ক্রিকেট ফুটবল ও অন্যান্য খেলাধুলা সম্পর্কিত প্রশ্ন উত্তর শেয়ার করা হল। আশা করি বিভিন্ন পরীক্ষায় উক্ত প্রশ্ন ও উত্তর গুলি কাজে আসবে। নিম্নে ক্রিকেট ফুটবল ও অন্যান্য খেলাধুলা সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF সহ দেওয়া হল –
ক্রিকেট ফুটবল ও অন্যান্য খেলাধুলা সম্পর্কিত প্রশ্ন উত্তর
প্রশ্নঃ ২০১৭ সালে ক্রিকেট বিশ্বকাপ (মহিলা) জয়ী হয়েছে কোন দল?
উত্তরঃ ইংল্যান্ড।
প্রশ্নঃ ২০১৮ সালে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কোন দেশে?
উত্তরঃ রাশিয়া।
প্রশ্নঃ ২০১৮ সালে আই. পি. এল. ফাইনাল অনুষ্ঠিত হবে কোথায় ?
উত্তরঃ মুম্বাই-এ।
প্রশ্নঃ ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি কোন দল জয়ী হয়েছে?
উত্তরঃ পাকিস্তান।
প্রশ্ন ২০১৭ সালে আই. পি. এল. জিতল কোন দল?
উত্তরঃ মুম্বাই ইন্ডিয়ান্স।
প্রশ্নঃ অলিম্পিক গেমস কি?
উত্তরঃ প্রাচীন গ্রীসের অলিম্পিক শহরে যে খেলার সূত্রপাত হয়েছিল তা থেকেই অলিম্পিক গেম-এর উৎপত্তি হয়। অলিম্পিক গেমস আন্তর্জাতিক খেলাধূলার শ্রেষ্ঠ মান। প্রতি চার বছর অন্তর এই খেলা বিভিন্ন দেশে অনুষ্ঠিত হয়।
প্রশ্নঃ ২০১৭ সালের চ্যাম্পিয়ন ট্রফি অনুষ্ঠিত হয় কোন দেশে?
উত্তরঃ ইংল্যান্ড।
প্রশ্নঃ ২০১৭ সালে আই. পি. এল. খেলায় কলকাতার অধিনায়ক কে ছিলেন?
উত্তরঃ গৌতম গম্ভীর।
প্রশ্নঃ দাবা খেলায় পরপর ৪র্থ বার বিশ্ব চ্যাম্পিয়ান হলেন কে?
উত্তরঃ বিশ্বনাথন আনন্দ।
প্রশ্ন : ২০১৭ সালে ক্রিকেট র্যাঙ্কিং-এ ১নং স্থান কোন দল?
উত্তরঃ ভারত।
প্রশ্নঃ আই.পি.এল. এর পুরাে নাম কি?
উত্তরঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ।
ক্রিকেট ফুটবল ও অন্যান্য খেলাধুলা সম্পর্কিত প্রশ্ন উত্তর
প্রশ্নঃ ২০১৭ আই. পি.এল. ক্রিকেটেকিংস ইলেভেন পাঞ্জাব দলের অধিনায়ক কেছিলেন?
উত্তরঃ গ্লেনম্যাক্সওয়েল।
প্রশ্ন : ২০১২ অলিম্পিকে কুস্তিতে কোন ভারতীয় প্রথমবার উচ্চতম জয়লাভ করেন?
উত্তরঃ সুশীল কুমার।
প্রশ্নঃ ২০১৬অলিম্পিকে ভারত মােট কতগুলাে পদক লাভ করে?
উত্তরঃ মােট দুটি।
প্রশ্নঃ ২০১৪ সালের চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে মুখােমুখি হয় কোন দুটি দল?
উত্তরঃ ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।
প্রশ্নঃ তৃতীয় ওয়াল্ড কাপ ক্রিকেট জয় করে কোন দেশ?
উত্তরঃ ভারত। ১৯৮৩ (কপিলদেবের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজকে ৩৫ রানে হারিয়ে)।
প্রশ্নঃ ২০১৬ সালে চ্যাম্পিয়ন ট্রফির ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক কে ছিলেন?
উত্তরঃ ড্যারেন স্যামি।
প্রশ্নঃ ২০১২ সালে অলিম্পিকে ভারতের জন্য কোন প্রতিযােগী রূপাের পদক এনে দেন?
উত্তরঃ সুশীল কুমার (কুস্তীতে)।
প্রশ্নঃ টেস্ট ও একদিলেন ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরীর মালিক কে?
উত্তরঃ টেস্ট ও একদিলেন ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরীর মালিক সচীন তেন্ডুলকার। এখন পর্যন্ত মােট ১০০ টি।
প্রশ্নঃ একদিনের ক্রিকেটে কে একটি ম্যাচে অধিক রান করেন?
উত্তরঃ রােহিত শর্মা (২৬৪ রান)।
প্রশ্নঃ ২০১২ সালের অলিম্পিকে বক্সিং-এ কোন প্রতিমােগী ভারতের জন্য পদক জেতেন?
উত্তরঃ বিজেন্দ্র সিং।
প্রশ্ন : পৃথিবীর দৌড় প্রতিযােগিতায় দ্রুততম মানব কে?
উত্তরঃ জামাইকা শহরের ব্যক্তি উসেন বােল্ট।
প্রশ্ন : ২০১২ সালের অলিম্পিকে মহিলাদের বক্সিং-এ ভারতের পক্ষে পদক জেতেন কে?
উত্তরঃ মেরি কম।
প্রশ্ন : ২০১২ সালের অলিম্পিকে ব্যাডমিন্টন খেলায় ভারতের জন্য পদক জেতেন কোন প্রতিযােগী?
উত্তরঃ সাইনা নেহওয়াল।
প্রশ্ন : ২০১৪ সালে ফুটবল বিশ্বকাপ যােগ্যতা অর্জন ম্যাচে ফাইনাল খেলেন কোন দুটি দল?
উত্তরঃ স্পেন ও ব্রাজিল।
প্রশ্ন : ২০১৪ সালে ফুটবল বিশ্বকাপ যােগ্যতা অর্জন ম্যাচের ফাইনালে জেতে কে?
উত্তরঃ ব্রাজিল।
প্রশ্নঃ ২০১৪ সালে ফুটবল বিশ্বকাপ যােগ্যতা অর্জন ম্যাচে সর্বাধিক গােল করেন ক?
উত্তরঃ নেইমার (ব্রাজিল)।
প্রশ্নঃ কোন প্রতিযােগিতাকে ভারতের জাতীয় ফুটবলের আসর বলে ?
উত্তরঃ সন্তোষ টুয়িকে।
প্রশ্নঃ ২০১২-র ইউরাে ফুটবলে কোন দেশ জয়ী হয় ?
উত্তরঃ স্পেন।
প্রশ্ন : ২০১২ ইউরাে ফুটবলের ফাইনামে কোন দুটি দেশ মুখােমুখি হয় ?
উত্তরঃ স্পেন ও ইতালি।
প্রশ্ন : সন্তোষ ট্রফি প্রতিযােগিতা কবে শুরু হয়?
উত্তরঃ ১৯৪১ সালে।
প্রশ্নঃ সন্তোষ ট্রফি কোন দল প্রথম জেতে ?
উত্তরঃ বাংলা দল।
ক্রিকেট ফুটবল ও অন্যান্য খেলাধুলা সম্পর্কিত প্রশ্ন উত্তর
প্রশ্নঃ ফিফার পুরাে নাম কি?
উত্তরঃ ফেডারেশন অব ইন্টারন্যাশানাল ফুটবল এ্যাসােসিয়েশান।
উত্তরঃ এ. আই. এফ. এফ-র পুরাে নাম কি? তাদের কাজ কি? অল ইণ্ডিয়া ফুটবল ফেডারেশন। সভা ফিফার সভ্য এবং ভারতীয় টবলের সর্বোচ্চ সংস্থা।
প্রশ্নঃ ২০১৯- ক্রিকেট বিশ্বকাপ জিতল কোন দেশ?
উত্তরঃ ইংল্যান্ড।
প্রশ্নঃ ২০১৯- ক্রিকেট বিশ্বকাপ সবচেয়ে বেশি রান করেন কে?
উত্তরঃ রহিত শর্মা।
প্রশ্নঃ ২০১৯- ক্রিকেট বিশ্বকাপ সবচেয়ে বেশি উইকেট পান কে?
উত্তরঃ মিচেল স্ট্রার্ক।
প্রশ্নঃ ২০১৯-VIVO IPL জিতলাে কোন দল?
উত্তরঃ মুম্বাই ইন্ডিয়ান্স।
প্রশ্নঃ ২০১৯- VIVO IPL সবচেয়ে বেশি রান করেন কে?
উত্তরঃ ডেভিড ওয়্যানার।
প্রশ্নঃ ২০১৯- VIVO IPL সবচেয়ে বেশি উইকেট পান কে?
উত্তরঃ ইমরান তাহির।
প্রশ্নঃ ২০১৯- UEFA কাপ জিতল কোন দেশ?
উত্তরঃ জুভেনটাস।
প্রশ্নঃ ২০১৯- LALIGA কাপ জিতল কে?
উত্তরঃ বারসেলােনা।
প্রশ্নঃ ২০১৭ অনুর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ খেতাব জিতল কোন দেশ?
উত্তরঃ ইংল্যান্ড।
প্রশ্নঃ সাম্প্রতি একদিন আন্তজাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন কে?
উত্তরঃ আষিশ নেহেরা।
প্রশ্নঃ ২০১৭ অনুর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বেশি গােল করেন কে?
উত্তরঃ রিয়ান ব্রিয়েস্ট্রার।
প্রশ্নঃ ২০১৭ অনুর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপে বেস্ট গােলকিপার কে?
উত্তরঃ গ্যাবলিয়েল ব্রাজাও।
প্রশ্নঃ ২০১৭ অনুর্দ্ধ ১৭ ফুটবল বিশ্বকাপে বেস্ট খেলােয়ার হলেন কে?
উত্তরঃ ফিলিপ ফোডেন।
এটিও পড়ুন – বিজ্ঞান সম্পর্কিত 500 প্রশ্ন উত্তর – Science MCQ in Bengali
ট্যাগঃ ক্রিকেট ফুটবল ও অন্যান্য খেলাধুলা সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF, Download ক্রিকেট ফুটবল ও অন্যান্য খেলাধুলা সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF, জেনে নিন ক্রিকেট ফুটবল ও অন্যান্য খেলাধুলা সম্পর্কিত প্রশ্ন উত্তর