ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন উৎসবঃ-
উৎসব বলতে সাধারণত সামাজিক, ধর্মীয় এবং ঐতিহ্যগত প্রেক্ষাপটে পালিত আনন্দ অনুষ্ঠানকে বোঝায়।তবে উৎসবের সময় জাতি-ধর্ম নির্বিশেষে সকল মানুষ আনন্দে মেতে ওঠে।বাংলার উৎসব বলতে দুর্গাপূজা র স্থান সবার প্রথমে।বাংলায় প্রচলিত লোকায়িত উৎসবের মধ্যে রয়েছে পহেলা বৈশাখ, চৈত্র সংক্রান্তি, নবান্ন, পৌষ মেলা ইত্যাদি।[১]
ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন উৎসব এর তালিকা PDF সহ
রাজ্য | উৎসব |
পশ্চিমবঙ্গ | দুর্গাপূজা, কালীপূজা, লক্ষ্মী পূজা, ভাইফোঁটা, নববর্ষ,দোল। |
ত্রিপুরা | ঘুড়ি উৎসব, ডাণ্ডি দরবার, তারনেটরের মেলা, নবরাত্রি। |
উড়িষ্যা | রথযাত্রা, কোনারক উৎসব। |
বিহার | ছট্ পূজা, করম উৎসব, পারুল। |
অসম | বিহু। |
ছত্রিশগড় | পোলা নবখাই। |
ঝাড়খণ্ড পাহ | ছটপূজা। |
মহারাষ্ট্র | গণেশ চতুর্থী, নাগপঞ্চমী, জামসিদ নাউরোজ। |
তামিলনাড়ু | পোঙ্গল, জাল্লিকাট্টু। |
পাঞ্জাব | করবাচওত, লোহরি, বৈশাখী, সাতোয়া। |
অন্ধ্ৰপ্ৰদেশ | মহাকালীযাত্রা, উগাডি-মার্চ তেলেগু নববর্ষ), মার্চ। |
হিমাচল প্রদেশ | চম্বারমিঞ্জুর। |
উত্তরপ্রদেশ | রামনবমী, রামলীলা। |
মধ্যপ্রদেশ | তানসেন সঙ্গীত উৎসব। |
গোয়া | কার্ণিভাল, শিগমো উৎসব। |
সিকিম | লোসার, চাইতা, লোসাং |
জম্মু ও কাশ্মীর | লোরি, আশুজ। |
রাজস্থান | আদিবাসী কুম্ভমেলা |
কেরালা | বিশু, ওনাম, তিস্ক, কুরম। |
হরিয়ানা | হিয়াদুজ, গুপ্পা, সবেবরাত, নাওমি |
উত্তরাঞ্চল | কুম্ভমেলা ও অর্ধ কুম্ভমেলা। |
মেঘালয় | ওয়াংগালা। |
দিল্লি | রোশেনারা, শালিমার। |
নাগাল্যাণ্ড | পাখি উৎসব, অঙ্গামিদের সেক্রেনি |
দাদরা ও নগর হাভেলি | দিবাসোর |
মিজোরাম | চাপচারকুট, মিমকুট। |
পুদুচেরী | ফরাসি বাস্তিল দিবস। |
এটিও জেনে নিনঃ বাংলার উৎসব প্রবন্ধ রচনা 600 শব্দের মধ্যে
File Name: ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন উৎসব এর তালিকা PDF সহ
File Format: PDF
PDF File Name: ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন উৎসব এর তালিকা PDF সহ
File Size: 325 KBPS
No Of Page: 01
Download Link: বিভিন্ন রাজ্যের বিভিন্ন উৎসব ।