You are currently viewing অর্থনীতি সম্পর্কিত প্রশ্ন উত্তর

অর্থনীতি সম্পর্কিত প্রশ্ন উত্তর

অর্থনীতি সম্পর্কিত প্রশ্ন উত্তর: এই পষ্টে অর্থনীতি সম্পর্কিত প্রশ্ন উত্তর শেয়ার করা হল। বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় উক্ত প্রশ্নগুলি কাজে আসবে।

অর্থনীতি সম্পর্কিত প্রশ্ন উত্তর

 

 • অর্থনীতি ‘রাবা ব্যাঙ্ক এর তরফ থেকে প্রকাশিত, প্রথম ভারতীয় দুগ্ধ সংস্থা হিসাবে, গ্লোবাল শীর্ষ ২০ তালিকায় আমুল এর স্থান কত – ১৬ (বার্ষিক ৫.৫ বিলিয়ন ডলার লাভ করেছে আমূল’। ২২.১ বিলিয়ন মার্কিন ডলার লাভ করে তালিকায় শীর্ষে রয়েছে সুইজারল্যান্ডের নেসলে)।
 • ২০২০ সালে কোন ব্যাঙ্ক হিউম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্ট এক্সেলেন্স পুরস্কার পাচ্ছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক (Nayi Disha’ নামে উদ্যোগের জন্যই এই পুরস্কার পাচ্ছে এই ব্যাঙ্ক)।
 • রাষ্ট্রসংঘের রিপাের্ট অনুযায়ী, করােনার কারণে বিগত ৫ মাসে ‘বিশ্ব পর্যটন শিল্পের মােট ক্ষতির পরিমাণ প্রায় কত বিলিয়ন মার্কিন ডলার প্রায় ৩২০ বিলিয়ন।
 • ড. আ ন উমি আদেশ না, কোন ব্যাঙ্ক গ্রুপের প্রেসিডেন্ট—আমেরিকান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক।
 • এসবিআই মিউচুয়াল ফান্ড’এর ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার এখন কেবিনয় তােনসে।
 • কেভিন মায়ের, সম্প্রতি কোন সংস্থার চিফ এক্সিকিউটিভ অফিসার পদ থেকে পদত্যাগ করলেন টিকটক।
 • রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গ্রুপ প্রেসিডেন্ট এখন কে সঞ্জীব সিং ।
 • ভারতীয় স্টেট ব্যাঙ্ক ম্যানেজার ডিরেক্টর এখন কে অশ্বিনী ভাটিয়া
 • করোনা মােকাবিলার জন্য, কোন সংস্থা মায়ানমার কে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে – এশিয়ান 18 ডেভেলপমেন্ট ব্যাঙ্ক।
 • ২ দেশের মধ্যে সীমান্ত বাণিজ্যকরার জন্য নেপালের সাসটোডিল সংস্থার সঙ্গে সম্প্রতি ভারতের কোন সংস্থা অংশীদার হল ফ্লিপকার্ট। ৪৪। প্রথম মার্কিন সংস্থা হিসাবে ২ ট্রিলিয়ন মার্কিন ডলার বাজার মূল্যে পৌছালাে কারা অ্যাপল।
 • কোন ব্যাঙ্ক সম্প্রতি জন চক খাতা নামে ডিজিটাল সেভিংসঅ্যাকাউন্ট চালু করল পেমেন্ট ব্যাঙ্ক।
 • সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চিফ রিস্ক অফিসার পদে সম্প্রতি কে মনােনীত হলেন – অশ্বিনী কুমারশুক্লা।
 • সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) এক্সকিউটিভ ডিরেক্টর পদে সম্প্রতি কে মনােনীত হলেন – জি পি গর্গ।
 • ডিবিএস ব্যাঙ্ক ইন্ডিয়া’র ম্যানেজিং ডিরেক্টর ও হেড অফ ন্যাশনাল ডিস্ট্রিবিউশন পদে সম্প্রতি কে মনােনীত হলেন প্রশান্ত জোশী।
 • গ্রাহকদের ডিজিটাল ব্যাংকিং চ্যানেল ব্যবহার করতে উৎসাহিত করার জন্য, কোন ব্যাঙ্ক সম্প্রতি ‘DIGITAL APNAYEN’ নামে একটি প্রচার চালু করল – পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক।
 • বাজাজ আলিয়াঞ্জ লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড এর প্রচার দূত এখন কে বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা।

 • পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক’এর ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার পদে সম্প্রতি কে মনােনীত হলেন এস কৃষ্ণন।

 • সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক এর ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার পদে সম্প্রতি কে মনােনীত হলেন – রামকৃষ্ণ মুরলী

 • হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটে ড’এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে সম্প্রতি কে মনােনীত হলেন – হেমন্ত খাতরি।

 • ফেডারেশন অফঅটোমােবাইল ডিলারস অ্যাসোসিয়েশনের (FADA) প্রেসিডেন্ট হিসাবে সম্প্রতি কে মনােনীত হলেন -ভিনকেশ গুলাটি।

এগুলিও পড়ুন 

Leave a Reply