You are currently viewing ঢাকঢোল উচ্চ বিদ্যালয় – DHAK DHOL HIGH SCHOOL

ঢাকঢোল উচ্চ বিদ্যালয় – DHAK DHOL HIGH SCHOOL

ঢাকঢোল উচ্চ বিদ্যালয়ঃ ঢাকঢোল উচ্চ বিদ্যালয় (DHAK DHOL HIGH SCHOOL ) টি কুশমণ্ডি থানা থেকে ১০ কিলোমিটার দূরে । এটি পশ্চিমবঙ্গের দক্ষিন দিনাজপুর জেলায় অবস্থিত। এটি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এর অন্তর্গত। বিদ্যলয় টি ১৯৪০ সালে চালু হয়েছিল। বিদ্যালয়ের পঠন পাঠন এর মাধ্যম বাংলা ভাষায় এবং শিক্ষার্থীর শিক্ষক অনুপাত ৫০: ১। বিদ্যালয়ের প্রতিটি সদস্যই সর্বোত্তম শিক্ষার পরিবেশ সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

ঢাকঢোল উচ্চ বিদ্যালয়ে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠন পাঠান হয়। বিদ্যালয়ের বর্তমান ছাত্র ছাত্রী প্রায়  1402 জন । এই বিদ্যালয়ের লাইব্রেরিতে 1200 টি বই রয়েছে।

স্কুলটি একাডেমিক ক্ষেত্রে ব্যতিক্রমী ফলাফল দিয়েছে এবং এর ছাত্ররা অতিরিক্ত সহ-পাঠ্যক্রমিক ক্রিয়াকলাপগুলিতেও দক্ষতা অর্জন করেছে।

বিদ্যালয়ের পরিকাঠামো

স্কুল কোড :  19050811102
বিল্ডিংয়ের অবস্থা : সরকার
মোট শ্রেণিকক্ষ:  20

ঢাকঢোল উচ্চ বিদ্যালয়ের যোগাযোগের তথ্য

ঠিকানা
কুশমন্ডি মহিপাল রোড,

ঢাকঢোল, কুশমণ্ডি, দক্ষিণ দিনাজপুর,

পশ্চিমবঙ্গ, পিন – 3৩৩১৩২, ভারত

Facebook Page – Dhak Dhol High School

ফটো গ্যালারী

ঢাকঢোল উচ্চ বিদ্যালয় গুগল ম্যাপঃ

Leave a Reply