ভারতীয় সেনাবাহিনী পদ এর তালিকা PDF সহ

ভারতীয় সেনাবাহিনী পদ এর তালিকা PDF সহ

ভারতীয় সেনাবাহিনীঃ ভারতীয় সেনাবাহিনী (भारतीय थलसेना) হচ্ছে ভারতীয় সামরিক বাহিনীর বৃহত্তম শাখা। এই শাখার উপর ন্যস্ত রয়েছে যাবতীয় স্থলভিত্তিক সামরিক কার্যাবলির দায়িত্ব। এই বাহিনীর প্রাথমিক লক্ষ্যগুলি হল: বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা করা, আভ্যন্তরিন শান্তি ও নিরাপত্তা রক্ষা করা, সীমান্ত প্রহরা ও সন্ত্রাসবাদবিরোধী অপারেশন পরিচালনা করা। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য দুর্বিপাকের সময় উদ্ধারকাজ সহ বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজও সেনাবাহিনী করে থাকে। ভারতের রাষ্ট্রপতি সেনাবাহিনীর সর্বাধিনায়ক।১৯৪৭ সালে স্বাধীনতাপ্রাপ্তির অব্যবহিত পরেই ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর অধিকাংশ রেজিমেন্টকে একত্রিত করে ভারতীয় সেনাবাহিনী গঠিত হয়।[১]

                 ভারতীয় সেনাবাহিনী পদ এর তালিকা PDF সহ

                      স্থলবাহিনী (Army)            জলবাহিনী (Navy)          বিমানবাহিনী (Airforce)
১। ফিল্ড মার্শাল/জেনারেল অফ দ্য আর্মি ১। অ্যাডমিরাল অব দ্য ফ্লিট ১। মার্শাল অফ দ্য এয়ারফোর্স
২। জেনারেল ২। অ্যাডমিরাল ২। এয়ার চিফ মার্শাল
৩। লেঃ জেনারেল ৩। ভাইস অ্যাডমিরাল ৩। এয়ার মার্শাল
81 মেজর জেনারেল ৪। রেয়ার অ্যাডমিরাল ৪। এয়ার ভাইস-মার্শাল
৫। ব্রিগেডিয়ার/ব্রিগেডিয়ার জেনারেল ৫। কমোডোর ৫। এয়ার কমোডোর
৬। কোলোনেল ৬। ক্যাপটেন ৬। গ্রুপ ক্যাপটেন
৭। লেঃ কোলোনেল ৭। কম্যানডর ৭। উইং কম্যানডর
৮। মেজর/কম্যানডেন্ট ৮। লেঃ কম্যানডর ৮। স্কোয়ানড্রন লিডার
৯। ক্যাপ্টেন ৯। লেফটেন্যান্ট ৯। ফ্লাইট লেফটেনেন্ট
১০। লেফটেন্যান্ট/ফার্স্ট লেফটেন্যান্ট ১০। সাব-লেফটেনেন্ট ১০। ফ্লাইং অফিসার
১১। সেকেন্ড লেফটন্যান্ট ১১। এনসাইন/মিডশিপম্যান ১১। পাইলট অফিসার
১২। অফিসার ক্যাডেট ১২। অফিসার ক্যাডেট ১২। ফ্লাইং ক্যাডেট

 

এটিও জেনে নিনঃমানুষের গুন সম্পর্কিত ইংরেজি শব্দ অর্থ সহ | Qualities of Human Beings English Word

File Name:ভারতীয় সেনাবাহিনী পদ এর তালিকা PDF সহ

File Format:PDF

PDF File Name:ভারতীয় সেনাবাহিনী পদ এর তালিকা PDF সহ 

PDF File Size:385 KBPS

No of Page:01

Download Link:[VII]

Leave a Reply