প্রথম মাহাকাশযাত্রীঃ সোভিয়েত ইউনিয়নের ইয়ুরি গ্যাগারিন ছিলেন মহাকাশ যাত্রাকারী প্রথম মানব।১৯৮২ খ্রিষ্টাব্দের ২০ সেপ্টেম্বর তিনি একজন মহাকাশচারী হওয়ার জন্যে মনোনীত হন এবং ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) ও সোভিয়েত ইন্টারকসমস মহাকাশ কর্মসূচির মধ্যে যৌথ প্রকল্পের অংশ হিসেবে মহাকাশ যাত্রা করেন।[১]
ভারতের প্রথম মাহাকাশযাত্রীর তালিকা PDF সহ
* প্রথম যাত্রীবাহী মহাকাশযান | পূর্বতন সোভিয়েত ইউনিয়নের কর্ণেল ইউরি গ্যাগারিন ১৯৬১ সালের ১২ এপ্রিল ৪.৬৫ টন ওজনের মহাকাশযান ‘ভস্তক’-এ মহাকাশযাত্রা করেন এবং ৮৯.৩৪ মিনিটে পৃথিবীর একটি কক্ষপথ প্রদক্ষিণ করেন। |
* মহাকাশে প্রথম মহিলা |
পূর্বতন সোভিয়েত ইউনিয়নের লেফঃ কর্ণেল ভ্যালেন্তিনা তেরস্তোভ ১৬জুন ১৯৬৩ সালে ‘ভস্তক – ৬’-এ চড়ে ৪৮টি কক্ষ ২দিন ২২ ঘন্টা ৪২ মিনিটে প্রদক্ষিণ করেন। এছাড়াও আরও দু’জন হলেন—পূর্বতন সোভিয়েতের সেভতিনা সাভিৎস্কায়া (১৯ আগস্ট ১৯৮২) ও মার্কিন যুক্তরাষ্ট্রের স্যালি রাইড (১৮ জুন, ১৯৮৩)। |
* প্রথম ভারতীয় মহাকাশযাত্রী | ১৮৮৪ সালের ৩ এপ্রিল রাকেশ শর্মা প্রথম ভারতীয় হিসাবে মহাকাশে পাড়ি দেন। |
* মহাকেশে প্রথম পদচারণা | ১৯৬৫ সালের ১৮ মার্চ লেফঃ কর্ণেল অ্যালেক্সে এলিওহব (বর্তমানে মেজর জেনারেল) ‘ভস্তক-২’ থেকে প্রথম মহাকাশযান বহির্ভূত কাজে সামিল হন। |
* মহাকাশ উড়ান সূত্রের | ‘ম্যাথেমেটিক্যাল প্রিন্সিপ্যালস্ অব ন্যাচারাল ফিলোজফি’ নামক গ্রন্থে। |
* মহাকাশে অবতরণকারী প্রথম যান | ১৯৭০ সালের ১৭ নভেম্বর মহাকাশে অবতরণকারী প্রথম মনুষ্যবিহীন যান হ’ল ‘লুনোখড-১’। এটি চাঁদে অবতরণ করে। |
এটিও জেনে নিনঃ সবসময় ব্যবহৃত 100 বিশেষণের ইংরেজি বিপরীত শব্দ
File Format: ভারতের প্রথম মাহাকাশযাত্রীর তালিকা PDF সহ
File Name: PDF
PDF File Name: ভারতের প্রথম মাহাকাশযাত্রীর তালিকা PDF সহ
PDF File Size: 385 KBPS
No Of Page: 01
Download Link : প্রথম মাহাকাশযাত্রী