খেলাধুলা সম্পর্কিত কারেন্ট অ্যাফেয়ার্স:
- ২০২০ সালে কে ‘বিশ্ব সুকার চ্যাম্পিয়নশিপ জিতলেন । উত্তরঃ- যুক্তরাজ্যের পেশাদার স্বীকার খেলোয়াড় রনি ওসুল্লিভান। –
- কোন ২ ভারতীয় ক্রিকেটার সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন?উত্তরঃ মহেন্দ্র সিং ধোনি ও সুরেশ রায়না।
- সম্প্রতি প্রয়াত গােপালাস্বামী কস্তুরী রঙ্গণ (৮৯) কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন – ক্রিকেট।
- সম্প্রতি প্রয়াত ভাস্কর মাইতি (৬৭ বছর) কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন – ফুটবল।
- সম্প্রতি প্রয়াত অ্যাঞ্জেলা বাক্সটন (৮৫ বছর) কোন খেলার- টেনিস ভারত, ক্রিয়া সারাঞ্জাম সংস্থা Oakley প্রচার দূত এখন কে – রোহিত শর্মা।
- ২০২০ সালে মােট কতজন খেলোয়াড় ‘রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পাচ্ছেন ৫ জন, (এরা হলেন ভারতের তারকা ব্যাটসম্যান রোহিত শর্মা, জাতীয় হকি দলের অধিনায়ক রানি রামপাল, মহিলা কুস্তিগির বিনেশ ফোগত, ২০১৬ সালে রিও অলিম্পিকে সোনার পদক জয়ী মারিয়াপ্পান থাঙ্গাভেলু ও টেবিল টেনিস তারকা মনিকা বাত্রা)।
- ২০২০ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের টাইটেল স্পন্সরশিপ জিতল কারা – Dream11. (222 টাকার বিনিময়ে তারা এই স্পন্সরশিপ জিতেছে)।
- কে সম্প্রতি ফর্মুলা ওয়ান স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্স জিতলেন মার্সিডিজের লুইস হ্যামিল্টন (গ্রেট ব্রিটেন)।
- ফুট অনলাইন দাবা অলিম্পিয়াড, যৌথভাবে কোন কোন দেশ জিতল ভারত ও রাশিয়া।
- ২০২০ সালে ফর্মুলা ওয়ান বেলজিয়ান গ্র্যান্ড প্রিক্স’এ কেচ্যাম্পিয়ন হলেন ইংল্যান্ডের লুইস হ্যামিল্টন।
- প্রথম বােলার হিসাবে, কে সম্প্রতি টোয়েন্টি-২০ ম্যাচে ৫০০ উইকেট অর্জন করলেন – ওয়েস্ট ইন্ডিজের
- প্রাক্তন অধিনায়ক ও ত্রিনিদাদের প্রখ্যাত ক্রিকেটার ডোয়েন ব্র্যাভো (রাকিম কর্নওয়ালের উইকেটটি নিয়ে ৫০০ উইকেট অর্জন করলেন তিনি)।
- সম্প্রতি ‘বিজু পটনায়েক ক্রীড়া পুরস্কার জয়ী দীপ গ্রেস এক্কা, কোন খেলার সঙ্গে যুক্ত – হকি (তার সঙ্গে এই পুরস্কার পেয়েছে প্যারা অ্যাথলিট জয়ন্তী বেহেরা)।
- সম্প্রতি প্রয়াত অ্যাথলেটিক্স কোচ পুরুষােত্তম রাই (৭৯ বছর), ২০২০ সালে কোন পুরস্কারের জন্য মনােনীত হয়েছেন। দ্রোণাচার্য পুরস্কার (জীবনকৃতি বিভাগে মনােনীত হয়েছেন তিনি।
- সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া থারাঙ্গা পারানাভিতানা, কোন দেশের খেলোয়াড় – শ্রীলঙ্কা।
- ২০২১ সালে কোন দেশ ব্রিকস গেমস আয়ােজন করবে – ভারত (২০২১ সালে খেলা ইন্ডিয়া যুব গেমস এর সঙ্গেই এটি অনুষ্ঠিত হবে। এটি আয়ােজন করবে হরিয়ানা)।
- সম্প্রতি অবসর নেওয়া বব ব্রায়ান ও মাইক ব্রায়ান কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন – টেনিস।
- জাতীয় ক্রীড়া দিবস’কবে পালিত হয় – ২৯ আগস্ট (ভারতের বিখ্যাত হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদ জন্মবার্ষিকী উপলক্ষ্যে এই দিনটি পালিত হয়)।