পঙ্কিল রাজনীতিঃ এই অধ্যায়ে পঙ্কিল রাজনীতি সম্পর্কিত প্রশ্ন উত্তর শেয়ার করা হল। ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য নাম সম্পর্কিত প্রশ্ন উত্তর শেয়ার করা হয়েছে চাইলে পড়ে নিতে পারেন। ইংরেজি পত্র ও রচনা পড়তে টিপস টুইট সাইটে আলোচনা করা হয়েছে।
পঙ্কিল রাজনীতি সম্পর্কিত প্রশ্ন উত্তর
প্রশ্নঃ সাধারণভাবে ভূমধ্য সাগরের পূর্ব তীর থেকে পশ্চিমে পাকিস্তান সীমানা পর্যন্ত বিস্তৃত ভূ-ভাগ কী নামে পরিচিত?
উত্তর মধ্যপ্রাচ্য।
প্রশ্নঃ ইউরোপীয় পন্ডিতরা মধ্যপ্রাচ্য নামটি কখন থেকে ব্যবহার করতে শুরু করেন?
উত্তরঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে।
প্রশ্নঃ সুদূর প্রাচ্য বলতে কোন অঞ্চলকে বােঝায়?
উত্তরঃ চিন ও জাপান।
প্রশ্নঃ নিকটপ্রাচ্য বলতে কোন অঞ্চলকে বােঝায়?
উত্তর : বলকান ও তুরস্ক।
প্রশ্ন : মধ্যপ্রাচ্য কোন সম্পদের জন্য গুরুত্বপূর্ণ স্থানের অধিকারী?
উত্তর: তৈল সম্পদের জন্য .
প্রশ্নঃ মধ্যপ্রাচ্যের তৈল ভান্ডারে পৃথিবীর তৈল ভান্ডারে কত শতাংশ তৈল সঞ্চিত রয়েছে বলে জানা যায়?
উত্তরঃ ৪২ শতাংশ।
প্রশ্ন: কবে ইউরোপীয় ইহুদিরা জায়নবাদী আন্দোলনের সূচনা করে?
উত্তরঃ ১৮৯৭ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: কে পৃথক ইহুদি রাষ্ট্রের জন্য জিওনবাদ (Zionism) নামে একটি আন্দোলন প্রবর্তন
উত্তরঃ থিওডোর হার্জেল (Theodore Herzl)।
প্রশ্ন: কবে প্যালেস্টাইন ব্রিটেনের তত্ত্ববধানে অছি ব্যবস্থা ভুক্ত
উত্তরঃ ১৯২০ খ্রিস্টাব্দে।
প্রশ্ন : দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদিরা কোন শক্তিকে সাহায্য করে?
উত্তরঃ মিত্র শক্তি।
প্রশ্ন :দ্বিতীয় বিশ্বযুদ্ধে আরবরা কোন্ পক্ষের প্রতি সহানুভূতিশীল
উত্তর: অক্ষ শক্তির পক্ষে।
প্রশ্ন: বেলফোর কে ছিলেন?
উত্তর: ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রি।
প্রশ্ন: কোন্ ঘােষণার মাধ্যমে ব্রিটেন প্যালেস্টাইনে ইহুদিদের একটি জাতীয় রাষ্ট্র স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিল?
উত্তর: বেলফোর ঘোষণা।
প্রশ্ন: আধুনিক তুরস্কের জনক কাকে বলা হয়?
উত্তরঃ কামাল পাশাকে।
প্রশ্ন: কে আরব জাতিকে বিদ্রোহে প্ররােচনা দেয়?
উত্তরঃ কর্নেল লরেন্স।
প্রশ্ন: ১৯১৫ খ্রিঃ কোন্ ব্রিটিশ প্রতিনিধি আরব নেতা হেজাজের হুসেন-কে যুদ্ধান্তে আরব উপদ্বীপের স্বাধীনতা স্বীকার করা হবে বলে প্রতিশ্রুতি দেন?
উত্তরঃ স্যার হেনরি ম্যাকমোহন।
প্রশ্ন : আরব জাতি কার নেতৃত্বে বিদ্রোহ ঘােষণা করে?
উত্তর : হােজ্জাজের রাজা হুসেনের।
প্রশ্ন : কবে কিংক্রেন কমিশন নামে একটি ইঙ্গ-মার্কিন যুগ্ম কমিশন গঠিত হয়?
উত্তর: ১৯১৯ খ্রিস্টাব্দে।
প্রশ্ন : ১৯২১ খ্রিস্টাব্দে প্যালেস্টাইনে ইহুদি-বিরােধী দাঙ্গার অনুসন্ধানের জন্য কোন্ কমিশন গঠিত
উত্তর : হে ক্রাফট কমিশন।
প্রশ্ন: প্যালেস্টাইনে নিযুক্ত প্রথম ব্রিটিশ হাইকমিশনার কে ছিলেন?
উত্তর: হারবার্ট স্যামুয়েল।
প্রশ্ন: কবে হারবার্ট স্যামুয়েল প্যালেস্টাইনের জন্য একটি নতুন সংবিধানের কথা ঘােষণা করেন?
উত্তর: ১৯২২ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: ১৯২৯ সালে আরব-ইহুদি দাঙ্গার পরিপ্রেক্ষিতে কোন কমিশন গঠিত হয়?
উত্তর : সিম্পসন কমিশন।
প্রশ্ন : রাজকীয় কমিশন কবে গঠিত হয়?
উত্তর: ১৯৩৬ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: রাজকীয় কমিশন অপর কী নামে পরিচিত?
উত্তরঃ পীল কমিশন।
প্রশ্ন: রাজকীয় কমিশনের বা পীল কমিশনের প্রধান কে ছিলেন?
উত্তর: আল পীল।
প্রশ্ন : ম্যাকডােনাল্ড কে ছিলেন?
উত্তর: ব্রিটিশ প্রধানমন্ত্রী।
প্রশ্ন: উড হেড কমিশন কবে নিয়োগ করা হয়?
উত্তরঃ ১৯৩৮ খ্রিস্টাব্দে।
প্রশ্ন :রাজকীয় কমিশন প্যালেস্টাইনকে কয়ভাগে ভাগ করার প্রস্তাব
উত্তর : তিনভাগে।
প্রশ্ন: ডেভিড বেন গুরিয়ন (David Ben Gurion) কে ছিলেন?
উত্তর: আন্তর্জাতিক ইহুদি সংস্থার সভাপতি।
প্রশ্ন: কবে ইরাকের পূর্ণ স্বাধীনতা স্বীকৃত হয়?
উত্তরঃ ১৯৩০ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৫-এর অক্টোবর মাসে ইহুদিদের প্যালেস্টাইনে অনুপ্রবেশে ব্রিটিশ সৈন্য বাধা দিলে কে ১ লক্ষ ইহুদিদের প্যালেস্টাইনে ঢুকতে দিতে বলেন?
উত্তরঃ মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান।
প্রশ্ন : আরব লীগ কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তরঃ ১৯৪৫ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: ব্রিটিশ সরকার প্যালেস্টাইন সমস্যাটি কবে জাতিপুঞ্জের হাতে ছেড়ে দেয় ?
উত্তর: ১৯৪৭ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: জাতিপুঞ্জের সাধারণ সভায় প্যালেস্টাইনকে আরব ও ইহুদিদের মধ্যে ভাগ করার বিশেষ কমিটির
উত্তর: ১৯৪৭-এর ২৯শে নভেম্বর।
প্রশ্ন: স্বাধীন ইজরায়েল রাষ্ট্র কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৪৮-এর ১৪ মে।
প্রশ্ন : কার প্রভাবে ইজরায়েল রাষ্ট্রের সৃষ্টি হয়?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রের।
প্রশ্ন : নব প্রতিষ্ঠিত ইজরায়েল রাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তরঃ ড. কাইম ওয়েইজম্যান্।
প্রশ্ন: নব গঠিত ইজরায়েল রাষ্ট্রকে প্রথম কোন রাষ্ট্র স্বীকৃতি দেয়?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র।
প্রশ্ন : ইজরায়েল কবে জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করে?
উত্তর : ১৯৪৯ খ্রিস্টাব্দে।
প্রশ্ন : আরব লীগ কোন দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘােষণা করেছিল?
উত্তর : ইজরায়েলের।
এটিও পড়ুন – হাওড়া জেলা সম্পর্কিত জানা অজানা প্রশ্ন উত্তর
প্রশ্ন : প্যালেস্টাইন কে কেন্দ্র করে কবে আরবলীগ ইজরায়েল আক্রমণ করে?
উত্তরঃ ১৯৪৮-এর ১৪ই মে।
প্রশ্ন: কবে প্রথম আরব-ইজরায়েল যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়?
উত্তরঃ ১৯৪৯ সালে।
প্রশ্ন : আর ন্যাশনালিস্ট মুভমেন্ট (ANA) নামে সংস্থাটি কার নেতৃত্বে গড়ে ওঠে?
উত্তৰ: ডা হাবিব-এর।
প্রশ্ন : ইয়াসের আরাফাত-এর নেতৃত্বে কোন সংগঠনটি গঠিত হয়?
উত্তরঃ ফাতাহ (Fatah)
প্রশ্ন: ফাতাহ সংগঠনটি কবে গড়ে ওঠে?
উতরঃ ১৯৫৮ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: প্যালেস্টাইন মুক্তি মাের্চ (P.LO) কবে গঠিত হয়?
উত্তর: ১৯৬৪ খ্রিস্টাব্দে।
প্রশ্নঃ প্যালেস্টাইন মুক্তি মাের্চা কোন গঠিত হয়েছিল?
উত্তরঃ প্যালেস্টাইনে ইহুদিমুক্ত করতে।
প্রশ্ন: কবে ক্যাম্প ডেভিড চুক্তি সম্পাদিত হয়?
উত্তর : ১৯৭৯ খ্রিস্টাব্দে।
প্রশ্ন : কর্ণেল লরেন্স কে ছিলেন?
উত্তর ব্রিটিশ সেনাপতি।
প্রশ্ন: পি,এল,ও নেতা মহম্মদ হাসেন আবু সাদাত কবে নিহত হন?
উত্তর : ১৯৯৩ খ্রি ২১ সেপ্টেম্বর।
প্রশ্ন : হেবরন চুক্তি করে সম্পাদিত হয় ?
উত্তর : ১৯৯৭ খ্রিস্টাব্দে।
প্রশ্নঃ ইজরায়েল কবে মিশর আক্রমণ করে?
উত্তর : ১৯৫৫ খ্রিস্টাব্দে।
প্রশ্নঃ জগলুল পাশা কে ছিলেন?
উত্তরঃ মিশরের জাতীয়তাবাদী আন্দোলনের নেতা।
প্রশ্নঃ ফারুক কে ছিলেন?
উত্তরঃ মিশরের রাজা।
প্রশ্নঃ কার নেতৃত্বে মিশরে জাতীয় বিপ্লব ঘটে ?
উত্তরঃ সাদ জগলুল পাশার।
প্রশ্নঃ জগলুল পাশা প্রতিষ্ঠিত দলের নাম কী ছিল?
উত্তরঃ ওয়াফদ।
প্রশ্নঃ কে মিশরীয়দের মুকুটহীন সম্রাট?
উত্তরঃ সাদ জগলুল পাশা।
প্রশ্নঃ জর্জ হাবাস কে ছিলেন?
উত্তরঃ প্যালেস্টাইনের পপুলার ফ্রন্টের নেতা।
প্রশ্নঃ পি. এল. ও কবে লেবাননে প্রবাসী সরকার গঠন জাত করে ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে?
উত্তর : ১৯৭১ খ্রিস্টাব্দে।
প্রশ্ন : গামাল আবদেল নাসের কবে মিশরের প্রেসিডেন্ট হন?
উত্তরঃ ১৯৫৬ খ্রিস্টাব্দে।
প্রশ্ন : মিশরের রাষ্ট্রপ্রধান জেনারেল নেগুইব কবে ক্ষমতাচ্যুত হন?
উত্তরঃ ১৯৫৪ খ্রিস্টাব্দে।
প্রশ্ন : সুয়েজ খাল কবে খনন করা হয় ?
উত্তর : ১৮৬৯ খ্রিস্টাব্দে।
প্রশ্ন : সুয়েজখাল কোন দেশে অবস্থিত ?
উত্তরঃ মিশরে।
প্রশ্ন : নাসের কবে সুয়েজ খাল কোম্পানি জাতীয়করণের কথা ঘােষণা করেন?
উত্তর: ১৯৫৬-র ২৬শে জুলাই।
প্রশ্নঃ সুয়েজ সংকটকে কেন্দ্র করে মিশরকে কোন রাষ্ট্র আক্রমণ
উত্তরঃ ইজরায়েল।
প্রশ্নঃ কবে সংযুক্ত আরব প্রজাতন্ত্র গঠিত গ্রহণ করেন?
উত্তরঃ ১৯৫৮ খ্রিস্টাব্দে।
প্রশ্ন : আসওয়ান বাঁধ প্রকল্প কে হয় ?
উত্তরঃ গামাল আবদেল নাসের।।
প্রশ্নঃ আসওয়ান বাঁধ কার ওপর নির্মাণ করা হয়েছিল?
উত্তরঃ নীলনদের।
প্রশ্নঃ রাষ্ট্রপতি নাসেরের মৃত্যুর পর মিশরের নতুন রাষ্ট্রপতি কে হন?
উত্তরঃ আনোয়ার সাদাত।
প্রশ্নঃ কার নির্দেশে ইঙ্গ – ফরাসি পক্ষ ও ইজরায়েল মিশর থেকে ১৯৫৬-র ডিসেম্বরে সৈন্য অপসারণে বাধ্য হয়?
উত্তরঃ জাতিপুঞ্জের।
এটিও পড়ুন – পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তালিকা, Free PDF
প্রশ্নঃ আইজেন হাওয়ার নীতি কবে ঘােষণা করা হয়?
উত্তরঃ ১৯৫৭-র ৫ই জানুয়ারী।
প্রশ্ন : ১৯৫৬ খ্রিঃ আগষ্ট মাসে সুয়েজ খাল সমস্যা সংক্রান্ত লন্ডন সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব কে করেন?
উত্তরঃ ভারতের বিদেশমন্ত্রী কৃষ্ণ মেনন।
প্রশ্ন : ১৯৬২ খ্রিস্টাব্দে ইরাকে রাজতন্ত্র উচ্ছেদ করে কে ক্ষমতা অধিকার করেন?
উত্তরঃ জেনারেল কাসেম।
প্রশ্নঃ রামদান যুদ্ধ কবে হয়?
উত্তরঃ ১৯৭৩ খ্রিস্টাব্দে।
ট্যাগঃ জেনে নিন পঙ্কিল রাজনীতি সম্পর্কিত প্রশ্ন উত্তর, পঙ্কিল রাজনীতি সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF সহ, ডাউনলোড পঙ্কিল রাজনীতি সম্পর্কিত প্রশ্ন উত্তর, ১০০০+ পঙ্কিল রাজনীতি সম্পর্কিত প্রশ্ন উত্তর, ইতিহাসের পঙ্কিল রাজনীতি সম্পর্কিত প্রশ্ন উত্তর