ভারতের জনসংখ্যা সম্পর্কিত জানা অজানা তথ্য

ভারতের জনসংখ্যা: ভারতের জনপরিসংখ্যান অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ। ভারত বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনবহুল রাষ্ট্র। ২০১১ সালের জনগণনা তথ্য অনুযায়ী, ভারতের জনসংখ্যা ১২১ কোটিরও বেশি; যা সমগ্র বিশ্বের জনসংখ্যার এক-ষষ্ঠাংশ। বিশ্বের সামগ্রিক জনসংখ্যার ১৭.৫% ভারতের অধিবাসী। মনে করা হচ্ছে, ২০২৫ সালের মধ্যে চীনকে ছাপিয়ে ভারত বিশ্বের সর্বাধিক জনবহুল রাষ্ট্র হয়ে উঠবে এবং ২০৫০ সাল নাগাদ ভারতের জনসংখ্যা ১৬০ কোটি ছাড়িয়ে যাবে।[১][২] যদিও ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার ১.৪১%, যা বিশ্বে ৯৩তম।

ভারতের জনসংখ্যা সম্পর্কিত জানা অজানা তথ্য

  •  ভারতের প্রথম জনগণনা হয় কবে?
    উত্তর:- উত্তরঃ 1872 সালে, 1881 থেকে নিয়মিত
  •  ভারতে মােট জনসংখ্যা কত?
    উত্তর:- 102 কোটি 70 লক্ষ 15 হাজার 247 জন
  • ভারতে পুরুষ ও মহিলার অনুপাত কত?
    উত্তর:- 1000 : 933
  • সর্বাধিক জনবহুল কোন রাজ্য?
    উত্তর:- উত্তরপ্রদেশ (16.60 কোটি) (2য়-মহারাষ্ট্র, 3য়-বিহার,  চতুর্থ পশ্চিমবঙ্গ)
  • সর্বাধিক জনবিরল রাজ্য কোনটি?
    উত্তর:- সিকিম (5.40 লক্ষ)
  • সর্বাধিক জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি?
    উত্তর:-  দিল্লি (137 লক্ষ 82 হাজার)
  • সর্বাধিক জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি?
    উত্তর:- লাক্ষাদ্বীপ ( 60 হাজার 595 জন)
  • ভারতের গড় জনঘনত্ব কত?
    উত্তর:- 324 জন/বর্গ কিমি.
  • সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট অঞ্চল কোনটি?
    উত্তর:- দিল্লি (9294 জন/বর্গ কিমি.)
  • সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি?
    উত্তর:- পশ্চিমবঙ্গ ( 904 জন/বর্গকিমি.) (2য়-বিহার, 3য়-কেরালা)
  • সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি?
    উত্তর:- অরুণাচল প্রদেশ (13 জন/বর্গ কিমি.)
  • ভারতের সাক্ষরতার হার কত?
    উত্তর:-  65.38%
  • সর্বাধিক শিক্ষিত রাজ্য কোনটি ?
    উত্তর:- কেরল (90.92%) (2য়-মিজোরাম, 3-লক্ষদ্বীপ, এ্থ-গােয়া)
  • সর্বাপেক্ষা কম শিক্ষিত রাজ্য কোনটি ?
    উত্তর:- বিহার (47.53%)
  • ভারতে মােট রাজ্যের সংখ্যা কয়টি?
    উত্তর:- 28টি 31শে অক্টোবর 2000 : ছত্তিশগড়
  • ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কয়টি?
    উত্তর:- 7টি 9 ই নভেম্বর 2000, : উত্তরাঞ্চল
  • ভারতের নবীনতম রাজ্য কোনটি?
    উত্তর:- ঝাড়খণ্ড 15ই নভেম্বর 2000 : ঝাড়খণ্ড
  • সাক্ষরতার দিক থেকে ভারতের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কততম?
    উত্তর:- দ্বাদশ (69.22%)
  • জনসংখ্যার দিক থেকে ভারতে পশ্চিমবঙ্গের স্থান কত?
  • উত্তর:- চতুর্থ তম
  • ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি?
    উত্তর:- অন্ধ্রপ্রদেশ (তেলেগু ভাষা
  • 2011 সালের জনগণনা 1872 সাল থেকে অদ্যাবধি নিরবিচ্ছিন্নভাবে সংঘটিত হয়ে আসা জনগণনার ধারায় পঞ্চদশতম স্বাধীন ভারতের সপ্তম।
  • আদমশুমারী উঠে যাবে ভারতে। আগামী 2011 সালে শেষ আদমশুমারী হবে। তারপর দেশ চলবে রিয়েল টাইম পপুলেশন সিস্টেমে। মাউস ক্লিক করলেই জানা যাবে পপুলেশন।

এগুলিও পড়ুন

Leave a Reply