দার্জিলিং জেলা সম্পর্কিত সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর

দার্জিলিং জেলাঃ দার্জিলিং জেলা (Darjeeling) হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি বিভাগের একটি জেলা। এটি রাজ্যের উত্তর অংশে অবস্থিত। দার্জিলিং জেলা মনোরম শৈলশহর ও দার্জিলিং চায়ের জন্য বিখ্যাত। দার্জিলিং এই জেলার সদর শহর। কালিম্পং, কার্শিয়ং ও শিলিগুড়ি হল এই জেলার অপর তিন প্রধান শহর। এই জেলার অপর গুরুত্বপূর্ণ শহর মিরিক একটি বিখ্যাত পর্যটনকেন্দ্র।

ভৌগোলিকভাবে এই জেলা দুটি অঞ্চলে বিভক্ত – পার্বত্য অঞ্চল ও সমতল। এই জেলার গোটা পার্বত্য অঞ্চলটি বর্তমানে গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসন নামে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ এক আধা-স্বায়ত্ত্বশাসন সংস্থার এক্তিয়ারভুক্ত। এই এলাকা দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়ং মহকুমায় বিভক্ত। দার্জিলিং হিমালয়ের পাদদেশে অবস্থিত সমভূমিতে শিলিগুড়ি মহকুমা অবস্থিত। এই সমভূমি তরাই নামেও পরিচিত। এই জেলার উত্তরে সিক্কিম রাজ্য, দক্ষিণে বিহার রাজ্যের কিশানগঞ্জ জেলা, পূর্বে জলপাইগুড়ি জেলা ও পশ্চিমে নেপাল। ২০১১ সালের হিসেব অনুসারে, দক্ষিণ দিনাজপুর জেলার পরেই এই জেলা পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বনিম্ন জনসংখ্যা-বহুল জেলা। কিন্তু পরবর্তীতে এই জেলা থেকে কালিম্পং জেলা গঠনকালে বর্তমান দার্জিলিং জেলার জনসংখ্যা ২৩ টি জেলার মধ্যে ২০ তম ৷ অায়তনের ভিত্তিতে জেলাটির স্থান ১৯ তম ৷ সোর্স – উকিপিডিয়া 

দার্জিলিং জেলা সম্পর্কিত সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর

947 সালে স্বাধীনতার পর দার্জিলিং পশ্চিমবঙ্গের প্রেসিডেন্সি বিভাগে আসে।

  •  আয়তনঃ 3,149 বর্গ কিমি.।
  •  অক্ষাংশ ও দ্রাঘিমাংশগত অবস্থানঃ এই জেলা 26°31 উত্তর অক্ষরেখা থেকে 27°13′ 87°59′ পূর্ব দ্রাঘিমারেখা থেকে ৪৪53′ পূর্ব দ্রাঘিমারেখা পর্যন্ত বিস্তৃত।
  • সীমানাঃ উত্তরে-সিকিম রাজ্য, দক্ষিণে-দক্ষিণবঙ্গের উত্তর দিনাজপুর জেলা ও বিহারের পূ্ণিয়া জেলা, পূর্বে-জলপাইগুড়ি জেলা, ভুটান ও বাংলাদেশ এবং পশ্চিমে-নেপাল অবস্থিত।
  • ভূ-প্রকৃতিঃ উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চল এবং দক্ষিণে পর্বতের পাদদেশীয় তরাই অঞ্চল।
  •  জলবায়ুঃ গ্রীষ্মকালে গড় উষ্ণতা 16° -17° সে. এবং শীতকালে 5° -6° সে. থেকে1 -5° সে. পর্যন্ত হয়। পর্বতে 400-600 সেমি, এবং তরাই অঞ্চলে গড় বার্ষিক 200-250 সেমি, বৃষ্টিপাত হয়।
  • নদ নদীঃ তিস্তা, তিস্তার পূর্বদিকের নদীগুলির মধ্যে জলঢাকা, লিস, গি, চেল নদী এবং পশ্চিমদিকের নদীগুলির মধ্যে মহানন্দা, বালাসন, মেচি প্রধান।

এটিও পড়ুন – ঠাণ্ডা লড়াই সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF সহ

  • স্বাভাবিক উদ্ভিদঃ (1) ক্রান্তীয় চিরহরিৎ, (2) উপক্রান্তীয় চিরহরিৎ, (3) সরলবর্গীয়, (4) আল্লীয় তৃণভূমি জাতীয় উদ্ভিদ লক্ষ্য করা যায়।
  • অরণ্যাঞ্চল । 38.28%
  • মৃত্তিকাঃ পডসল মাটি, ধূসর বা বাদামী রঙের মাটি,নুড়ি, কাকর, বালিমিশ্রিত মাটি দেখা যায়।
  • খনিজঃ দার্জিলিং পার্বত্য অঞ্চলে সামান্য পরিমাণে ডলােমাইট, গন্ধক, গ্রাফাইট ও নীচুমানের কয়লা পাওয়া যায়।
  • শিল্প চা শিল্প, কাষ্ঠশিল্প, প্যাকিংবা তৈরি, ফল প্রক্রিয়াকরণ শিল্প গড়ে ওঠেছে।
  • জনসংখ্যা মােট জনসংখ্যা—j6,05,900 জন
  • জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিমিতে 510
  • সাক্ষরতার হার) 62.66 শতাংশ।
  • প্রশাসনিক কাঠামােঃ মহকুমা-4টি (দার্জিলিং সদর, কালিম্পং, কার্শিয়াং, শিলিগুড়ি) গ্রাম-পঞ্চায়েত সমিতি134, আসন সংখ্যা–405; পঞ্চায়েত সমিতি–4, আসন সংখ্যা–64; পৌরসভা—5টি। থানা-27টি, বিধান সভার আসন-5টি, লােকসভার আসন1টি।
  • দর্শনীয় স্থানঃ  (1) দার্জিলিং, (2) কালিম্পং, (3) কার্শিয়াং।

এটিও পড়ুন – অর্থনীতি সম্পর্কিত প্রশ্ন উত্তর

This Post Has One Comment

  1. jagannath mondal

    উচ্চ মাধ্যমিক রেজাল্ট

Leave a Reply