You are currently viewing বিভিন্ন দেশের সীমান্তরেখা এর তালিকা । সীমান্তরেখার নাম। কোন কোন স্থান বা দেশের মধ্যে অবস্থিত
বিভিন্ন দেশের সীমান্তরেখা এর তালিকা

বিভিন্ন দেশের সীমান্তরেখা এর তালিকা । সীমান্তরেখার নাম। কোন কোন স্থান বা দেশের মধ্যে অবস্থিত

সীমানা বা সীমান্তরেখা (Seemantorekha) এর ইংরেজি হল Boundary এটি হল কোনো স্থানের ভৌগোলিক সীমানা, যা হয় মহাসাগর বা এধরণের ভৌগোলিক বৈশিষ্ট্য দ্বারা নির্ধারিত, বা সরকার, সার্বভৌম রাষ্ট্র, সংঘবদ্ধ রাজ্য, প্রশাসনিক বিভাগ এবং অন্যান্য শাসনতন্ত্রিক সত্ত্বার মতো রাজনৈতিক বিষয়াবলী দ্বারা আরোপিত।

সীমানাগুলি যুদ্ধ, উপনিবেশীকরণ বা অঞ্চলগুলিতে বসবাসকারী রাজনৈতিক সত্ত্বাদের মধ্যে সম্পাদিত সরল প্রতীকী চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়; এই চুক্তিগুলির সৃষ্টিকে বলা হয় সীমানার সীমানির্দেশ।

বিভিন্ন দেশের সীমান্তরেখা এর তালিকা

সীমান্তরেখার নাম কোন কোন স্থান বা দেশের মধ্যে
৮ ডিগ্রি চ্যানেল ভারত (মিনিকয় দ্বীপ) ও মালদ্বীপ
৯ ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপ ও মিনিকয় দ্বীপ
১০ ডিগ্রি চ্যানেল : আন্দামান ও নিকোবর
ইংলিশ চ্যানেল ইংল্যান্ড ও ফ্রান্স
গ্রেট চ্যানেল ভারত (আন্দামান, নিকোবর) ও সুমাত্রা
সমব্রেরো চ্যানেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
১৬তম প্যারালাল নামিবিয়া ও অ্যাঙ্গোলা
১৭তম প্যারালাল উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম
২৪তম প্যারালাল ভারত ও পাক-ই-স্তান
২৬তম প্যারালাল আফ্রিকা, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আমেরিকা
২৮তম প্যারালাল ভারত ও পাক-ই-স্তান
৩৭তম প্যারালাল ভারত ও মায়ানমার
৩৮তম প্যারালাল উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
৪৯তম প্যারালাল মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা
ওডার-নাইসে লাইন পূর্বতন পূর্ব জার্মানি ও পোল্যান্ড
ডুরান্ড লাইন পাক-ই-স্তান ও আফগান-ই-স্তান
ম্যাকমোহন লাইন ভারত ও চিন
মার্জিনাল লাইন জার্মানি ও ফ্রান্স
হট লাইন ক্রেমলিন ও হোয়াইট হাউস
ব্র্যাডক্লিফ লাইন, ভারত ও পাক-ই-স্তান
হিনডেন বার্গ লাইন জার্মানি ও পোল্যান্ড
মেডিসিন লাইন কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র
ম্যানারহেইম লাইন রাশিয়া ও ফিনল্যান্ড
ম্যাগিনট লাইন ইতালি, ফান্স ও জার্মানি
রাডোলিফ লাইন ভারত ও নেপাল
জিব্রাল্টার প্রণালী স্পেন (ইউরোপ) ও মরক্কো (আফ্রিকা)
পক প্ৰণালী ভারত ও শ্রীলঙ্কা
মালাক্কা প্রণালী মালয়েশিয়া ও সুমাত্রা
লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ভারত ও চিন
লাইন অফ কন্ট্রোল ভারত ও পাক-ই-স্তান
লোহিত সাগর এশিয়া ও আফ্রিকা
সাত-এল-আরব ইরাক ও ইরান
ডানকান প্যাসেজ গ্রেট আন্দামান ও লিটন আন্দামান
৩ বিঘা করিডোর ভারত ও বাংলাদেশ
লাইন অফ ডিমারকেশন পর্তুগাল ও স্পেন
ওয়াঘা বর্ডার ভারত (পঞ্জাব) ও পাক-ই-স্তান
মোরেহ ভারত (মণিপুর) ও মায়ানমার
নাথুলা পাস ভারত (সিকিম) ও চিন
লঙ্গেওয়ালা ভারত (রাজস্থান) ও পাক-ই-স্তান
ডাওকি – তামাবিল ভারত (মেঘালয়) ও বাংলাদেশ।
কচ্ছের রণ ভারত (গুজরাত) ও পাক-ই-স্তান
জইগাঁও ভারত (পশ্চিমবঙ্গ) ও ভূটান
প্যানগঙ্গ লেক ভারত (লাদাখ) ও নেপাল
সুনাওলি বর্ডার ভারত (উত্তর প্রদেশ) ও নেপাল
ধনুষকোড়ি ভারত (তামিলনাডু) ও শ্রীলঙ্কা
   

এটিও প্রুন – মানব শরীরের বিভিন্ন অঙ্গ ও কাজ সম্পর্কিত প্রশ্ন উত্তর

Leave a Reply