ভারতীয়দের মধ্যে প্রথম পুরুষ ব্যক্তিগণ

ভারতীয়দের মধ্যে প্রথম পরুষ ব্যক্তিগণঃ এই পোষ্টে ভারতীয়দের মধ্যে প্রথম পরুষ ব্যক্তিগণ নিয়ে আলোচনা করা হয়েছে। আপনারা যারা ভারতীয়দের মধ্যে প্রথম পরুষ ব্যক্তিগণ এর তালিকা খুঁজছেন আশা করি তাদের খুব কাজে আসবে।

ভারতীয়দের মধ্যে প্রথম পুরুষ ব্যক্তিগণ

প্রশ্নঃ প্রথম বিলেত যাত্রা করেন ?
উত্তর : রাজা রামমোহন রায়।
উত্তর : চলচ্চিত্র পরিচালক শ্রী তপন সিংহ।।
প্রশ্ন : প্রথম বাঙালি স্পিকার (লোকসভা) কে?
প্রশ্ন : প্রথম অস্কার পুরস্কার পান?
উত্তর : ভানু আথাইয়া।
প্রশ্ন : প্রথম বড়লাট ?
উত্তর : চক্রবর্তী রাজাগোপালাচারী।
প্রশ্ন : এভারেস্টের চূড়ায় আরোহণ এবং সুমেরু অভিযান করেন প্রথম বাঙালী?
উত্তর- সত্যব্রত দাম। (২০০৪, ২০০৮)
প্রশ্ন : প্রথম স্যার উপাধি ত্যাগ করেন ?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন : প্রথম আই. সি. এস হন?
উত্তর : সত্যেন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন : প্রথম এভারেস্টের উচ্চতা মাপেন?
উত্তর : রাধানাথ শিকদার।
প্রশ্ন : প্রথম এভারেস্ট আরোহণ করেন?
উত্তর : তেনজিং নোরগে।
প্রশ্ন : প্রথম কংগ্রেস সভাপতি হন?
উত্তর ও উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
প্রশ্ন : প্রথম প্রধানমন্ত্রী হন?
উত্তর : জওহরলাল নেহেরু।
প্রশ্ন : প্রথম রাষ্ট্রপতি হন?
উত্তর ঃ ডঃ রাজেন্দ্র প্রসাদ। |
প্রশ্ন : প্রথম ব্যারিস্টার হন?
এটিও পড়ুন – সাধারন জ্ঞান সম্পর্কিত জিকে প্রশ্ন উত্তর

প্রশ্ন : প্রথম ডেপুটি ম্যাজিস্ট্রেট হন ?
উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
প্রশ্ন : প্রথম মহাকাশে যান?
উত্তর : রাকেশ শর্মা।
প্রশ্ন : প্রথম স্থল বাহিনীর প্রধান কে হন?
উত্তর : জেনারেল কারিয়াপ্পা।।
প্রশ্ন : প্রথম বিমান বাহিনীর প্রধান কে হন?
উত্তর : এয়ার মার্শাল সুব্রত মুখার্জী।
প্রশ্ন : প্রথম নৌবাহিনীর প্রধান কে হন?
উত্তর : অ্যাডমিরাল এ. চক্রবর্তী।
প্রশ্ন : প্রথম টেস্ট ক্রিকেট খেলোয়াড় কে?
উত্তর : রণজিৎ সিং।
প্রশ্ন : কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্র্যাজুয়েট কারা।
উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও যদুনাথ বসু।
প্রশ্ন : প্রথম ম্যাগসেসে পুরস্কার পান কে?
উত্তর : আচার্য বিনোবা ভাবে।।
প্রশ্ন : বিশ্বকাপ ফুটবলে প্রথম রেফারি কে?
উত্তর ঃ শঙ্কর (২০০২ বিশ্বকাপ)।।
প্রশ্ন : প্রথম কলকাতা রত্ন’ কে?

উত্তর : সােমনাথ চট্টোপাধ্যায়।
প্রশ্ন : প্রথম বাঙালি প্রতিরক্ষা মন্ত্রী কে?
উত্তর : প্রণব মুখোপাধ্যায়। |
প্রশ্ন : প্রথম নোবেল পুরস্কার পান?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।
এটিও পড়ুন –জেনারেল নলেজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর #2020

Leave a Reply