ঠাণ্ডা লড়াইঃ ঠান্ডা লড়াই (Cold War’) আন্তর্জাতিক রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ঘটনাপর্ব; মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সমগ্র বিশ্ব দুইটি শিবিরে ভাগ হয়ে যায়। যথা: মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী ধনতান্ত্রিক রাষ্ট্রজোট এবং সোভিয়েত নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক শিবির। বিশ্বযুদ্ধ পরবর্তী পর্বে মার্কিন আধিপত্যবাদ-এর সূচনা হয় এবং হিরোশিমা ও নাগাসাকি আণবিক বিস্ফোরণ এর মধ্যে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তার পারমানবিক শ্রেষ্ঠত্ব প্রদর্শন করে ফলে মার্কিন এই ঔদ্ধত্য রুশ শিবিরকে ঠান্ডা যুদ্ধে সামিল করে।
নিম্নে ঠাণ্ডা লড়াই সম্পর্কিত প্রশ্ন উত্তর শেয়ার করা হয়েছে এছারাও ঠাণ্ডা লড়াই সম্পর্কিত প্রশ্ন উত্তর এর PDF করে দেওয়া হয়েছে, প্রয়োজনে Download করে রেখে দিতে পারবেন।।
ঠাণ্ডা লড়াই সম্পর্কিত প্রশ্ন উত্তর
প্রশ্নঃ ঠান্ডা লড়াই কোন্ কোন্ রাষ্ট্রের মধ্যে শুরু হয়েছিল?
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে।
প্রশ্নঃ প্রথম বিশ্ব বলতে কাদের বােঝায়?
উত্তরঃ আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমি রাষ্ট্র জোটকে।
প্রশ্নঃ দ্বিতীয় বিশ্ব বলতে কোন দেশগুলিকে বুঝায় ?
উত্তরঃ সোভিয়েত ইউনিয়ন ও তার অনুগামী সমাজতান্ত্রিক রাষ্ট্র জোট
প্রশ্ন: ঠান্ডা লড়াই কথাটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তরঃ প্রখ্যাত মার্কিন বুদ্ধিজীবী সাংবাদিক ওয়াল্টার লিপম্যান।
প্রশ্নঃ জার্মান প্রজাতান্ত্রিক সরকার কবে গঠিত হয়?
উত্তর: ১৯৪৯ খ্রিস্টাব্দে (ER.G) ১৯৪৯, ২১ মে মাসে।
প্রশ্নঃ জার্মান প্রজাতান্ত্রিক সরকার’ কাদের উদ্যোগে গঠিত হয়?
উত্তরঃ পশ্চিমি রাষ্ট্র জোটের উদ্যোগে।
প্রশ্নঃ জার্মান গণতান্ত্রিক সরকার কবে গঠিত হয়?
উত্তরঃ সােভিয়েত ইউনিয়নের সমর্থনে।
প্রশ্নঃ কুর্দ প্রজাতন্ত্র’ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৪৫ খ্রিস্টাব্দে।
প্রশ্নঃ কু প্রজাতন্ত্র’ কারা; কোথায় প্রতিষ্ঠা করে?
উত্তরঃ উত্তর পারস্যে, কমিউনিস্টরা সমর্থিত তুঁদে দল।
প্রশ্নঃ ইয়াল্টা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৪৫ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে।
প্রশ্নঃ ১১ ইয়াল্টা চুক্তি স্বাক্ষরকারী কারা ছিলেন?
উত্তরঃ চার্চিল, স্ট্যালিন ও রুজভেল্ট।
প্রশ্নঃ ইয়াল্টা সম্মেলন অন্য কী নামে পরিচিত?
উত্তরঃ ক্রিমিয়া সম্মেলন।
প্রশ্নঃ পটসডাম সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
উত্তর : ১৯৪৫ খ্রিস্টাব্দের ১৭ জুলাই ২রা আগষ্ট।
প্রশ্নঃ পটসডাম সম্মেলনের তিন প্রধানের নাম
উত্তরঃ স্ট্যালিন, হ্যারি ট্রুম্যান এবং এটলি কী?
প্রশ্নঃ মধ্যপ্রাচ্যে রুশ-মার্কিন বিরােধিতা কী নিয়ে হয়েছিল?
উত্তরঃ তেল সম্পদের নিয়ন্ত্রণ নিয়ে।
প্রশ্নঃ ন্যাটো বা N.A.T.O -এর পুরাে নাম কী?
উত্তর: North Atlantic Treaty Organisation।
প্রশ্ন: SEATO কী?
উত্তর: দক্ষিণ-পূর্ব এশিয়াকে কেন্দ্র করে গঠিত সংস্থা দক্ষিণ-পূর্ব এশিয়া চুক্তি সংস্থা। (South East Asian Treaty organisation)।
প্রশ্ন: মধ্যপ্রাচ্যে প্রতিরক্ষা সংস্থা বা ‘মেডাে চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
উত্তরঃ ১৯৫৫ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: ১৯। কবে ট্রুম্যান নীতি ঘােষণা করা হয়?
উত্তরঃ ১৯৪৭-এর ১২ই মার্চ।
প্রশ্নঃ মার্শাল পরিকল্পনা’ কবে ঘােষণা করা হয়?
উত্তর: ১৯৪৭-এর ৫ই জুন।
প্রশ্ন: মার্শাল পরিকল্পনা কে ঘােষণা করেন?
উত্তর : মার্কিন পররাষ্ট্রসচিব জর্জ সি. মার্শাল।
প্রশ্ন: ন্যাটো’ কবে গঠিত হয়?
উত্তর : ১৯৪৯ খ্রিস্টাব্দের ৪ঠা এপ্রিল।
প্রশ্ন : কমিকন কবে গঠিত হয়?
উত্তর: ১৯৪৯ খ্রিস্টাব্দে।
প্রশ্ন : ‘কমিকন-এর পুরাে নাম কী?
উত্তর : ‘কমিউনিস্ট ইকোনমিক ইউনিয়ন।
প্রশ্ন: কমিনফর্ম’ কবে গঠিত হয়?
উত্তর : ১৯৪৭ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে।
প্রশ্ন: কার নেতৃত্বে ওয়ারশ চুক্তি জোট গড়ে ওঠে?
উত্তর : সােভিয়েত ইউনিয়ন নেতৃত্বে।
প্রশ্ন: মলোটভ কে ছিলেন?
উত্তর : রুশ পররাষ্ট্রমন্ত্রী।
প্রশ্ন : কেন্নান কে ছিলেন?
উত্তর রাশিয়ায় কর্মরত ভূতপূর্ব সহকারী মার্কিন রাষ্ট্রদূত।
প্রশ্ন : ওয়ারশ চুক্তি সংস্থা কবে গঠিত হয়?
উত্তর : ১৯৫৫ খ্রিস্টাব্দে।
প্রশ্ন : Mr. Y’ ছদ্ম নাম কার?
উত্তর: মার্কিন রাষ্ট্রদূত জর্জ এফ. কেন্নান-এর।
প্রশ্ন : সোভিয়েত সম্প্রসারণ নীতিকে প্রতিহত করতে কে বেষ্টন নীতির প্রস্তাব
উত্তর : জর্জ এফ. কেন্নান।
প্রশ্ন: পশ্চিম শক্তিবর্গ কবে পশ্চিম জার্মানির নতুন মুদ্রা মার্ক-এর প্রবর্তন করে
উত্তর: ১৯৪৮ এর ২০ শে জুন।
এটিও পড়ুন – ম্যাপের কিছু কাল্পনিক রেখা ও তার নাম
প্রশ্ন : সোভিয়েত ইউনিয়ন কবে পশ্চিম বার্লিন অবরোধ শুরু করে?
উত্তর: ১৯৪৮ -এর ২৪ শে জুলাই।
প্রশ্ন: সোভিয়েত ইউনিয়ন কবে বার্লিন অবরোধ প্রত্যাহার করে নেয়?
উত্তর:১৯৪৯-এর ১২ই মে।
প্রশ্ন: ২৭। আনরার (UNRRA) পুরাে নাম কী?
উত্তর: ইউনাইটেড নেশনস্ রিলিফ এন্ড রিহ্যাবিলিটেশন অ্যাডমিনিস্ট্রেশন (United Nations Relief and Rehabilitation Administration)
প্রশ্ন: কবে বার্লিন প্রাচীর গড়ে তােলা হয় ?
উত্তর : ১৯৬১ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: কারা বার্লিন প্রাচীর গড়ে তােলে?
উত্তর: পূর্ব জার্মানির সেনাবাহিনী।
প্রশ্নঃ কবে দুই জার্মানির মধ্যে যােগাযােগের জন্য ছাড়পত্র চালু হয়?
উক্তর: ১৯৬৩ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: কে পশ্চিম বার্লিনের মুক্ত শহর’ হিসেবে রাখার পক্ষপাতী ছিলেন?
উত্তর । সোভিয়েত সাম্যবাদী সরকার।
প্রশ্ন: কবে দুই জার্মানি পরস্পরকে স্বীকৃতি দেয় ?
উত্তর:: ১৯৭৩ খ্রিস্টাব্দে।
প্রশ্নঃ কখন বার্লিন প্রাচীর’ ভেঙে দেওয়া হয়?
উত্তরঃ ১৯৮৯ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে কোরিয়া কার অধীনে ছিল?
উত্তরঃ জাপানের।
প্রশ্ন: কায়রাে সম্মেলন কবে হয়েছিল ?
উত্তর : ১৯৪৩ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: কোন সম্মেলনে যুদ্ধান্তে কোরিয়াকে স্বাধীনতাদানের সিদ্ধান্ত ঘােষণা করা হয়েছিল?
উত্তর : কায়রা ও পটসডাম সম্মেলনে।
প্রশ্ন : উত্তর কোরিয়া কার অনুগত ছিল?
উত্তর : সোভিয়েত রাশিয়ার।
প্রশ্ন : দক্ষিণ কোরিয়া কার অনুগত ছিল?
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্রের।
প্রশ্ন : ১৯৪৮ খ্রিস্টাব্দে দক্ষিণ কোরিয়ায় কার নেতৃত্বে সরকার গঠিত হয়?
উত্তর : সিংম্যান রী-এর নেতৃত্বে।
এটিও পড়ুন – ভূগোল সম্পর্কিত প্রশ্ন উত্তর – গুরুত্বপূর্ণ ভূগোল জিকে 1000+
প্রশ্ন : ১৯৪৮ খ্রিস্টাব্দে উত্তর কোরিয়ায় কার নেতৃত্বে সরকার গঠিত হয়?
উত্তর: কিম-উল-সু-এর নেতৃত্বে।
প্রশ্ন : আনুষ্ঠানিকভাবে কবে কোরিয়া যুদ্ধের সূচনা হয়?
উত্তর : ১৯৫০ খ্রিস্টাব্দে ২৫ শে জুন।
প্রশ্নঃ কারা কোরিয়া যুদ্ধের সূচনা করে?
উত্তর : উত্তর কোরিয়ার সেনাবাহিনী।
প্রশ্ন: জেনারেল ডগলাস ম্যাক আর্থার কে ছিলেন?
উত্তর : মার্কিন সেনাপতি।
প্রশ্ন : কবে কোরিয়া সমস্যা রাষ্ট্রসংঘে উত্থাপিত হয়?
উত্তর: ১৯৪৭ খ্রিস্টাব্দে।
প্রশ্ন : কত খ্রিস্টাব্দে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াকে আক্রমণ করে?
উত্তর : ১৯৫০ খ্রিস্টাব্দের জুন মাসে।
প্রশ্ন: কোন দেশ কোরিয়া যুদ্ধে শাস্তির দূতের কাজ করেছিল?
উত্তর: ভারত।
প্রশ্ন : ম্যাক আর্থারকে পদচ্যুত করে তার জায়গায় কাকে রাষ্ট্রসংঘ বাহিনীর সর্বাধিনায়ক করা হয়?
উত্তর: জেনারেল ম্যাথিউ বি. রিজওয়েকে।
প্রশ্ন : কবে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়?
উত্তর: ১৯৫৩ খ্রিস্টাব্দের ২৭ শে জুলাই।
প্রশ্ন : ৫৭। কবে চিনা বাহিনী দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল দখল করে?
উত্তর: ১৯৫১-এর ৪ঠা জানুয়ারি।
প্রশ্ন : কোরিয়ার যুদ্ধ কখন আন্তর্জাতিক সমস্যার রূপ নেয়?
উত্তরঃ চিন কোরিয়া যুদ্ধে যােগ দান করলে।
প্রশ্ন: কোরিয়া সমস্যা সমাধানের উদ্দেশ্যে জাতিপুঞ্জের উদ্যোগে যে অস্থায়ী কমিশন গঠিত হয় তার সভাপতি কে ছিলেন?
উত্তর: বিশিষ্ট ভারতীয় কূটনীতিক কে.পি.এস. মেনন।
প্রশ্ন: কোরিয়ার যুদ্ধবন্দী প্রত্যর্পণ দায়িত্বে গঠিত ‘নিরপেক্ষ রাষ্ট্রসমূহের প্রত্যাবাসন কমিশন’-(N.N.R.C) -এর চেয়ারম্যান কে ছিলেন?
উত্তর: ভারতের জেনারেল মিথাইয়া।
প্রশ্ন : কবে কিউবা স্পেনের অধীনতা থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে?
উত্তর: ১৮৯৮ খ্রিস্টাব্দে।
প্রশ্ন : কোন্ চুক্তির দ্বারা মার্কিন সরকার কিউবায় অভ্যন্তরীণ ও বৈদেশিক ব্যাপারে হস্তক্ষেপের অধিকার লাভ
উত্তর: ১৯০৩-এর ‘ফ্ল্যাট চুক্তি দ্বারা।
প্রশ্ন: ‘পৃথিবীর ইক্ষু পাত্র নামে কোন দেশ পরিচিত?
প্রশ্ন: পৃথিবীর ইক্ষু পাত্র’ নামে কোন দেশ পরিচিত?
উত্তরঃ কিউবা।
প্রশ্ন: রিও-চুক্তি কাদের মধ্যে হয়েছিল?
উত্তর: আমেরিকা ও ল্যাটিন আমেরিকার দেশগুলির মধ্যে।
প্রশ্ন: রিও-চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
উত্তরঃ ১৯৪৭ খ্রিস্টাব্দে।
প্রশ্ন : ফালজেনিকো বাতিস্তা কবে কিউবার রাষ্ট্রক্ষমতা দখল করেন?
উত্তরঃ ১৯৫২ খ্রিস্টাব্দে।
এটিও পড়ুন – হাওড়া জেলা সম্পর্কিত জানা অজানা প্রশ্ন উত্তর
প্রশ্ন: ফ্যালজেনিকো বাতিস্তা কবে কিউবার রাষ্ট্রপতি নির্বাচিত হন?
উত্তর : ১৯৫৪ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: বাতিস্তাকে কিউবার রাষ্ট্র ক্ষমতা দখলে কে সমর্থন করে?
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্র।
প্রশ্নঃ ফিদেল কাস্ত্রো কবে কিউবার ক্ষমতা দখল করেন?
উত্তর : ১৯৫৯ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: মার্কিন যুক্তরাষ্ট্র কবে কিউবার বিরুদ্ধে অর্থনৈতিক অবরােধ গড়ে তােলে?
উত্তরঃ ১৯৬১ খ্রিঃ আন্তঃ-আমেরিকা রাষ্ট্র সংস্থার সম্মেলনে।
প্রশ্ন : কিউবা সংকটের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধান কে ছিলেন?
উত্তর: জন, এফ. কেনেডি।
প্রশ্ন : কিউবা সংকটের সময় সোভিয়েত রাশিয়ার রাষ্ট্রপ্রধান কে ছিলেন?
উত্তর : নিকিতা এস. ক্রুশ্চেভ।
প্রশ্ন: কাস্ত্রো কখন নিজেকে একজন কমিউনিস্ট এবং কিউবাকে সােশ্যালিস্ট স্টেট রলে ঘােষণা করেন?
উত্তর: ১৯৬১ খ্রিস্টাব্দে আমেরিকার একটি ছােটো সেনাবাহিনীকে অতি সহজে পরাজিত করার পরেই।
প্রশ্ন: কিউবা সংকট কবে দেখা দেয়?
উত্তরঃ ১৯৬২ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: কিউবায় ক্ষেপণাস্ত্র কারা বসিয়ে ছিল?
উত্তর: সোভিয়েত রাশিয়া।
প্রশ্ন: সােভিয়েত রাশিয়া কবে কিউবা থেকে ক্ষেপণাস্ত্র সরিয়ে নেয়?
উত্তর: ১৯৬২ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: মার্কিন যুক্তরাষ্ট্র কবে কিউবার নৌ অবরােধ তুলে নেয়?
উত্তরঃ ১৯৬২ খ্রিস্টাব্দের ২০ নভেম্বর।
প্রশ্ন : কবে কাদের মধ্যে নিউক্লিয়ার টেস্ট বান ট্রিটি’ স্বাক্ষরিত হয়?
উত্তর ঃ ১৯৬৩ খ্রিস্টাব্দে, সোভিয়েত রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে।
প্রশ্ন ঃ তৃতীয় বিশ্বের অন্তর্ভুক্ত কারা? \
উত্তর : এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার সদ্য স্বাধীনতা প্রাপ্ত রাষ্ট্রগুলি।
প্রশ্ন: তৃতীয় বিশ্ব কথাটি কে প্রথম ব্যবহার করেন?
উত্তর: আলজেরিয়ার সাহিত্যিক ফ্রানজ ফ্যানন (Franz Fanon)।
প্রশ্ন ঃ তৃতীয় বিশ্বের অধিকাংশ রাষ্ট্রগুলি কোন্ আন্দোলনের সঙ্গে যুক্ত?
উত্তর: জোট নিরপেক্ষ আন্দোলনের সঙ্গে।
প্রশ্ন : তৃতীয় বিশ্বের অধিকাংশ রাষ্ট্রগুলি কোন্ আন্দোলনের সঙ্গে যুক্ত?
উত্তরঃ জোট নিরপেক্ষ আন্দোলনের সঙ্গে।
প্রশ্ন : বাগদাদ চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
উত্তর: ১৯৫৫ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: ৮৩। ম্যানিলা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
উত্তর: ১৯৫৪ খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে।
প্রশ্ন : জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলনে কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তরঃ বেলগ্রেডে (১৯৬১)।
প্রশ্ন: বান্দুং সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
উত্তর: ১৯৫৫ খ্রিস্টাব্দে।
প্রশ্ন : বেলগ্রেড সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
উত্তর: ১৯৬১ খ্রিস্টাব্দে।
প্রশ্ন : জোট নিরপেক্ষ আন্দোলনের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম একজনের নাম বলাে?
উত্তর : ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু।
File Details:
File Name: ঠাণ্ডা লড়াই সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF সহ
File Format: PDF
No of Page:
File Size: 1 MB
Download Link: Link 1 || Link 2 |Download PDF
এটিও পড়ুন – ভারতের প্রধান প্রধান বন্দর PDF সহ
ট্যাগঃ ঠাণ্ডা লড়াই সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF সহ, জেনে নিন ঠাণ্ডা লড়াই সম্পর্কিত প্রশ্ন উত্তর, Download ঠাণ্ডা লড়াই সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF . 100+ ঠাণ্ডা লড়াই সম্পর্কিত Question & Answer. Latest ঠাণ্ডা লড়াই সম্পর্কিত প্রশ্ন উত্তর With PDF
Pingback: জীববিদ্যার বিভিন্ন শাখার জনক এর তালিকা PDF সহ - Kmdinfo- জিকে ব্যাংক