ভৌগলিক পরিবেশ ও ইতিহাস – ভৌগোলিক গঠন হলো পৃথিবীর প্রাকৃতিকভাবে গঠিত গঠনাকৃতি। প্রাকৃতিক ভৌগোলিক গঠনগুলো ভূমিরূপ এবং বাস্তুতন্ত্র নিয়ে গঠিত। উদাহরণস্বরূপ, ভূখণ্ডের ধরন (পরিবেশের প্রাকৃতিক উপাদান) হলো প্রাকৃতিক ভৌগোলিক গঠন। বিপরীতে, মানব বসতি বা অন্যান্য প্রকৌশলগত রূপগুলি কৃত্রিম ভৌগোলিক গঠনের ধরন হিসাবে বিবেচিত হয়।
ভৌগলিক পরিবেশ ও ইতিহাস সম্পর্কিত প্রশ্ন উত্তর
প্রশ্ন: ভারতের উত্তর সীমান্তে কোন পর্বতমালা বিরাজমান?
উত্তর : ভারতের উত্তর সীমান্তে হিমালয় পর্বতমালা অতন্দ্র প্রহরীর মত বিরাজমান।
প্রশ্ন: কোন পর্বতমালা ভারতকে দুই ভাগে বিভক্ত করেছে? ঐ দুটি অংশের নাম কি?
উত্তর : বিন্ধ্য-পর্বতমালা ভারতকে দুটি অংশে বিভক্ত করেছে—উত্তর ও দক্ষিণ। উত্তরাংশের নাম আর্যাবর্ত ও দক্ষিণাংশের নাম দাক্ষিণাত্য।
প্রশ্ন: ভারতের উত্তর-পশ্চিম সীমান্তের তিনটি গিরিপথের নাম লিখ।
উত্তর : তিনটি গিরিপথের নাম খাইবার, বোলান ও গোমাল।
প্রশ্ন: ভারতের কোন কোন দিক সমুদ্র দ্বারা বেষ্টিত?
উত্তর : দক্ষিণ-পূর্ব, দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ দিক সমুদ্র দ্বারা বেষ্টিত।
প্রশ্ন: পুরাণের সংখ্যা কয়টি? তিনটি পুরাণের নাম লিখ।
উত্তর: আঠারটি—বিষ্ণু পুরাণ, বায়ু পুরাণ, মৎস্য পুরাণ।
প্রশ্ন: ভারতীয় জাতিগোষ্ঠীকে প্রধানত কয়টি শ্রেণীতে বিভক্ত করা যায়?
উত্তর : প্রধানতঃ চারটি শ্রেণীতে আর্য, দ্রাবিড়, অষ্ট্রিক ও মঙ্গোলীয়।
প্রশ্ন: সিংহলের বৌদ্ধ ধর্মগ্রন্থগুলির মধ্যে দুটির নাম লিখ। উত্তর : দীপবংশ, মহাবংশ।
প্রশ্ন: এলাহাবাদ প্রশস্তি কার রচনা ?
উত্তর : সমুদ্রগুপ্তের সভাকবি হরিষেণ। এতে সমুদ্রগুপ্তের রাজ্য জয়ের বর্ণনা আছে।
প্রশ্ন: নাসিক প্রশস্তিতে কোন্ সাতবাহন রাজার কীর্তি বর্ণিত আছে?
উত্তর : নাসিক প্রশস্তিতে সাতবাহন বংশের শ্রেষ্ঠ নৃপতি গৌতমীপুত্র সাতকর্ণীর (১০৬-১৩০খ্রী:) কাহিনী বর্ণিত আছে।
প্রশ্ন: নানাঘাট শিলালিপি কার সময়ে খোদিত হয়?
উত্তর : সাতবাহন রাজা প্রথম সাতকর্ণীর আমলে নানাঘাট শিলালিপি খোদিত হয়।
প্রশ্ন: হর্ষচরিত কে রচনা করেন?
উত্তর : হর্ষবর্ধনের সভাকবি বানভট্ট হর্ষচরিত রচনা করেন।
প্রশ্ন: কলহণ রচিত গ্রন্থটির নাম কি? এর থেকে কোন দেশের ইতিহাস জানা যায়?
উত্তর : রাজতরঙ্গিনী-কাশ্মীরের ইতিহাস।
প্রশ্ন: তহকিক-ই-হিন্দের লেখক কে? উত্তর : আরব লেখক আল বেরুণী।
প্রশ্ন: আইহোল লেখ-প্রশস্তি কে রচনা করেন?
উত্তর : চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তি।
প্রশ্ন: প্রাচীন কালের দুইজন রোমান লেখকের নাম লিখ।
• উত্তর : প্লুটার্ক, প্লিনি।
প্রশ্ন: ইন্ডিকা কে রচনা করেন?
উত্তর : চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় গ্রীকদূত মেগাস্থিনিস ইন্ডিকা রচনা করেন।
প্রশ্ন: অর্থশাস্ত্রের রচয়িতা কে?
উত্তর : চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী কৌটিল্য বা চাণক্য।
প্রশ্ন: সন্ধ্যাকর নন্দী কে ছিলেন?
উত্তর : রামচরিত গ্রন্থের রচয়িতা।
প্রশ্ন: আল বেরুণীর প্রকৃত নাম কি? তাঁর গ্রন্থের নাম কি?
উত্তর : আবু রিহান। তাঁর গ্রন্থের নাম তহকিক-ই-হিন্দ বা কিতাবউল হিন্দ।
প্রশ্ন: প্লিনি রচিত গ্রন্থটির নাম কি?
উত্তর: ন্যাচারালিস হিস্টোরিয়ো প্রথম শতাব্দীতে রচিত এই গ্রন্থ থেকে ভারতের সঙ্গে রোমান সাম্রাজ্যের বাণিজ্যিক লেনদেনের পরিচয় মেলে।
Read This: পৃথিবীর প্রধান প্রধান মরুভূমি অঞ্চল এর তালিকা PDF সহ
Tag: ভৌগলিক পরিবেশ ও ইতিহাস, ভৌগলিক পরিবেশ ও ইতিহাস PDF Download
Pingback: পুষ্টি বিপাক ও পরিপাক সম্পর্কিত প্রশ্ন উত্তর Very Short Type Questions - KmdInfo