
উত্তরঃ-ফুট-পাউন্ডাল।
প্রশ্নঃ- ফুট-পাউন্ডাল এবং আর্গের মধ্যে সম্পর্ক কী?
উত্তরঃ- 1 ফুট পাউন্ডাল = 4.214 × 10 আর্গ।
প্রশ্নঃ-কার্যের অভিকর্ষীয় একক কী?
উত্তরঃ-একক ভরের বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে একক উচ্চতায় উত্তোলিত করতে সম্পাদিত কার্যকে, কার্যের অভিকর্ষীয় একক ধরা হয়।
প্রশ্নঃ-CGS পদ্ধতিতে কার্যের অভিকর্ষীয় একক কী ?
উত্তরঃ-গ্রাম-সেন্টিমিটার (g.cm)।
প্রশ্নঃ- SI-তে কার্যের অভিকর্ষীয় এককটি লেখো।
উত্তরঃ- কিলোগ্রাম-মিটার (kgm)।
প্রশ্নঃ- FPS পদ্ধতিতে কার্যের অভিকর্ষীয় এককটি লেখো।
উত্তরঃ-ফুট-পাউন্ড (ft. Pound)।
প্রশ্নঃ- কার্যের অভিকর্ষীয় এককের সঙ্গে চরম এককের সম্পর্ক লেখো।
উত্তরঃ- কার্যের চরম একক = অভিকর্ষজ ত্বরণের মান কার্যের অভিকর্ষীয় একক।
প্রশ্নঃ-CGS পদ্ধতিতে কার্যের চরম একক ও অভিকর্ষীয় এককের সম্পর্ক লেখো।
উত্তরঃ-1g-cm = 980 erg।
প্রশ্নঃ- SI-তে কার্যের চরম একক ও অভিকর্ষীয় এককের সম্পর্ক লেখো।
উত্তরঃ-1 kg-m = 9.8 joule (J) |
প্রশ্নঃ-FPS পদ্ধতিতে কার্যের চরম একক ও অভিকর্ষীয় এককের সম্পর্ক লেখো।
উত্তরঃ- 1 ফুট পাউন্ড = 32.2 ফুট পাউণ্ডাল।
প্রশ্নঃ- একটি অসংরক্ষী বলের নাম করো।
উত্তরঃ- ঘর্ষণ বল।
প্রশ্নঃ-ধনাত্মক কার্য বলতে কী বোঝায় ?
উত্তরঃ- বলের ক্রিয়ার অভিমুখেই বস্তুর সরণ ঘটলে, সম্পাদিত কার্যকে ধনাত্মক কার্য তথা বল দ্বারা কৃতকার্য বলা হয়।
প্রশ্নঃ-ঋণাত্মক কার্য বলতে কী বোঝায় ?
উত্তরঃ- বস্তুর ওপর ক্রিয়ারত কোনো বলের অভিমুখের বিপরীতদিকে বস্তুর সরণ ঘটলে, সম্পাদিত কার্যকে ঋণাত্মক কার্য তথা বলের বিরুদ্ধে কৃতকার্য বলা হয়।
প্রশ্নঃ- শক্তি বলতে কী বোঝায় ?
উত্তরঃ-কোনো বস্তু বা প্রাণী কর্তৃক একটি সময়ে সর্বাধিক সম্পাদিত কার্যই তার শক্তি বোঝায়, অর্থাৎ বস্তুর বা প্রাণীর কার্য সম্পাদন করার সামর্থ্যকে তার শক্তি বলে।
প্রশ্নঃ-শক্তির প্রচলিত পরিমাপের পদ্ধতিতে এককগুলি লেখো।
উত্তরঃ- CGS পদ্ধতিতে শক্তির একক আর্গ, SI বা MKS পদ্ধতিতে শক্তির একক জুল, এবং FPS পদ্ধতিতে শক্তির একক ফুট-পাউন্ডাল।
প্রশ্নঃ- কার্য ও শক্তির এককগুলি অভিন্ন কেন?
উত্তরঃ- কোনো বস্তুর শক্তি তার দ্বারা সম্পাদিত একটি নির্দিষ্ট পরিমাণ কার্যকে বোঝায় বলে শক্তি ও কার্যের এককগুলি অভিন্ন।
প্রশ্নঃ-শক্তি স্কেলার না ভেক্টর রাশি ?
উত্তরঃ-শক্তি স্কেলার রাশি।
প্রশ্নঃ-শক্তি কত প্রকার ও কী কী?
উত্তরঃ-শক্তি সঞ্চয়ের উপায় অনুসারে মোটামুটিভাবে আট প্রকারের শক্তি হয়; যথা— যান্ত্রিক শক্তি, তাপশক্তি, শব্দশক্তি, আলোকশক্তি, চুম্বকশক্তি, বিদ্যুৎশক্তি, রাসায়নিক শক্তি এবং পারমাণবিক তথা নিউক্লিয় শক্তি।
প্রশ্নঃ-যান্ত্রিক শক্তি কাকে বলে ?
উত্তরঃ- কোনো বস্তুকণা বা বস্তুর কোনো প্রকার গতি বা কোনো বলের অধীনে অবস্থিতি বা আকৃতিগত অবস্থা ইত্যাদির জন্য সে যে শক্তির অধিকারী হয়, তাকেই তার যান্ত্রিক শক্তি বলা হয়।
প্রশ্নঃ-যান্ত্রিক শক্তি কত প্রকার ও কী কী ?
উত্তরঃ-যান্ত্রিক শক্তি দু-প্রকারের গতিশক্তি ও স্থিতিশক্তি
প্রশ্নঃ-ক্ষমতা কাকে বলে?
উত্তরঃ- সময় সাপেক্ষে কোনো ব্যক্তি বা বস্তুর কার্য সম্পাদনের হারকে তার ক্ষমতা বলা হয়।
প্রশ্নঃ-ক্ষমতা কি স্কেলার রাশি?
উত্তরঃ-কার্য ও সময় দুটি রাশিই স্কেলার রাশি হওয়ায় ক্ষমতাও স্কেলার রাশি।
প্রশ্নঃ- বাইরে থেকে বলপ্রয়োগ ছাড়া কোনো বস্তুর গতিশক্তি বৃদ্ধি করা যায় কি ?
উত্তরঃ-হ্যাঁ যখন অভ্যন্তরীণ শক্তির একটি অংশ গতিশক্তিতে রূপান্তরিত হয়।
প্রশ্নঃ- Roller Coaster-এর গতিশক্তি কোন অবস্থানে সর্বোচ্চ হয় ?
উত্তরঃ-Roller coaster যখন তলা দিয়ে যায় তখন সর্বোচ্চ হয়।
প্রশ্নঃ-সূর্যের চারপাশে পৃথিবীর আবর্তনের ফলে কোন ধরনের কার্য হয় ?
উত্তরঃ-কোনোপ্রকার কার্য সম্পাদিত হয় না কারণ পৃথিবীর সরণ এবং অভিকেন্দ্র বল পরস্পর লম্ব হয়।
প্রশ্নঃ-SI-তে ক্ষমতার পরম একক লেখো ?
উত্তরঃ-জুল/সেকেন্ড যাকে এককথায় ওয়াট (watt) বলা হয়।
প্রশ্নঃ-আর্গের সংজ্ঞা কী?
উত্তরঃ-এক ডাইন বলের প্রয়োগে যদি বলের প্রয়োগ বিদ সরণ বলের অভিমুখে এক সেমি হয়, তবে সম্পাদিত কার্যকে এক আর্গ বলা হয়। অর্থাৎ, 1 আর্গ = 1 ডাইন x 1 সেমি
প্রশ্নঃ-জুলের সংজ্ঞা কী?
উত্তরঃ-এক নিউটন বলের প্রয়োগে যদি বলের প্রয়োগ বিন্দুর সরণ বলের অভিমুখে এক মিটার হয়, তবে সম্পাদিত কার্যকে এক জুল বলা হয়। অর্থাৎ, 1 জুল = 1 নিউটন × 1 মিটার
প্রশ্নঃ- FPS পদ্ধতিতে কার্যের সংজ্ঞা দাও।
উত্তরঃ-এক পাউন্ডাল বলের প্রয়োগে যদি বলের প্রয়োগবিন্দুর সরণ বলের অভিমুখে এক ফুট হয়, তবে কৃতকার্যের পরিমাণকে FPS পদ্ধতিতে কার্যের একক বলা হয় এবং এই এককের নাম এক ফুট-পাউন্ডাল।
প্রশ্নঃ-FPS পদ্ধতিতে ক্ষমতার পরম একক লেখো।
উত্তরঃ- ফুট-পাউন্ডাল/সেকেন্ড (ft Poundals-1)
প্রশ্নঃ-CGS, MKS ও FPS পদ্ধতিতে ক্ষমতার অভিকর্ষীয় এককগুলি উল্লেখ করো।
উত্তরঃ-CGS, MKS ও FPS পদ্ধতিতে ক্ষমতার অভিকর্ষীয় এককগুলি হল যথাক্রমে গ্রাম-সেমি/ সেকেন্ড (gm.cm/s) কিলোগ্রাম-মিটার/সেকেন্ড (kg.m/s) এবং ফুট-পাউন্ড/সেকেন্ড (ft Pound/s)।
প্রশ্নঃ-কার্যের ব্যাবহারিক একক কী?
উত্তরঃ- SI-তে পরম একক জুলকে কার্যের ব্যাবহারিক একক বলা হয়।
প্রশ্নঃ-ক্ষমতার ব্যাবহারিক একক কী?
ক্ষমতার SI-তে পরম একক ওয়াট-কে তার ব্যাবহারিক একক ধরা হয়।
প্রশ্নঃ-ব্রিটিশ পদ্ধতিতে ক্ষমতার ব্যাবহারিক একক কী?
ব্রিটিশ পদ্ধতিতে ক্ষমতার অভিকর্ষীয় একক অশ্বক্ষমতা (Horse Power / (HP))-কে ব্যাবহারিক একক বলা হয়।
প্রশ্নঃ- অশ্বক্ষমতা কাকে বলে?
প্রতি সেকেন্ড সময়ে অভিকর্ষের বিরুদ্ধে 550 ফুট। পাউন্ড কার্য সম্পাদনের ক্ষমতাকে এক অশ্বক্ষমতা বলা হয়।