You are currently viewing বিভিন্ন প্রকার শস্যের বৃহত্তম উৎপাদক রাজ্যের তালিকা PDF সহ
বিভিন্ন প্রকার শস্যের বৃহত্তম উৎপাদক রাজ্যের তালিকা PDF সহ

বিভিন্ন প্রকার শস্যের বৃহত্তম উৎপাদক রাজ্যের তালিকা PDF সহ

ভারতে কৃষির ইতিহাস সুপ্রাচীন। প্রায় দশ হাজার বছর আগে এই ভূখণ্ডে কৃষিকাজের সূচনা হয়।

বর্তমানে ভারত কৃষি উৎপাদনে বিশ্বে দ্বিতীয় স্থানের অধিকার করেন। ২০০৭ সালের হিসেব অনুযায়ী, দেশের জিডিপি-তে কৃষি এবং বনবিদ্যা, কাষ্ঠশিল্প ইত্যাদি কৃষি-সহায়ক ক্ষেত্রগুলির অবদান ১৬.৬ শতাংশ। ভারতের মোট শ্রমশক্তির ৫২ শতাংশই এই ক্ষেত্রে নিযুক্ত।[১] জিডিপি-তে কৃষিক্ষেত্রের অবদান বর্তমানে অনেকটা কমলেও, এই ক্ষেত্র আজও ভারতের বৃহত্তম অর্থনৈতিক ক্ষেত্র এবং দেশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ স্থানের অধিকারী।

বিভিন্ন প্রকার শস্যের বৃহত্তম উৎপাদক রাজ্যের তালিকা PDF সহ ?

শস্যের নাম

রাজ্য
ধান পশ্চিমবঙ্গ
গম ও আখ উত্তরপ্রদেশ
ভুট্টা উত্তরপ্রদেশ
সয়াবিন মধ্যপ্রদেশ
পাট পশ্চিমবঙ্গ
চিনি মহারাষ্ট্র
তুলা গুজরাট
আপেল জম্মু ও কাশ্মীর
কলা তামিলনাড়ু
আঙুর মহারাষ্ট্র
আম উত্তরপ্রদেশ
নারকেল কেরালা
কমলালেবু পাঞ্জাব
কাজুবাদাম কেরালা
আনারস পশ্চিমবঙ্গ
বেগুন ওড়িশা
চা অসম
লঙ্কা অন্ধ্রপ্রদেশ

এটিও জেনে নিনঃ- বর্ধমান জেলা সম্পর্কিত প্রশ্ন উত্তর ?

PDF FILE NAME:- বিভিন্ন প্রকার শস্যের বৃহত্তম উৎপাদক রাজ্যের তালিকা PDF সহ ?

PDF SIZE:- 384 KBPS

TOTAL PDF FILE PAGE NO:- 1

DOWNLOAD FILE NAME:- বিভিন্ন প্রকার শস্যের বৃহত্তম উৎপাদক রাজ্যের তালিকা PDF সহ ?

DOWNLOAD LINK:[III] । DOWNLOAD LINK:-[IV] ।

This Post Has One Comment

Leave a Reply