টুয়েন্টি ২০ বা টি২০ (Twenty20, T20) ক্রিকেট খেলার সংক্ষিপ্ততম সংস্করণ হিসেবে বিবেচিত। ২০০৩ সালে ইংল্যান্ডে আন্তঃকাউন্টি ক্রিকেট প্রতিযোগিতার মাধ্যমে এর শুভসূচনা ঘটে।
এ খেলার মূল উদ্দেশ্য হচ্ছে ক্রিকেট খেলাকে আরো বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করা। পাশাপাশি মাঠে দর্শকদেরকে কাছে টেনে আনা কিংবা টেলিভিশনের পর্দায় দর্শকদেরকে নির্মল আনন্দ উপহার দেয়া। বর্তমানে এ ধরনের ক্রিকেট খেলা বেশ জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। কিন্তু ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সংক্ষিপ্ততম সংস্করণ হিসেবে টি২০ খেলার ধরনকে শুরুতে গ্রহণ করেনি।
টি ২০ বিশ্বকাপ 2021 এর পরিসংখ্যান
- “চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া
- রানার্স আপ: নিউজিল্যান্ড
- ফাইনাল সেরা: মিচেল মার্শ (অস্ট্রেলিয়া)
- টুর্নামেন্ট সেরা: ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)
- দলীয় সর্বোচ্চ: ভারত ২১০/২ (বনাম আফগান-ই-স্তান)
- দলীয় সর্বনিম্ন: নেদারল্যান্ডস ৪৪ অলআউট (বনাম শ্রীলঙ্কা)
- ম্যাচে সর্বোচ্চ রান (২ ইনিংস মিলে): দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ৩৬৮/১০ (৪০)
- ম্যাচে সর্বনিম্ন রান: নেদারল্যান্ডস-শ্রীলঙ্কা ৮৯/১২ (১৭.১)
- সর্বোচ্চ ব্যবধানে জয় (রানের হিসাবে): আফগান-ই-স্তান, ১৩০ রান বনাম স্কটল্যান্ড
- দ্রুততম রান তাড়া করে জয় (বলের হিসাবে): অস্ট্রেলিয়া, ৬.২ ওভার বনাম বাংলাদেশ
- টুর্নামেন্টে সর্বোচ্চ রান: বাবর আজম, ৩০৩ রান
- টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেটশিকারি: ওয়ানিন্দু হাসারাঙ্গা, ১৬ উইকেট
- ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস: জস বাটলার, ১০১ বনাম শ্রীলঙ্কা
- সর্বোচ্চ ব্যাটিং গড়: জস বাটলার, ৮৯.৬৬
- সেরা বোলিং ফিগার: অ্যাডাম জাম্পা, ৫/১৯ বনাম বাংলাদেশ
- সর্বোচ্চ জুটি: বাবর আজম-মহম্মদ রিজওয়ান ১৫২ বনাম ভারত
- ১০ উইকেটের জয়: ২টি
ওমান- ১৩১/০ বনাম পাপুয়া নিউগিনি
পাক-ই-স্তান- ১৫২/০ বনাম ভারত
” হ্যাটট্রিক: ৩টি
কার্টিস ক্যাম্ফার (আয়ারল্যান্ড) বনাম নেদারল্যান্ডস
ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা) – বনাম দক্ষিণ আফ্রিকা
কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা) – বনাম ইংল্যান্ড
ফাইফার: ২টি
মুজিব-উর-রহমান: ৫/২০ বনাম স্কটল্যান্ড
অ্যাডাম জাম্পা: ৫/১৯ বনাম বাংলাদেশ
- সংক্ষিপ্ততম ইনিংস (বলের হিসাবে): নেদারল্যান্ডস, ১০ ওভার বনাম শ্রীলঙ্কা
- সংক্ষিপ্ততম ম্যাচ (বলের হিসাবে): নেদারল্যান্ডস বনাম শ্রীলঙ্কা, ১৭.১ ওভার
- চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া
- রানার্স আপ: নিউজিল্যান্ড
- ফাইনাল সেরা: মিচেল মার্শ (অস্ট্রেলিয়া)
- টুর্নামেন্ট সেরা: ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)
- দলীয় সর্বোচ্চ: ভারত ২১০/২ (বনাম আফগান-ই-স্তান)
- দলীয় সর্বনিম্ন: নেদারল্যান্ডস ৪৪ অলআউট (বনাম শ্রীলঙ্কা)
- ম্যাচে সর্বোচ্চ রান (২ ইনিংস মিলে): দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ৩৬৮/১০ (৪০)।
- “ম্যাচে সর্বনিম্ন রান: নেদারল্যান্ডস-শ্রীলঙ্কা ৮৯/১২ (১৭.১)
- সর্বোচ্চ ব্যবধানে জয় (রানের হিসাবে): আফগান-ই-স্তান, ১৩০ রান বনাম স্কটল্যান্ড
- দ্রুততম রান তাড়া করে জয় (বলের হিসাবে): অস্ট্রেলিয়া, ৬.২ ওভার বনাম বাংলাদেশ
- টুর্নামেন্টে সর্বোচ্চ রান: বাবর আজম, ৩০৩ রান
- টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেটশিকারি: ওয়ানিন্দু হাসারাঙ্গা, ১৬ উইকেট
- ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস: জস বাটলার, ১০১ বনাম শ্রীলঙ্কা
- সর্বোচ্চ ব্যাটিং গড়: জস বাটলার, ৮৯.৬৬
- সেরা বোলিং ফিগার: অ্যাডাম জাম্পা, ৫/১৯ বনাম বাংলাদেশ
- সর্বোচ্চ জুটি: বাবর আজম-মহম্মদ রিজওয়ান ১৫২ বনাম ভারত
এটিও পড়ুন – জীব বিজ্ঞান সংক্রান্ত 50 টি যন্ত্রের ব্যবহার
ট্যাগঃ টি ২০ বিশ্বকাপ 2021 এর পরিসংখ্যান GK, Free Download টি ২০ বিশ্বকাপ 2021 এর পরিসংখ্যান GK