প্রথম বাঙালী ব্যাক্তিত্বঃ ব্যক্তিত্ব (Personality ) বলতে পরিবেশগত ও শারীরিক উপাদানের প্রভাবে বিকশিত চারিত্রিক উদাহরণ আচরণ,বোধ,আবেগকে বুঝায়।মনবিজ্ঞানে ব্যক্তিত্ব হচ্ছে, কোনো একজনের মানসিক প্রক্রিয়া ও আচরণের এমন এক স্বতন্ত্র ধরন, যা কেবল তার মধ্যেই বিদ্যমান থাকবে যেটি কিনা অন্যদের কাছ থেকে সেই ব্যক্তিকে আলাদা করবে।
বাঙালি জাতি বা বাঙালী জাতি দক্ষিণ এশিয়ার বিশেষ একটি ইন্দো-আর্য জাতিগোষ্ঠীর নাম। স্থানীয় জনসংখ্যা স্বাধীন বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বরাক উপত্যকা এবং নিম্ন আসাম ও মণিপুরের কিছু অংশের মধ্যে বিভক্ত। তাদের অধিকাংশই বাংলায় কথা বলে, যা ইন্দো-ইরানী ভাষাসমূহের বিশেষ একটি ভাষা।
প্রথম বাঙালী ব্যাক্তিত্ব এর তালিকা
প্রথম নৌ বাহিনীর | অ্যাডমিরাল এ. কে. চ্যাটার্জী |
প্রধান প্রথম স্থলবাহিনীর প্রধান | জেঃ জয়ন্ত চৌধুরী |
প্রথম বিমান বাহিনীর প্রধান | এয়ার মার্শাল সুব্রত মুখার্জী |
প্রথম অনার্স গ্র্যাজুয়েট | কামিনী রায় |
প্রথম এম. এ. ডিগ্রী লাভ করেন। | চন্দ্ৰমুখী বসু |
প্রথম উপন্যাস লেখেন | প্যারিচাঁদ মিত্র |
প্রথম আই.সি.এস. পদত্যাগ করেন | সুভাষচন্দ্র বসু |
প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ের পি.এইচ.ডি | সুরমা মিত্র |
প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজী সাহিত্যে ডক্টরেট পান | গায়ত্রী গুহ রায় |
প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফেলো নির্বাচিত হন। | সরমা রায় |
প্রথম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অনার্স গ্র্যাজুয়েট | কেতকী কুমার ভাইসন |
প্রথম ব্যারিস্টার হন। | সত্যেন্দ্রনাথ ঠাকুর |
প্রথম আই.সি.এস. হন | রেজিনা গুহ |
প্রথম শহিদ হন। | প্রীতিলতা ওয়াদ্দেদার |
প্রথম স্যার উপাধি পান | চন্দ্রমাধব ঘোষ |
প্রথম শেরিফ | দিগম্বর মিত্র |
প্রথম এভারেষ্ট জয়ী | সত্যব্রত দাম |
প্রথম নাইট উপাধি ত্যাগ করেন। | রবীন্দ্রনাথ ঠাকুর |
প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক | মাইকেল মধুসূদন দত্ত |
প্রথম রবীন্দ্র পুরস্কার পান | আশাপূর্ণা দেবী |
প্রথম পাইলট | দূর্বা বন্দ্যোপাধ্যায় |
প্রথম ম্যাগসাইসাই পুরস্কার লাভ করেন | অমিতাভ চৌধুরী |
প্রথম মেকানিক্যাল ইঞ্জিনিয়ার | ইলা মজুমদার |
প্রথম কলকাতা হাইকোর্টের বিচারপতি | পদ্মা খাস্তগীর ও মঞ্জুলা বসু |
প্রথম ইংলিশ চ্যানেল সাঁতারে পার হন (মহিলা) | আরতি সাহা |
প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রম করেন (পুরুষ) | মিহির সেন |
প্রথম হিমালয়ের উচ্চতা আবিষ্কার করেন | রাধানাথ শিকদার |
প্রথম ম্যাগসাইসাই পুরস্কার জয়ী | অমিতাভ চৌধুরী |
প্রথম নোবেল পুরস্কার পান | রবীন্দ্রনাথ ঠাকুর |
প্রথম জ্ঞানপীঠ পুরস্কার জয়ী | তারাশংকর বন্দ্যোপাধ্যায় |
প্রথম রাজ্যপাল | পদ্মাজা নাইডু |
প্রথম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য | ড. রমা চৌধুরী |
প্রথম বি.এ. পাশ করেন। | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও যদুনাথ বসু |
প্রথম ইঞ্জিনিয়ার | নীলমনি মিত্র |
লেনিন শান্তি পুরস্কার | অরুণা আসফ আলি |
প্রথম মুখ্যমন্ত্রী | সুচেতা কৃপালিনী |
প্রথম এশিয়াডে স্বর্ণপদকজয়ী ধাবিকা | জ্যোতির্ময়ী শিকদার |
প্রথম লর্ড উপাধি পান | সত্যেন্দ্র প্রসন্ন সিংহ |
প্রথম সেনাধ্যক্ষ | কর্ণেল সুরেশচন্দ্র বিশ্বাস |
প্রথম সাইকেলে বিশ্বভ্রমণ করেন। | রামনাথ বিশ্বাস |
প্রথম জাতীয় মহাসভার সভাপতি | উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় |
প্রথম জাতীয় অধ্যাপক | সত্যেন্দ্রনাথ বসু |
প্রথম এম.এস.সি. পরীক্ষায় সর্বোচ্চ স্থান লাভ | বীথিকা বসু (রক্ষিত) |
প্রথম চলচ্চিত্র পরিচালক রূপে ডক্টরেট পান | সত্যজিৎ রায় |
প্রথম বিদেশে বাংলা নাটক অভিনয়কারী | শিশির ভাদুড়ী |
প্রথম অ্যাডভোকেট জেনারেল | স্যার ব্রজেন্দ্রনাথ মিত্র |
প্রথম বিদেশে হিন্দুধর্ম প্রচারক | স্বামী বিবেকানন্দ |
প্রথম লোকসভার সদস্য নির্বাচিত হন | সুচেতা কৃপালিনী |
প্রথম সংবাদপত্রের সম্পাদিকা | ভূবনমোহিনী দেবী |
প্রথম বিলাতযাত্রী | রাজকুমারী বসু |
প্রথম বার্লিন বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট | প্রভাবতী দাসগুপ্ত |
প্রথম ইংরাজি কবিতা লিখে খ্যাতি অর্জন | সরোজিনী নাইডু |
প্রথম বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলার | গুরুদাস বন্দ্যোপাধ্যায় |
প্রথম কলকাতা কর্পোরেশনের কাউন্সিলার | সরোজিনী দে |
প্রথম ভারতীয় জাতীয় সংগ্রেসের সভানেত্রী | সরোজিনী নাইডু |
এটিও জেনে নিনঃ কথাসাহিত্য ও ছোটগল্পের তালিকা PDF সহ? (Fiction and short stories)
File Name: প্রথম বাঙালী ব্যাক্তিত্ব ও তার তালিকা PDF সহ
File Format: PDF
PDF File Name:প্রথম বাঙালী ব্যাক্তিত্ব ও তার তালিকা PDF সহ
PDF File Size: 523 KB
No of Page: 2 Page
Download Link: প্রথম বাঙালী ব্যাক্তিত্ব