জাতীয় স্বাস্থ্য মিশন ন্যায়সঙ্গত, সাশ্রয়ী মূল্য এবং নির্দিষ্ট মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পরিষেবাগুলিতে সর্বজনীন প্রাপ্যতার কথা বলে যা জনগণের প্রয়োজনের জন্য দায়বদ্ধ।
রোগ/ব্যাধি/অসুস্থতা হল কোন জীবের দেহের (বা মনের) কোনো অস্বাভাবিকতা, অক্ষমতা বা স্বাস্থ্যহানি। রোগের বীপরীত বা সুস্বাস্থ্য মানে শুধু নির্দিষ্ট কোন রোগের অভাবই নয়, বরং নীরোগ অটুট ভাল স্বাস্থ্যের সঙ্গে উৎকৃষ্ট জীবনযাপনের অন্য সব উপাদান (যেমন আনন্দময় কর্মসংস্থান, মনঃসংযোগ ইত্যাদি যেগুলিকে কোয়ালিটি অফ লাইফ বা জীবন উৎকর্ষের মাত্রা দ্বারা পরিমাপের চেষ্টা হয়েছে) নিয়েই সুস্বাস্থ্য।
জাতীয় স্বাস্থ্য পরিকল্পনার অন্তর্গত বিভিন্ন রোগ
রোগের নাম | বাহক | ঔষধ |
1. ম্যালেরিয়া | স্ত্রী অ্যানোফিলিস মশা (প্রোটোজোয়া ঘটিত) | ম্যালাকুইন, ক্লোরোকুইন, প্যারাকুইন |
2. ফাইলেরিয়া/ গোদ রোগ | স্ত্রী কিউলেক্স ফ্যাটিগান মশা (কৃমিঘটিত রোগ) | ডাই-ইথাইল কার্বামাজিন (DEC) |
3. টাইফয়েড | ব্যাটেরিয়া ঘটিত (সালমোনেলা টাইফি) | ক্লোরামফেনিকল |
4. কলেরা | ব্যাকটেরিয়া ঘটিত (ভিব্রিও কলেরি) | টেট্রাসাইক্লিন |
5. হেপাটাইটিস | ভাইরাস ঘটিত | ইমিউনোগ্লোবুলিন ইঞ্জেকশন |
6. জলবসন্ত (Chiken Pox) | ভাইরাস ঘটিত (ভেরিসিলা জোস্টার) | টীকা |
7. কুণ্ঠ (Leprosy). | ব্যাটেরিয়া ঘটিত (মাইক্রোব্যাটেরিয়াম লেপ্রে) | মালটি-ড্রাগ থেরাপি |
8. আমাশয় | প্রোটোজোয়া ঘটিত (অ্যন্টিমিবা হিস্টোলাইটিকা) | ফ্ল্যাজিল |
9. গোলকৃমির রোগ | নিমাটোড জাতীয় কৃমি ঘটিত | পাইপারজাইন |
10. প্লেগ | ব্যাটেরিয়া ঘটিত (ইয়ারসিনিয়া পেস্টিস) | — |
11. এইডস (AIDS) | ভাইরাস ঘটিত (HIV ভাইরাস) | DDVA, DDC, AZT |
এটিও পড়ুন – বিভিন্ন পরিমাপ যন্ত্র এর তালিকা, PDF সহ