ভারতীয় রেলপথ ও তার তালিকা PDF সহ

ভারতীয় রেলপথ ও তার তালিকা PDF সহ।

ভারতীয় রেলপথলঃ

ভারতীয় রেল (হিন্দি: भारतीय रेल, Bhāratīya Rail) ভারতের সরকারি রেলওয়ে কোম্পানি এবং ভারত সরকারের রেল মন্ত্রকের একটি বিভাগীয় সংস্থা। দেশের রেল পরিবহণের সিংহভাগ এই সংস্থার মালিকানাধীন। ভারতীয় রেল বিশ্বের বৃহত্তম ও ব্যস্ততম রেল পরিবহন ব্যবস্থাগুলির অন্যতম।[১] 

 

                       ভারতীয় রেলপথ ও তার তালিকা PDF সহ

                  নাম   প্রতিষ্ঠা     সংক্ষিপ্তরূপ              হেড কোয়ার্টার্স   পথ (কিমি)
১. মধ্য রেলওয়ে ১৯৫১ সি আর মুম্বাই (ছত্রপতি শিবাজী টার্মিনাল) ৩৯০৫
২. পূর্ব রেলওয়ে ১৯৫২ ই আর কলকাতা ২৪১৪
৩. উত্তর রেলওয়ে ১৯৫২ এন আর নিউ দিল্লি ৬৯৬৮
৪. উত্তর-পূর্ব রেলওয়ে ১৯৫২ এন ই আর গোরক্ষপুর ৩৬৬৭
৫. উত্তর-পূর্ব ফ্রন্টিয়ার রেলওয়ে ১৯৫৮ এন এফ আর গুয়াহাটি (মালিগাঁও) ৩৯০৭
৬. দক্ষিণ রেলওয়ে ১৯৫১ এস আর চেন্নাই ৫০৯৮
৭. দক্ষিণ-মধ্য রেলওয়ে ১৯৬৬ এস সি আর সেকেন্দ্রাবাদ ৫৯৫১
৮. দক্ষিণ-পূর্ব রেলওয়ে ১৯৫৫ এস ই আর কলকাতা ২৬৩১
৯. পশ্চিম রেলওয়ে ১৯৫১ ডব্লু আর মুম্বাই (চার্চ গেট) ৬১৮২
১০. পূর্ব-মধ্য রেলওয়ে ২০০২ ই সি আর হাজিপুর ৩৬২৮
১১. উত্তর-মধ্য রেলওয়ে ২০০৩ এন সি আর এলাহাবাদ ৩১৫১
১২. দক্ষিণ-পূর্ব মধ্য রেলওয়ে ২০০৩ এস ই সি আর বিলাসপুর ২৪৪৭
১৩. উত্তর-পশ্চিম রেলওয়ে ২০০২ এন ডব্লু আর জয়পুর ৫৪৫৯
১৪. পূর্ব উপকূল রেলওয়ে ২০০৩ ইসি ও আর ভুবনেশ্বর ২৬৭৭
১৫. পশ্চিম-মধ্য রেলওয়ে ২০০৩ ডব্লু সি আর জব্বলপুর ২৯৬৫
১৬. দক্ষিণ-পশ্চিম রেলওয়ে ২০০৩ এস ডব্লু আর হুবলি ৩১৭৭
১৭. কোঙ্কন রেলওয়ে কে আর নবি মুম্বাই
১৮. কলকাতা মেট্রো রেলওয়ে ২০১০ কে এম আর কলকাতা ২৮

 

এটিও জেনে নিনঃ বিশ্বের উচ্চতম জলপ্রপাত এর তালিকা PDF সহ

File Name:ভারতীয় রেলপথ ও তার তালিকা PDF সহ

File Format: PDF

PDF File Name:ভারতীয় রেলপথ ও তার তালিকা PDF সহ

PDF File Size:346 KBPS

No of Page:01

Download Link:[VI]

Leave a Reply