প্রশ্নঃ- অ্যামাইটোসিস কোষ বিভাজন কোথায় দেখা যায়?
Ans.: ঈস্ট, ব্যাকটিরিয়া, অ্যামিবা ইত্যাদিতে।
প্রশ্নঃ- মাইটোসিস কোথায় হয়?
Ans.: জীবের দেহ-মাতৃকোষে।
প্রশ্নঃ- মেটাফেজ দশায় ক্রোমোজোমের অবস্থান উল্লেখ কর।
Ans.: বেমের বিষুব অঞ্চলে।
প্রশ্নঃ- একটি কোষ একবার ‘মাইটোসিসের’ পর কয়টি অপত্য কোষে পরিণত হয়?
Ans.: দুটি অপত্য কোষে।
প্রশ্নঃ- প্রাণিকোষের স্নায়ুকোষ বিভাজিত হয় না কেন?
Ans. নিষ্ক্রিয় থাকার দরুন।
প্রশ্নঃ- DNA সংশ্লেষিত হয় কখন?
Ans: ইন্টারফেজ দশায়। কোন্
প্রশ্নঃ- কোষ বিভাজনের দশায় নিউক্লিওলাস বিলুপ্ত হয় এবং কোন্ দশায় তা ফিরে আসে?
Ans. মেটাফেজ দশার শুরুতে নিউক্লিওলাস বিলুপ্ত হয় এবং টেলোফেজ দশায় তা ফিরআসে।
প্রশ্নঃ- ক্যারিওকাইনেসিস কি?
Ans.: নিউক্লীয় বিভাজন।
প্রশ্নঃ- সাইটোকাইনেসিস কি?
Ans. সাইটোপ্লাজমের বিভাজন।
প্রশ্নঃ- উদ্ভিদকোষের সাইটোকাইনেসিস কার মাধ্যমে ঘটে?
Ans: সেল প্লেট গঠনের মাধ্যমে।
প্রশ্নঃ- প্রাণিকোষের সাইটোকাইনেসিস কার মাধ্যমে ঘটে?
Ans.: ক্লীভেজ প্রক্রিয়ার মাধ্যমে।
প্রশ্নঃ- কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলি স্পষ্ট দেখা যায়?
Ans.: মেটাফেজ দশায়।
প্রশ্নঃ- মানুষের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা কত?
Ans.:46।
প্রশ্নঃ- মাইটোসিস কোষ বিভাজনের কোন্ দশায় নিউক্লিয়াসের পুনরাবির্ভাব ঘটে থাকে?
Ans: টেলোফেজ দশায়।
প্রশ্নঃ- কোন্ জাতীয় কোষ বিভাজনে কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে?
Ans: মাইটোসিস কোষ বিভাজনে।
প্রশ্নঃ- কোন জাতীয় কোষের বিভাজনের সময় ‘সেল প্লেট’ বা ‘কোষপাত’ গঠিত হয়?
Ans.: উদ্ভিদকোষ।
প্রশ্নঃ- একটি প্রাণিকোষে সেন্ট্রোজোম না থাকলে বিভাজনের ক্ষেত্রে কী ঘটবে?
Ans.: বেমতত্ত্ব গঠিত হবে না, ফলে প্রাণিকোষটি বিভাজিত হবে না।
প্রশ্নঃ- একটি উদ্ভিদের দেহকোষের (মাতৃকোষ) ক্রোমোজোম সংখ্যা 14 হলে মাইটোসিস কোষ বিভাজনের পর
অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে?
Ans.: ক্রোমোজোম সংখ্যা 14 হবে।
প্রশ্নঃ- কোন জাতীয় কোষ বিভাজনে দেহকোষের সংখ্যাবৃদ্ধি ঘটে?
Ans.: মাইটোসিস কোষ বিভাজনে।
প্রশ্নঃ- মিয়োসিস কোথায় হয়?
Ans: জীবের জননকোষে।
প্রশ্নঃ- একটি কোষ একবার ‘মিয়োসিসের’ পর কয়টি অপত্য কোষে পরিণত হয়?
Ans:চারটি অপত্য কোষে।
প্রশ্নঃ- হ্রাসকরণ বিভাজন কোথায় হয়?
Ans: জনন-মাতৃকোষে।
প্রশ্নঃ- হ্যাপ্লয়েড কোষের উদাহরণ দাও।
Ans: জনন কোষ অর্থাৎ শুক্রাণু ও ডিম্বাণু।
প্রশ্নঃ- ডিপ্লয়েড কোষের উদাহরণ দাও।
Ans: দেহকোষ, জাইগোট
প্রশ্নঃ- ট্রিপ্রয়েড কোষের উদাহরণ দাও।
Ans.: সস্য নিউক্লিয়াস।
প্রশ্নঃ- কোন কোষ বিভাজনে ক্রসিং-ওভার হয়?
Ans.: মিয়োসিস কোষ বিভাজনে।
প্রশ্নঃ- কোন কোষ বিভাজনে সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স গঠিত হয়?
Ans.: মিয়োসিস কোষ বিভাজনে।
প্রশ্নঃ- DNA কোথায় থাকে?
Ans. ক্রোমোজোমে।
প্রশ্নঃ- কোষের মস্তিষ্ক কি?
Ans.: নিউক্লিয়াস।
প্রশ্নঃ- কোন্ জীবাণুর মিউক্লীয় ঝিল্লি নেই?
Ans.: ব্যাক্টিরিয়ার।
প্রশ্নঃ- জিন কোথায় থাকে?
Ans.: ক্রোমোজোমে।
প্রশ্নঃ- সেন্ট্রোমিয়ার কোথায় থাকে?
Ans.: ক্রোমোজোমে।
প্রশ্নঃ- DNA-র বেসগুলি কি কি?
Ans: অ্যাডিনিন (A), গুয়ানিন (G), থাইমিন (T) এবং সাইটোসিন (C)
প্রশ্নঃ- RNA-র বেসগুলি কি কি?
Ans.: অ্যাডিনিন (A), গুয়ানিন (G), সাইটোসিন (C) এবং ইউরাসিল
প্রশ্নঃ- ক্রোমোজোমের কোন অংশে বেমতত্ত্ব সংযুক্ত থাকে?
Ans: সেন্ট্রোমিয়ার অংশে।
প্রশ্নঃ- প্রাণিকোষের বিভাজন মাকুর মেরু সৃষ্টিতে কোন্ কোষ-অঙ্গাণু অংশগ্রহণ করে?
Ans: সেন্ট্রোজোম।
প্রশ্নঃ- ক্রোমোজোম ও সেন্ট্রোমিয়ার কোথায় কোথায় অবস্থিত?
Ans.: ক্রোমোজোম কোষের নিউক্লিয়াসে এবং সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমে অবস্থিত।