You are currently viewing ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য নাম

ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য নাম

ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য নাম: এই পোষ্টে ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য নাম শেয়ার করা হল। আপনারা যারা ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য নাম PDF সহ প্রশ্ন ও উত্তর খুঁজেছেন, আশা করি তাদের খুব কাজে আসবে। এটিও পড়ুন – জীবন বিজ্ঞান সম্পর্কিত প্রশ্ন ও উত্তর – জীবন বিজ্ঞান 1000+ জিকে

ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য নাম

  • পশ্চিমবঙ্গ – যাত্রা, ছৌ, কাঠি, রায়বেঁশে ।
  • কেরল : কথাকলি, চাকিয়ারকুথু, কৃষ্ণানাট্রাম, তাঙাত্রিকালি, মােহিনী আটম, কোডিয়াট্রাম, ওট্রাম থুল্লাল, চাতিট্টি নাথাকাম থেইয়াম, মোটিভেট।
  • অসম : বিহু, আনকিয়া নাট, ওজাপালি।
  • অন্ধ্রপ্রদেশ: ভিথিভাসাভাটাম, কুচিপুডি, কোটাম।
  • রাজস্থান : খাইয়লি, চামার গিনডার, ঝুলন লীলা, ঝুমার (ঘুমের), কায়াঙ্গা।
  • মহারাষ্ট্র : লাবনী, লেজিম, দাহিকলা, তামাশা।
  • তামিলনাড়ু : ভরতনাট্যম: দেভারাট্রাম, পরকাল, থেরুক কোথু।
  • গুজরাট : ভাবাই, গর্বা, রাসিলা, ত্রিপ্পানি, ডান্ডিয়ারাস।
  • উত্তরপ্রদেশ : চাপ্পেলি, কাজরি, কারান, কুমাওন, নৌটঙ্কি।
  • ওড়িশা : বাকাওয়াটা, ডান্তানাটে, ওড়িশি।
  • মধ্যপ্রদেশ:  লােটা, পান্ডভানি, মাচা।
  • পাঞ্জাব : গিদ্দা, ভাঙ্গড়া।
  • মণিপুর লাই হারােবা, মহারাসা।
  • হিমাচল প্রদেশ : কানাইয়ালা, কায়াঙ্গা, গিজ্ড। গারহাউন, মুনজী, লুড়ি
  • বিহার : বিদেশিয়া, যাতাযতিন, ফাগ, পুরবি।
  • জম্মু ও কাশ্মীর : চাকরী, হিকাট, রউফ।
  • উত্তর ভারত :কথক।
  • হরিয়ানা : সোয়াং
  • মেঘালয়: ওয়ানগালা লাহো।

Leave a Reply