You are currently viewing পশ্চিম মেদিনীপুর জেলা সম্পর্কিত জিকে

পশ্চিম মেদিনীপুর জেলা সম্পর্কিত জিকে

পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত মেদিনীপুর বিভাগের একটি জেলা। ২০০২ সালের ১লা জানুয়ারী বৃহত্তর অবিভক্ত মেদিনীপুর জেলাকে দুই ভাগে বিভক্ত করে এই জেলা প্রতিস্থাপিত হয়। এই জেলাতে তিনটি মহকুমা রয়েছেঃ খড়গপুর, মেদিনীপুর সদর এবং ঘাটাল।

পশ্চিম মেদিনীপুর জেলা সম্পর্কিত জিকে

ভৌগােলিক আয়তন। 9295.28 বর্গ কিমি।

  •  অক্ষাংশ ও দ্রাঘিমাংশগত অবস্থানঃ উত্তর গােলার্ধে 22°30′ থেকে 22°57′ উত্তর অক্ষরেখা এবং ৪6°33′ থেকে 87°58′ পূর্ব-দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত।
  • সীমানাঃ উত্তরে বাঁকুড়া ও হুগলি, দক্ষিণ-পশ্চিমে-ওড়িশা, পূর্বে পূর্ব-মেদিনীপুর ও হাওড়া, পশ্চিমে ঝড়খন্ড ও পুরুলিয়া।
  • ভূ-প্রকৃতিঃ সমতল ও পলিগঠিত আবার ক্ষয়প্রাপ্ত মালভূমির অংশ নিয়ে গঠিত ভূ-প্রকৃতি।
  • জলবায়ুঃ গড় বৃষ্টিপাতের পরিমাণ 1450 মি.মি. এবং তাপমাত্রা 10°-44° সে.-এর মধ্যে।
  • নদ-নদীঃ শিলাবতী বা শিলাই, কংসাবতী বা কাঁসাই, সুবর্ণরেখা, রসুলপুর, দ্বারকেশ্বর ইত্যাদি। স্বাভাবিক উদ্ভিদ শাল, কেন্দু, আসন, কুটি, পিয়ালি, নিম, মহুয়া, কুসুম ইত্যাদি প্রধান বৃক্ষ।
  • কৃষিঃ ধান, আলু, ডাল জাতীয় শস্য, নানারকম সজ্জি, ফল, পান ও ফুল চাষ হয়। খনিজ দ্রব্য। এই জেলার বেলপাহাড়ীতে ম্যাঙ্গানীজ পাওয়া যায়।
  • জনসংখ্যাঃ মােট জনসংখ্যা–96,38,473 (অবিভক্ত) জনসংখ্যার ঘনত্ব—প্রতি বর্গ কিমিতে 685 (অবিভক্ত)।
  • প্রশাসনিক কাঠামােঃ মহকুমা–4টি (মেদিনীপুর, খড়পুর ঘাটাল, ঝাড়গ্রাম); থানা27টি, ব্লক-29টি, সঞ্চায়েত সমিতি29টি, গ্রাম পঞ্চায়েত-290টি পৌরসভা—৪টি, বিধানসভার কেন্দ্র–21টি, লােকসভা কেন্দ্র—3টি।
  • শিক্ষা প্রতিষ্ঠানঃ প্রাথমিক স্কুলের সংখ্যা-4687, মাধ্যমিক স্কুলের সংখ্যা–340টি; উচ্চ মাধ্যামিক স্কুলের সংখ্যা 215টি, মাদ্রাসা—16টি। বিশ্ববিদ্যালয় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, আই. আই. টি. (খজপুর)

এটিও পড়ুন – ভারতের আন্তর্জাতিক বিমান বন্দর সমূহ

Leave a Reply