মানব শরীরের বিভিন্ন অঙ্গ ও কাজ সম্পর্কিত প্রশ্ন উত্তর

মানব শরীরের বিভিন্ন অঙ্গ ও কাজ : জীব বিজ্ঞানে অঙ্গ (Organ বা যন্ত্র) হলো একগুচ্ছ কলা যা নির্দিষ্ট একটি বা অনেকগুলি কাজ সম্পন্ন করে। সাধারণত কলা সমূহ প্রধান ও স্পোরাডিক কলায় বিভক্ত। প্রধান কলা হলো ওই সকল কলা যারা কোন অঙ্গের জন্য নির্দিষ্ট। যেমন, হৃৎপিণ্ডের প্রধান কলা হলো হৃৎপেশী। অন্যদিকে স্পোরাডিক কলাসমূহ হলো স্নায়ু, রক্ত, যোজক কলা ইত্যাদি।

মানব শরীরের বিভিন্ন অঙ্গ ও কাজ সম্পর্কিত প্রশ্ন উত্তর

১. মানুষের মস্তিষ্কের সবচেয়ে বড় অংশটির নাম কী?

উত্তরঃ – মানুষের মস্তিষ্কের সবচেয়ে বড় অংশটির নাম সেরেব্রাম।

২. মানুষের চোখের মধ্যে থাকা রঙিন অংশ যা কতটা আলো চোখে প্রবেশ করবে সেটি নিয়ন্ত্রণ করে— এর নাম কী?

 উত্তর– মানুষের চোখের মধ্যে থাকা রঙিন অংশ যা কতটা আলো চোখে প্রবেশ করবে সেটি নিয়ন্ত্রণ করে সেটি হল –  আইরিস।

৩. মানুষের ত্বক ও চুলের রং নির্ধারণকারী পদার্থের নাম কী?

উত্তরঃ মানুষের ত্বক ও চুলের রং নির্ধারণকারী পদার্থের নাম মেলালিন।

৪. শরীরে থাইয়ের সামনের দিকে থাকা পেশিকে কী বলা হয়?

উত্তরঃ শরীরে থাইয়ের সামনের দিকে থাকা পেশিকে কোয়ার্ডরিসেপস বলা হয়।

৫. সত্য না কি মিথ্যা বলো— হৃদপিণ্ডের নিচের দিকে থাকা দুটি প্রকোষ্টকে নিয়ল বলে।

উত্তরঃ হৃদপিণ্ডের নিচের দিকে থাকা দুটি প্রকোষ্টকে নিয়ল বলে  সত্য।

৬. নখ কী পদার্থ দিয়ে তৈরি?

উত্তরঃ নখ ক্যারোটিন পদার্থ দিয়ে তৈরি ।

৭. মানুষের দেহের সবচেয়ে বড় অঙ্গ কী?

উত্তরঃ মানুষের দেহের সবচেয়ে বড় অঙ্গ হল ত্বক।

৮. হাড়ের অভ্যন্তরে থাকা পদার্থটির নাম কী?

উত্তরঃ হাড়ের অভ্যন্তরে থাকা পদার্থটির নাম বোন ম্যারো

৯. সত্য না কি মিথ্যা বলো— প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে ৫০০-এর বেশি হাড় থাকে।

উত্তরঃ প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে ৫০০-এর বেশি হাড় থাকে মিথ্যা (২০৬ টি)

১০. মানুষের দেহে ফুসফুস কয়টি?

উত্তরঃ মানুষের দেহে ফুসফুস ২টি

১১. মানুষের কণ্ঠনালির আরেক নাম কী?

উত্তরঃ মানুষের কণ্ঠনালির আরেক নাম ল্যারিংস।

১২. নাকের দুই ফুঁটোকে কী বলে?

উত্তরঃ নাকের দুই ফুঁটোকে নাসারন্দ্র বলে।

১৩. বিশেষ গঠনের কোষের কারণে জিহ্বার মাধ্যমে মানুষ টক, মিষ্টি, তিক্ততা ও লবণাক্ততা বুঝতে পারে। বিশেষ গঠনের এই কোষের নাম কী?

উত্তরঃ বিশেষ গঠনের কোষের কারণে জিহ্বার মাধ্যমে মানুষ টক, মিষ্টি, তিক্ততা ও লবণাক্ততা বুঝতে পারে। বিশেষ গঠনের এই কোষের নাম স্বাদ গ্রন্থি ।

১৪. যে হাড়ে মেরুদণ্ড তৈরি হয় তাকে কী বলে?

উত্তরঃ যে হাড়ে মেরুদণ্ড তৈরি হয় তাকে ভার্টেবরে বলে।

১৫. ডিএনএ-এর বিশেষ আকৃতিকে কী বলে?

উত্তরঃ ডিএনএ-এর বিশেষ আকৃতিকে ডাবল হেলিক্স বলে।

১৬. হৃদপিণ্ড থেকে সারা শরীরে রক্ত ছড়িয়ে যাওয়াকে কী বলে?

উত্তরঃ হৃদপিণ্ড থেকে সারা শরীরে রক্ত ছড়িয়ে যাওয়াকে  রক্তসংবহন বলে।

১৭. হৃদপিণ্ডসহ বুকের মধ্যে থাকা অঙ্গগুলোকে যে হাড়সমষ্টি রক্ষা করে তাকে কী বলে?

উত্তরঃ

হৃদপিণ্ডসহ বুকের মধ্যে থাকা অঙ্গগুলোকে যে হাড়সমষ্টি রক্ষা করে তাকে পাঁজর বলে।

১৮. লম্বা পাইপের মতো অঙ্গ যা গলা থেকে পাকস্থলীতে খাবার বয়ে নেয় তাকে কী বলে?

উত্তরঃ

লম্বা পাইপের মতো অঙ্গ যা গলা থেকে পাকস্থলীতে খাবার বয়ে নেয় তাকে অন্ননালি বলে।

১৯. সত্য না কি মিথ্যা বলো— ভারসাম্য রাখতে কান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উত্তরঃ ভারসাম্য রাখতে কান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সত্য ।

২০. মানুষের ত্বকের বাইরের অংশকে কী বলে?

উত্তরঃ মানুষের ত্বকের বাইরের অংশকেএপিডার্মিস বলে।

এটিও পড়ুন – ভারতবর্ষের বিভিন্ন মন্দির ও নির্মাতা এর তালিকা

ট্যাগ: মানব শরীরের বিভিন্ন অঙ্গ ও কাজ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF, Free Download মানব শরীরের বিভিন্ন অঙ্গ ও কাজ সম্পর্কিত প্রশ্ন উত্তর

This Post Has 2 Comments

Leave a Reply