ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন উৎসব

ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন উৎসব এর তালিকা PDF সহ

ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন উৎসবঃ-

উৎসব বলতে সাধারণত সামাজিক, ধর্মীয় এবং ঐতিহ্যগত প্রেক্ষাপটে পালিত আনন্দ অনুষ্ঠানকে বোঝায়।তবে উৎসবের সময় জাতি-ধর্ম নির্বিশেষে সকল মানুষ আনন্দে মেতে ওঠে।বাংলার উৎসব বলতে দুর্গাপূজা র স্থান সবার প্রথমে।বাংলায় প্রচলিত লোকায়িত উৎসবের মধ্যে রয়েছে পহেলা বৈশাখ, চৈত্র সংক্রান্তি, নবান্ন, পৌষ মেলা ইত্যাদি।[১] 

  ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন উৎসব এর তালিকা PDF সহ

রাজ্য উৎসব
পশ্চিমবঙ্গ দুর্গাপূজা, কালীপূজা, লক্ষ্মী পূজা, ভাইফোঁটা, নববর্ষ,দোল।
ত্রিপুরা ঘুড়ি উৎসব, ডাণ্ডি দরবার, তারনেটরের মেলা, নবরাত্রি।
উড়িষ্যা রথযাত্রা, কোনারক উৎসব।
বিহার ছট্ পূজা, করম উৎসব, পারুল।
অসম বিহু।
ছত্রিশগড় পোলা নবখাই।
ঝাড়খণ্ড পাহ ছটপূজা।
মহারাষ্ট্র গণেশ চতুর্থী, নাগপঞ্চমী, জামসিদ নাউরোজ।
তামিলনাড়ু পোঙ্গল, জাল্লিকাট্টু।
পাঞ্জাব করবাচওত, লোহরি, বৈশাখী, সাতোয়া।
অন্ধ্ৰপ্ৰদেশ মহাকালীযাত্রা, উগাডি-মার্চ তেলেগু নববর্ষ), মার্চ।
হিমাচল প্রদেশ চম্বারমিঞ্জুর।
উত্তরপ্রদেশ রামনবমী, রামলীলা।
মধ্যপ্রদেশ তানসেন সঙ্গীত উৎসব।
গোয়া কার্ণিভাল, শিগমো উৎসব।
সিকিম লোসার, চাইতা, লোসাং
জম্মু ও কাশ্মীর লোরি, আশুজ।
রাজস্থান আদিবাসী কুম্ভমেলা
কেরালা বিশু, ওনাম, তিস্ক, কুরম।
হরিয়ানা হিয়াদুজ, গুপ্পা, সবেবরাত, নাওমি
উত্তরাঞ্চল কুম্ভমেলা ও অর্ধ কুম্ভমেলা।
মেঘালয় ওয়াংগালা।
দিল্লি রোশেনারা, শালিমার।
নাগাল্যাণ্ড পাখি উৎসব, অঙ্গামিদের সেক্রেনি
দাদরা ও নগর হাভেলি দিবাসোর
মিজোরাম চাপচারকুট, মিমকুট।
পুদুচেরী ফরাসি বাস্তিল দিবস।

 

এটিও জেনে নিনঃ বাংলার উৎসব প্রবন্ধ রচনা 600 শব্দের মধ্যে

File Name: ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন উৎসব এর তালিকা PDF সহ

File Format: PDF

PDF File Name: ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন উৎসব এর তালিকা PDF সহ

File Size: 325 KBPS

No Of Page: 01

Download Link: বিভিন্ন রাজ্যের বিভিন্ন উৎসব ।

Leave a Reply