ভারতীয় সেনাবাহিনীঃ ভারতীয় সেনাবাহিনী (भारतीय थलसेना) হচ্ছে ভারতীয় সামরিক বাহিনীর বৃহত্তম শাখা। এই শাখার উপর ন্যস্ত রয়েছে যাবতীয় স্থলভিত্তিক সামরিক কার্যাবলির দায়িত্ব। এই বাহিনীর প্রাথমিক লক্ষ্যগুলি হল: বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা করা, আভ্যন্তরিন শান্তি ও নিরাপত্তা রক্ষা করা, সীমান্ত প্রহরা ও সন্ত্রাসবাদবিরোধী অপারেশন পরিচালনা করা। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য দুর্বিপাকের সময় উদ্ধারকাজ সহ বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজও সেনাবাহিনী করে থাকে। ভারতের রাষ্ট্রপতি সেনাবাহিনীর সর্বাধিনায়ক।১৯৪৭ সালে স্বাধীনতাপ্রাপ্তির অব্যবহিত পরেই ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর অধিকাংশ রেজিমেন্টকে একত্রিত করে ভারতীয় সেনাবাহিনী গঠিত হয়।[১]
ভারতীয় সেনাবাহিনী পদ এর তালিকা PDF সহ
স্থলবাহিনী (Army) | জলবাহিনী (Navy) | বিমানবাহিনী (Airforce) |
১। ফিল্ড মার্শাল/জেনারেল অফ দ্য আর্মি | ১। অ্যাডমিরাল অব দ্য ফ্লিট | ১। মার্শাল অফ দ্য এয়ারফোর্স |
২। জেনারেল | ২। অ্যাডমিরাল | ২। এয়ার চিফ মার্শাল |
৩। লেঃ জেনারেল | ৩। ভাইস অ্যাডমিরাল | ৩। এয়ার মার্শাল |
81 মেজর জেনারেল | ৪। রেয়ার অ্যাডমিরাল | ৪। এয়ার ভাইস-মার্শাল |
৫। ব্রিগেডিয়ার/ব্রিগেডিয়ার জেনারেল | ৫। কমোডোর | ৫। এয়ার কমোডোর |
৬। কোলোনেল | ৬। ক্যাপটেন | ৬। গ্রুপ ক্যাপটেন |
৭। লেঃ কোলোনেল | ৭। কম্যানডর | ৭। উইং কম্যানডর |
৮। মেজর/কম্যানডেন্ট | ৮। লেঃ কম্যানডর | ৮। স্কোয়ানড্রন লিডার |
৯। ক্যাপ্টেন | ৯। লেফটেন্যান্ট | ৯। ফ্লাইট লেফটেনেন্ট |
১০। লেফটেন্যান্ট/ফার্স্ট লেফটেন্যান্ট | ১০। সাব-লেফটেনেন্ট | ১০। ফ্লাইং অফিসার |
১১। সেকেন্ড লেফটন্যান্ট | ১১। এনসাইন/মিডশিপম্যান | ১১। পাইলট অফিসার |
১২। অফিসার ক্যাডেট | ১২। অফিসার ক্যাডেট | ১২। ফ্লাইং ক্যাডেট |
এটিও জেনে নিনঃমানুষের গুন সম্পর্কিত ইংরেজি শব্দ অর্থ সহ | Qualities of Human Beings English Word
File Name:ভারতীয় সেনাবাহিনী পদ এর তালিকা PDF সহ
File Format:PDF
PDF File Name:ভারতীয় সেনাবাহিনী পদ এর তালিকা PDF সহ
PDF File Size:385 KBPS
No of Page:01
Download Link:[VII]