You are currently viewing ভারতের জলবায়ু সম্পর্কিত প্রশ্ন উত্তর

ভারতের জলবায়ু সম্পর্কিত প্রশ্ন উত্তর

[dropcap type=”default”]A[/dropcap]এই পোষ্টে ভারতের জলবায়ু সম্পর্কিত প্রশ্ন উত্তর শেয়ার করা হল। উক্ত তথ্যগুলি বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা ও চাকুরী পরীক্ষায় কাজে আসবে। নিম্নে ভারতের জলবায়ু সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF সহ এর তালিকা দেওয়া হল। এটিও পড়ুন – সংবিধানের কী এবং সংবিধানের উৎস সম্পর্কিত তথ্য।

জলবায়ু :

ভারতের জলবায়ু কোন স্থানের অনেক দিনের (৩৫ বছরের বেশি) আবহাওয়ার গড়কে সেই স্থানের জলবায়ু বলে। ভারতের জলবায়ু বলতে সাধারণভাবে বোঝায় এক বিশাল ভৌগোলিক ক্ষেত্রে ভারতের বৈচিত্র্যপূর্ণ আবহাওয়া পরিস্থিতি। কোপেন আবহাওয়া বর্গীকরণ অনুসারে, ভারতে ছয়টি প্রধান আবহাওয়া সংক্রান্ত উপবর্গ দেখা যায়: পশ্চিমে মরুভূমি, উত্তরে আল্পীয় তুন্দ্রা ও হিমবাহ থেকে দক্ষিণ পশ্চিমে ও দ্বীপাঞ্চলের ক্রান্তীয় আর্দ্র বর্ষণারণ্য। কোনো কোনো অঞ্চলে আবার পৃথক স্থানীয় জলবায়ুরও দেখা মেলে। দেশে মোট চারটি প্রধান ঋতু: শীত (জানুয়ারি-ফেব্রুয়ারি), গ্রীষ্ম (মার্চ থেকে মে), বর্ষা (জুন থেকে সেপ্টেম্বর) ও শরৎ-হেমন্ত (অক্টোবর থেকে ডিসেম্বর)

ভারতের জলবায়ু সম্পর্কিত প্রশ্ন উত্তর

  • ভারতের জলবায়ু কেমন প্রকৃতির?
    উত্তরঃ – ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির।
  • ভারতে গ্রীষ্মকালে উত্তর-পশ্চিম দিক থেকে আগত প্রবল ঝড়কে কী বলে?
    উত্তরঃ নরওয়েস্টার।
  • গ্রীষ্মকালে পাঞ্জাব হরিয়ানায় প্রবাহিত ধূলিঝড়কে কী বলে?
    উত্তরঃ —আঁধি।
  • পৃথিবীর মধ্যে সর্বাধিক বৃষ্টিপাত হয়?
    উত্তরঃ —মৌসিনরাম (১৩৯২ সেমি.)
  • ভারতে বছরে দু’বার বৃষ্টি হয়?
    উত্তরঃ —তামিলনাড়ু উপকূল বা করমন্ডল উপকূল।
  • ভারতে সর্বনিম্ন বৃষ্টিপাত হয়?
    উত্তরঃ  পশ্চিম রাজস্থান ও লাক।
  • পৃথিবীর শীতলতম স্থান?
    উত্তরঃ  ভারখয়ানস্ক (সাইবেরিয়া)
  • ভারতের বৃষ্টিছায় অঞ্চল হল?
    উত্তরঃ  শিলং মালভূমি ও পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল।
  • পৃথিবীর উষ্ণতম স্থান হল?
    উত্তরঃ —জেকোবাবাদ (পাকিস্তান)।
  • পশ্চিম ভারতের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল হল?
    উত্তরঃ  মালাবার উপকূল।
  • শীতকালে ভারতে বৃষ্টিপাত হয় কোথায়?
    উত্তরঃ  উত্তর-পশ্চিম অঞ্চলে।
  • ভারতের শীতকালে বৃষ্টিপাত হয়?
    উত্তরঃ—ভূমধ্যসাগর থেকে আগত পশ্চিমী ঘূর্ণবাতের প্রভাব।

এগুলিও পড়ুন

Leave a Reply