প্রথম বাঙালী ব্যাক্তিত্ব

প্রথম বাঙালী ব্যাক্তিত্ব এর তালিকা PDF সহ। First Bengali personality with PDF

প্রথম বাঙালী ব্যাক্তিত্বঃ ব্যক্তিত্ব (Personality ) বলতে পরিবেশগত ও শারীরিক উপাদানের প্রভাবে বিকশিত চারিত্রিক উদাহরণ আচরণ,বোধ,আবেগকে বুঝায়।মনবিজ্ঞানে ব্যক্তিত্ব হচ্ছে, কোনো একজনের মানসিক প্রক্রিয়া ও আচরণের এমন এক স্বতন্ত্র ধরন, যা কেবল তার মধ্যেই বিদ্যমান থাকবে যেটি কিনা অন্যদের কাছ থেকে সেই ব্যক্তিকে আলাদা করবে।

বাঙালি জাতি বা বাঙালী জাতি দক্ষিণ এশিয়ার বিশেষ একটি ইন্দো-আর্য জাতিগোষ্ঠীর নাম। স্থানীয় জনসংখ্যা স্বাধীন বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বরাক উপত্যকা এবং নিম্ন আসাম ও মণিপুরের কিছু অংশের মধ্যে বিভক্ত। তাদের অধিকাংশই বাংলায় কথা বলে, যা ইন্দো-ইরানী ভাষাসমূহের বিশেষ একটি ভাষা।

প্রথম বাঙালী ব্যাক্তিত্ব এর তালিকা

প্রথম নৌ বাহিনীর অ্যাডমিরাল এ. কে. চ্যাটার্জী
প্রধান প্রথম স্থলবাহিনীর প্রধান জেঃ জয়ন্ত চৌধুরী
প্রথম বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল সুব্রত মুখার্জী
প্রথম অনার্স গ্র্যাজুয়েট কামিনী রায়
প্রথম এম. এ. ডিগ্রী লাভ করেন। চন্দ্ৰমুখী বসু
প্রথম উপন্যাস লেখেন প্যারিচাঁদ মিত্র
প্রথম আই.সি.এস. পদত্যাগ করেন সুভাষচন্দ্র বসু
প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ের পি.এইচ.ডি সুরমা মিত্র
প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজী সাহিত্যে ডক্টরেট পান গায়ত্রী গুহ রায়
প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফেলো নির্বাচিত হন। সরমা রায়
প্রথম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অনার্স গ্র্যাজুয়েট কেতকী কুমার ভাইসন
প্রথম ব্যারিস্টার হন। সত্যেন্দ্রনাথ ঠাকুর
প্রথম আই.সি.এস. হন রেজিনা গুহ
প্রথম শহিদ হন। প্রীতিলতা ওয়াদ্দেদার
প্রথম স্যার উপাধি পান চন্দ্রমাধব ঘোষ
প্রথম শেরিফ দিগম্বর মিত্র
প্রথম এভারেষ্ট জয়ী সত্যব্রত দাম
প্রথম নাইট উপাধি ত্যাগ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর
প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত
প্রথম রবীন্দ্র পুরস্কার পান আশাপূর্ণা দেবী
প্রথম পাইলট দূর্বা বন্দ্যোপাধ্যায়
প্রথম ম্যাগসাইসাই পুরস্কার লাভ করেন অমিতাভ চৌধুরী
প্রথম মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইলা মজুমদার
প্রথম কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ্মা খাস্তগীর ও মঞ্জুলা বসু
প্রথম ইংলিশ চ্যানেল সাঁতারে পার হন (মহিলা) আরতি সাহা
প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রম করেন (পুরুষ) মিহির সেন
প্রথম হিমালয়ের উচ্চতা আবিষ্কার করেন রাধানাথ শিকদার
প্রথম ম্যাগসাইসাই পুরস্কার জয়ী অমিতাভ চৌধুরী
প্রথম নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর
প্রথম জ্ঞানপীঠ পুরস্কার জয়ী তারাশংকর বন্দ্যোপাধ্যায়
প্রথম রাজ্যপাল পদ্মাজা নাইডু
প্রথম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রমা চৌধুরী
প্রথম বি.এ. পাশ করেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও যদুনাথ বসু
প্রথম ইঞ্জিনিয়ার নীলমনি মিত্র
লেনিন শান্তি পুরস্কার অরুণা আসফ আলি
প্রথম মুখ্যমন্ত্রী সুচেতা কৃপালিনী
প্রথম এশিয়াডে স্বর্ণপদকজয়ী ধাবিকা জ্যোতির্ময়ী শিকদার
প্রথম লর্ড উপাধি পান সত্যেন্দ্র প্রসন্ন সিংহ
প্রথম সেনাধ্যক্ষ কর্ণেল সুরেশচন্দ্র বিশ্বাস
প্রথম সাইকেলে বিশ্বভ্রমণ করেন। রামনাথ বিশ্বাস
প্রথম জাতীয় মহাসভার সভাপতি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
প্রথম জাতীয় অধ্যাপক সত্যেন্দ্রনাথ বসু
প্রথম এম.এস.সি. পরীক্ষায় সর্বোচ্চ স্থান লাভ বীথিকা বসু (রক্ষিত)
প্রথম চলচ্চিত্র পরিচালক রূপে ডক্টরেট পান সত্যজিৎ রায়
প্রথম বিদেশে বাংলা নাটক অভিনয়কারী শিশির ভাদুড়ী
প্রথম অ্যাডভোকেট জেনারেল স্যার ব্রজেন্দ্রনাথ মিত্র
প্রথম বিদেশে হিন্দুধর্ম প্রচারক স্বামী বিবেকানন্দ
প্রথম লোকসভার সদস্য নির্বাচিত হন সুচেতা কৃপালিনী
প্রথম সংবাদপত্রের সম্পাদিকা ভূবনমোহিনী দেবী
প্রথম বিলাতযাত্রী রাজকুমারী বসু
প্রথম বার্লিন বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট প্রভাবতী দাসগুপ্ত
প্রথম ইংরাজি কবিতা লিখে খ্যাতি অর্জন সরোজিনী নাইডু
প্রথম বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলার গুরুদাস বন্দ্যোপাধ্যায়
প্রথম কলকাতা কর্পোরেশনের কাউন্সিলার সরোজিনী দে
প্রথম ভারতীয় জাতীয় সংগ্রেসের সভানেত্রী সরোজিনী নাইডু

 

এটিও জেনে নিনঃ কথাসাহিত্য ও ছোটগল্পের তালিকা PDF সহ? (Fiction and short stories)

File Name: প্রথম বাঙালী ব্যাক্তিত্ব ও তার তালিকা PDF সহ

File Format: PDF

PDF File Name:প্রথম বাঙালী ব্যাক্তিত্ব ও তার তালিকা PDF সহ

PDF File Size: 523 KB

No of Page: 2 Page

Download Link: প্রথম বাঙালী ব্যাক্তিত্ব

 

Leave a Reply