[dropcap type=”default”]বিশ্ববিদ্যালয়[/dropcap]পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয় সমূহের তালিক্যঃ পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয় সমূহের তালিকা এই পোস্টে শেয়ার করা হল। বিশ্ববিদ্যাল্যগুলি কোথায় কোথায় অবস্তিত তা তালিকা আকারে দেখানো হয়েছে।
পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয় সমূহের তালিকা
বিশ্ববিদ্যালয়ের নাম | অবস্থান |
কলকাতা বিশ্ববিদ্যালয় | কলেজ স্ট্রীট, কলকাতা |
যাদবপুর বিশ্ববিদ্যালয় | যাদবপুর |
বর্ধমান বিশ্ববিদ্যালয় | বর্ধমান |
কল্যাণী বিশ্ববিদ্যালয় | কল্যাণী, নদীয়া |
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় | দার্জিলিং (রাজা রামমোহন পুর) |
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় | কলেজ স্ট্রিট, কলকাতা |
সিধো কানহো-বীরসা বিশ্ববিদ্যালয় | পুরুলিয়া |
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় | পশ্চিম মেদিনীপুর |
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। | বীরভূম |
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় | বি.টি. রোড কলকাতা |
নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় | উডবার্ন পার্ক কলকাতা |
বেঙ্গল ইঞ্জিনিয়ারিং এণ্ড সায়েন্স ইউনিভার্সিটি (ডিমড়) | হাওড়া (শিবপুর) |
বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় | নদীয়া (মোহনপুর) |
পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান | (বেলগাছিয়া) কলকাতা। |
পশ্চিমবঙ্গ কারিগরি বিশ্ববিদ্যালয় | (শেক্সপিয়ার সরণি) কলকাতা |
পশ্চিমবঙ্গ আইন বিশ্ববিদ্যালয় | (সল্টলেক) কলকাতা |
উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় | কোচবিহার (পুণ্ডিবাড়ি) |
গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয | মালদা |
ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি | বারাসাত |
আলিয়া ইউনিভার্সিটি | সল্টলেক |
রামকৃষ্ণ বিবেকানন্দ ইউনিভার্সিটি | বেলুড় |
ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্স | সল্টলেক কলকাতা |
এগুলিও পড়ুন –