কিছু প্রাণীর শ্বাসঅঙ্গের নাম ও তার তালিকা PDF সহ

কিছু প্রাণীর শ্বাসঅঙ্গের নাম ও তার তালিকা PDF সহ।(The names of the respiratory organs of some animals and their list with PDF)1

শ্বাসঅঙ্গ:

সকল মেরুদণ্ডী প্রাণীদেহে শ্বাসকার্যের জন্য শ্বাসনালি বা ট্রাকিয়া নামক একটি নালি রয়েছে। যা অক্সিজেন কে ফুসফুসে নেয় যায় আবার কার্বন ডাই অক্সাইডকে ফুসফুস থেকে বের করে দেয়। প্রতি মিনিটে শ্বাসযন্ত্র চক্র সংখ্যা শ্বাস বা শ্বাসক্রিয়ার হার হচ্ছে জীবনের চারটি প্রাথমিক গুরুত্বপূর্ণ লক্ষণগুলির মধ্যে একটি।

জীববিজ্ঞানে অঙ্গ (ইংরেজি: Organ, ল্যাটিন: organumযন্ত্র) হলো একগুচ্ছ কলা যা নির্দিষ্ট একটি বা অনেকগুলি কাজ সম্পন্ন করে। সাধারণত কলা সমূহ প্রধান ও স্পোরাডিক কলায় বিভক্ত। প্রধান কলা হলো ওই সকল কলা যারা কোন অঙ্গের জন্য নির্দিষ্ট। যেমন, হৃৎপিণ্ডের প্রধান কলা হলো হৃৎপেশী। অন্যদিকে স্পোরাডিক কলাসমূহ হলো স্নায়ু, রক্ত, যোজক কলা ইত্যাদি।[১]

কিছু প্রাণীর শ্বাসঅঙ্গের নাম ও তার তালিকা PDF সহ

প্রাণীর নাম শ্বাসঅঙ্গের নাম
চিংড়ি, লিমিউলাস (রাজ কাঁকড়া) বুকগিল, এপিপোডাইট
পতঙ্গ (আরশোলা) দশজোড়া শ্বাসছিদ্র ও ট্রাকিয়া
স্তন্যপায়ী ফুসফুস
মাকড়শা, কাঁকড়াবিছে বুকলাং
সরীসৃপ ফুসফুস
ব্যাঙাচী বহিঃ ফুলকা
পক্ষী ফুসফুস
জিওল মাছ ফুলকা ও অতিরিক্ত শ্বাসযন্ত্র
মাছ ফুলকা
অ্যামিবা, প্যারামিসিয়াম সংকোচী গহ্বর শ্বাসঅঙ্গের কাজ করে
কেঁচো. জোঁক দেহত্বক বা চামড়া শ্বাসঅঙ্গ রূপে কাজ করে
স্পঞ্জ. হাইড্রা দেহতল শ্বাসঅঙ্গ রূপে কাজ করে
সমুদ্র শশা রেসপিরেটরি ট্রি
শামুক, ঝিনুক ফুল্কা/ম্যান্টল পর্দা
ব্যাঙ ফুসফুস, চর্ম ও মুখবিবর গলবিলীয়মিউকাস পর্দা

 

এটিও জেনে নিনঃ মহকুমা শাসকের ক্ষমতা ও কার্যাবলি

File Name:কিছু প্রাণীর শ্বাসঅঙ্গের নাম ও তার তালিকা PDF সহ

File Format:PDF

PDF File Name:কিছু প্রাণীর শ্বাসঅঙ্গের নাম ও তার তালিকা PDF সহ

PDF File Size:345 KBPS

No of Page:01

Download Link:কিছু প্রাণীর শ্বাসঅঙ্গের নাম ।

Leave a Reply